কলকাতা, 9 ডিসেম্বর : কলকাতা আদালতে স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী ৷ অভিনেতার বিরুদ্ধে দায়ের হওয়া সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court dismisses allegations of communal incitement against Mithun Chakraborty) । পাশাপাশি এই মামলায় আর কোনও তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ ।
বিচারপতি শুনানিতে বলেন, ‘‘মামলাকারী একজন জনপ্রিয় ব্যক্তি ৷ তিনি বিনোদন জগতের একজন তারকা । নির্বাচনের সময় ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ এবং ‘এক ছোবলে ছবি’, তাঁর চলচ্চিত্রের এই বিখ্যাত দুটি সংলাপ তিনি সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য বলেছিলেন । সেটা তিনি স্বীকার করেছেন ।’’
আরও পড়ুন : Farmers Announce to End Agitation : কেন্দ্রের চিঠিতে আশ্বস্ত হয়ে আন্দোলনে সমাপ্তি ঘোষণা কৃষকদের
রাজ্যের বিধানসভা ভোটের সময় উস্কানিমূলক মন্তব্য করার জন্য মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের করেন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি । সেই মামলা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে গত 8 জুন মামলা করেন মিঠুন চক্রবর্তীও । অভিনেতা নিজেও জানিয়েছিলেন, তাঁর বলা ডায়লগ জনপ্রিয় ৷ তাই তিনি দর্শকদের উদ্দেশ্যে ওই ডায়লগ বলেছিলেন ৷ এর সঙ্গে উস্কানি দেওয়ার সম্পর্ক থাকতে পারে না ৷