কলকাতা, 10 ফেব্রুয়ারি : কলকাতা হাইকোর্টে আবেদন করেও স্বস্তি পেলেন না কয়লাপাচার কাণ্ডের পান্ডা অনুপ মাঝি৷ তাঁকে যাতে এখনই গ্রেপ্তার না করা হয়, সেই আবদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুপের আইনজীবী৷ বুধবার যা খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷
কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের দায়ের করা আপিল মামলার শুনানি শেষ হল বুধবার। বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এই মামলার রায়দান স্থগিত রেখেছে। তবে খুব শীঘ্রই রায় ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন দুই বিচারপতি৷
বুধবার মামলার শুনানিতে অনুপ মাঝির তরফে আদালতে আবেদন জানানো হয়, সিবিআই যাতে আপাতত তাঁকে গ্রেপ্তার করতে না পারে তারজন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষার নির্দেশ দিক আদালত। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয় । আদালত জানিয়েছে দ্রুত যাতে এই মামলার রায়দান করা হয়, সেই চেষ্টাই করা হচ্ছে৷
সিবিআইয়ের পাশাপাশি মঙ্গলবার অনুপ মাঝির তরফেও সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা হয়৷ সেই মামলারও শুনানি শেষ হয় এদিন৷ অনুপ মাঝির আইনজীবী আবারও এদিন দাবি করেন, তাঁর মক্কেল একজন কয়লা ব্যবসায়ী। তিনি ইসিএল থেকে কয়লা কিনে ব্যবসা করতেন। এই পরিস্থিতিতে আগামী দিনে ডিভিশন বেঞ্চ কী রায় দেয়, এখন তারই অপেক্ষা৷
আরও পড়ুন: এক অভিযুক্ত কখনও তদন্তকারী সংস্থা বেছে নিতে পারে না : তুষার মেহতা
কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে গত সোমবার ডিভিশন বেঞ্চে আপিল করে সিবিআই। প্রসঙ্গত, গত 3 ফেব্রুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ এই মামলার রায় দিয়েছিল৷ তাতে বলা হয়, রেলের এলাকায় নির্বিঘ্নে তদন্ত করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ তবে রাজ্যের এলাকায় তদন্ত করতে গেলে নবান্নের অনুমতি নিয়ে তদন্ত করতে হবে সিবিআইকে। রায়ের এই অংশ নিয়ে আপত্তি জানিয়েই আপিল করে সিবিআই । পাশাপাশি, সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার অনুপ মাঝির তরফেও ডিভিশন বেঞ্চে একটি আপিল করা হয়। দু’টি মামলারই শুনানি শেষ হয় বুধবার৷