ETV Bharat / city

আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের

আনিসুর রহমানের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করার আবেদন গ্রহণ করেছিল পূর্ব মেদিনীপুরের তমলুক সেশন কোর্ট ৷ মঙ্গলবার তা খারিজ করল কলকাতা হাইকোর্ট ।

আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের
আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের
author img

By

Published : Mar 2, 2021, 5:11 PM IST

Updated : Mar 2, 2021, 10:15 PM IST

কলকাতা, 2 মার্চ : আনিসুর রহমানের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করার আবেদন গ্রহণ করে তাতে সায় দেয় পূর্ব মেদিনীপুরের তমলুক সেশন কোর্ট ৷ মঙ্গলবার তা খারিজ করল কলকাতা হাইকোর্ট ।

তৃণমূল কর্মী কুরবান শা হত্যা মামলায় অভিযুক্ত আনিসুর রহমান ৷ তাঁর নামে যে মামলা চলছে, তা প্রত্যাহার করার জন্য গত 26 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার ৷ সেই বিজ্ঞপ্তি গতকাল, সোমবার তমলুক সেশন কোর্টে জমা দিয়েছিলেন সরকারি আইনজীবী ৷ আজ, মঙ্গলবার তমলুক সেশন বিচারক রাজ্যের সেই আবেদন গ্রহণ করেন । কিন্তু সেই সেশন বিচারক সেই নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট ।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই নির্দেশ জানালেন, গত 26 ফেব্রুয়ারি রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল এবং সেই বিজ্ঞপ্তির পরবর্তী ফলাফল সমস্তটাই খারিজ করছে কলকাতা হাইকোর্ট । কারণ, একটা সময় রাজ্য সরকারই এই ব্যক্তির জামিনের আবেদনের বিরোধিতা করেছিল । এখন হঠাৎ করে কী এমন হল যে দ্রুত তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সায় দিচ্ছে রাজ্য ! এদিন এই প্রশ্নই তুলেছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আরও জানান, সরকারি আইনজীবী জনস্বার্থে এই ধরনের আবেদন সেশন আদালতে করতেই পারেন ৷ কিন্তু তাঁর কাজ যেন রাজ্যের একজন শুধুমাত্র এজেন্টের মতো না হয় ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য

প্রসঙ্গত, 2019 সালের অক্টোবর মাসে পাঁশকুড়ায় কুরবান শা খুনের ঘটনায় গ্রেফতার হন বিজেপি নেতা আনিসুর রহমান । এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তার তৃণমূল যোগের জল্পনা শুরু হয়ে যায় । এরপরই রাজ্য সরকার তার বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ । আজ, মঙ্গলবার জরুরি ভিত্তিতে কুরবান শাহের ভাগ্নে জহর শা কলকাতা হাইকোর্টে আবেদন জানান অবিলম্বে যাতে আনিসুর রহমানের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহারের আবেদন খারিজ করা হয় ।

মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘‘রাজ্য সরকার কখনও পাবলিক প্রসিকিউটরকে দিয়ে মামলা প্রত্যাহার করার জন্য বলতে পারে না । আনিসুর রহমান একজন ঘৃণ্য অপরাধী । তাকে এইভাবে ছেড়ে দিতে পারে না রাজ্য সরকার ।’’ এর উল্টো দিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এখনও কোনও নির্দেশ দেয়নি । এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপ করা কি উচিত ?"

আরও পড়ুন : বিজেপি করার অপরাধে ব্যক্তিকে মারধরের অভিযোগ নদিয়ায়

প্রসঙ্গত, তমলুক সেশন আদালত তখন পর্যন্ত রাজ্যের এই আবেদনে স্বীকৃতি দেয়নি । কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশ দানের ঠিক আগেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, তমলুক সেশন আদালত রাজ্যের আবেদন গ্রহণ করে আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সায় দিয়েছে ।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, রাজ্য সরকার 26 ফেব্রুয়ারি যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিকে খারিজ করা হচ্ছে । পাশাপাশি সেশন কোর্ট যে নির্দেশ দান করেছে, তা এখন কার্যকরী হবে না ।

কলকাতা, 2 মার্চ : আনিসুর রহমানের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করার আবেদন গ্রহণ করে তাতে সায় দেয় পূর্ব মেদিনীপুরের তমলুক সেশন কোর্ট ৷ মঙ্গলবার তা খারিজ করল কলকাতা হাইকোর্ট ।

তৃণমূল কর্মী কুরবান শা হত্যা মামলায় অভিযুক্ত আনিসুর রহমান ৷ তাঁর নামে যে মামলা চলছে, তা প্রত্যাহার করার জন্য গত 26 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার ৷ সেই বিজ্ঞপ্তি গতকাল, সোমবার তমলুক সেশন কোর্টে জমা দিয়েছিলেন সরকারি আইনজীবী ৷ আজ, মঙ্গলবার তমলুক সেশন বিচারক রাজ্যের সেই আবেদন গ্রহণ করেন । কিন্তু সেই সেশন বিচারক সেই নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট ।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই নির্দেশ জানালেন, গত 26 ফেব্রুয়ারি রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল এবং সেই বিজ্ঞপ্তির পরবর্তী ফলাফল সমস্তটাই খারিজ করছে কলকাতা হাইকোর্ট । কারণ, একটা সময় রাজ্য সরকারই এই ব্যক্তির জামিনের আবেদনের বিরোধিতা করেছিল । এখন হঠাৎ করে কী এমন হল যে দ্রুত তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সায় দিচ্ছে রাজ্য ! এদিন এই প্রশ্নই তুলেছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আরও জানান, সরকারি আইনজীবী জনস্বার্থে এই ধরনের আবেদন সেশন আদালতে করতেই পারেন ৷ কিন্তু তাঁর কাজ যেন রাজ্যের একজন শুধুমাত্র এজেন্টের মতো না হয় ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য

প্রসঙ্গত, 2019 সালের অক্টোবর মাসে পাঁশকুড়ায় কুরবান শা খুনের ঘটনায় গ্রেফতার হন বিজেপি নেতা আনিসুর রহমান । এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তার তৃণমূল যোগের জল্পনা শুরু হয়ে যায় । এরপরই রাজ্য সরকার তার বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ । আজ, মঙ্গলবার জরুরি ভিত্তিতে কুরবান শাহের ভাগ্নে জহর শা কলকাতা হাইকোর্টে আবেদন জানান অবিলম্বে যাতে আনিসুর রহমানের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহারের আবেদন খারিজ করা হয় ।

মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘‘রাজ্য সরকার কখনও পাবলিক প্রসিকিউটরকে দিয়ে মামলা প্রত্যাহার করার জন্য বলতে পারে না । আনিসুর রহমান একজন ঘৃণ্য অপরাধী । তাকে এইভাবে ছেড়ে দিতে পারে না রাজ্য সরকার ।’’ এর উল্টো দিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এখনও কোনও নির্দেশ দেয়নি । এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপ করা কি উচিত ?"

আরও পড়ুন : বিজেপি করার অপরাধে ব্যক্তিকে মারধরের অভিযোগ নদিয়ায়

প্রসঙ্গত, তমলুক সেশন আদালত তখন পর্যন্ত রাজ্যের এই আবেদনে স্বীকৃতি দেয়নি । কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশ দানের ঠিক আগেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, তমলুক সেশন আদালত রাজ্যের আবেদন গ্রহণ করে আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সায় দিয়েছে ।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, রাজ্য সরকার 26 ফেব্রুয়ারি যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিকে খারিজ করা হচ্ছে । পাশাপাশি সেশন কোর্ট যে নির্দেশ দান করেছে, তা এখন কার্যকরী হবে না ।

Last Updated : Mar 2, 2021, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.