কলকাতা, 1 সেপ্টেম্বর: মাদক মামলায় অভিযুক্তর পরিবারের সদস্যদের কাছে 1 লক্ষ টাকা ঘুষ চেয়ে ফোন ! ঘুষের টাকা না পেলে ফের মাদক মামলায় (Drug Case) ফাঁসিয়ে দেওয়ার হুমকি ! পুলিশের সাব ইন্সপেক্টর (Sub-inspector) বা এসআই (SI) পদে থেকে এমনই গর্হিত আচরণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযোগকারীরা সেই হুমকি ফোন রেকর্ড করে রেখেছিলেন ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শুনানি চলাকালীন সেই ফোন রেকর্ড শোনানো হয় বিচারপতিদের ৷ ক্ষুব্ধ বিচারপতিরা অভিযুক্ত চন্দন সাহার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের (Anti-Corruption Act) আওতায় মামলা শুরু করার নির্দেশ দেন ৷ একইসঙ্গে, তাঁকে তার পদ থেকে সাসপেন্ড করা হয় ৷
ঘটনার সূত্রপাত 2021 সালের 3 অগস্ট ৷ মাদক মামলায় দাবির হালসানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নদিয়ার চাপড়া থানার পুলিশ ৷ তাতে দাবিরের জেল হয় ৷ সেই সময়ের মধ্যেই গত বছরের 14 অগস্ট নদিয়ার কোতওয়ালি থানায় আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয় দাবিরকে ৷ যদিও আদালতে দাবির দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ এর স্বপক্ষে দাবির কিছু যুক্তি পেশ করেন ৷ একইসঙ্গে তিনি জানান, তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন চাপড়া থানার এসআই চন্দন সাহা ৷ পরিবারের সদস্যদের কাছে 1 লক্ষ টাকা ঘুষ চেয়েছেন তিনি !
আরও পড়ুন: নির্ভয়ে বিচার করুন, নতুন বিচারপতিদের শপথ গ্রহণে বিতর্কিত মন্তব্য অরুণাভ ঘোষের
দাবিরের এই অভিযোগ খতিয়ে দেখতে উদ্যোগ নেয় আদালত ৷ সংশ্লিষ্ট বিচারপতিদের নির্দেশে তদন্ত শুরু করে সিআইডি (CID) ৷ তাতে প্রাথমিকভাবে দাবিরের তোলা অভিযোগ সত্যি বলেই প্রমাণিত হয়েছে ৷ আদলতে হুমকি ফোনের রেকর্ডিং চালোনো হয়েছে ৷ ঘটনার জেরে সাসপেন্ড হতে হয়েছে অভিযুক্ত পুলিশ আধিকারিককে ৷ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অনন্যা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ঘুষ সংক্রান্ত মামলাটির শুনানি চলছে ৷ এক পুলিশ আধিকারিকের এমন আচরণে দুই বিচারপতিই ক্ষোভ প্রকাশ করেছেন ৷
তবে, দাবিরের অন্য দাবিটি আদৌ সত্যি কিনা, সেটি এখনও স্পষ্ট নয় ৷ তিনি আদালতকে জানিয়েছিলেন, তাঁকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে ৷ সেই বিষয়টির নিষ্পত্তি এখনও হয়নি ৷ দু'টি ক্ষেত্রেই তদন্তের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি ৷ সেই প্রক্রিয়া চলছে ৷ তা শেষ না হওয়া পর্যন্ত এবং আদালতের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অভিযুক্ত এসআই চন্দন সাহা কাজে যোগ দিতে পারবেন না ৷