ETV Bharat / city

আপার প্রাইমারির 2 হাজার প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশনের নির্দেশ হাইকোর্টের - SSC Upper Primary Interview

আপার প্রাইমারির আরও 2 হাজার প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকতে হবে ৷ আজ স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিল হাইকোর্ট ৷

হাইকোর্ট
author img

By

Published : Aug 9, 2019, 7:48 PM IST

Updated : Aug 9, 2019, 8:29 PM IST

কলকাতা, 9 অগাস্ট : আপার প্রাইমারির আরও দু'হাজার চাকরি প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকতে হবে ৷ আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

চূড়ান্ত শূন্যপদ ঘোষণা না করেই কেন শুরু হয়েছিল ইন্টারভিউ ? এছাড়াও SSC-র কাছে 19 জুলাই একাধিক বিষয়ের ব্যাখ্যা চেয়েছিল হাইকোর্ট ৷ 29 জুলাইয়ের মধ্যে SSC-কে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ৷ তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেয়নি SSC ৷ গতকাল বিকেলে জমা দেওয়া হয় হলফনামা ৷ এরপর আজ মামলাটির শুনানি হয় ৷ আরও দু'হাজার চাকরি প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দেন বিচারপতি ৷

এ নিয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "19 জুলাইয়ের নির্দেশে একটা বিষয় ছিল না, সেটাই আজকের নির্দেশে পরিষ্কার করে জানালেন বিচারপতি । দেবনাথ মণ্ডল, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, অনুপ রায়, সুব্রত মহাপাত্র সহ দু'হাজারের বেশি চাকরি প্রার্থীকে আবার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দেন বিচারপতি । "

ভিডিয়োয় শুনুন ফিরদৌস শামিমের বক্তব্য

প্রসঙ্গত, 15 জুলাই আপার প্রাইমারির প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে ৷ তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশ ছাড়া ইন্টারভিউয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে না ৷ ফলে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত বিষয়টি এই মামলার উপর নির্ভর করছে ৷

কলকাতা, 9 অগাস্ট : আপার প্রাইমারির আরও দু'হাজার চাকরি প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকতে হবে ৷ আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

চূড়ান্ত শূন্যপদ ঘোষণা না করেই কেন শুরু হয়েছিল ইন্টারভিউ ? এছাড়াও SSC-র কাছে 19 জুলাই একাধিক বিষয়ের ব্যাখ্যা চেয়েছিল হাইকোর্ট ৷ 29 জুলাইয়ের মধ্যে SSC-কে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ৷ তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেয়নি SSC ৷ গতকাল বিকেলে জমা দেওয়া হয় হলফনামা ৷ এরপর আজ মামলাটির শুনানি হয় ৷ আরও দু'হাজার চাকরি প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দেন বিচারপতি ৷

এ নিয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "19 জুলাইয়ের নির্দেশে একটা বিষয় ছিল না, সেটাই আজকের নির্দেশে পরিষ্কার করে জানালেন বিচারপতি । দেবনাথ মণ্ডল, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, অনুপ রায়, সুব্রত মহাপাত্র সহ দু'হাজারের বেশি চাকরি প্রার্থীকে আবার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দেন বিচারপতি । "

ভিডিয়োয় শুনুন ফিরদৌস শামিমের বক্তব্য

প্রসঙ্গত, 15 জুলাই আপার প্রাইমারির প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে ৷ তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশ ছাড়া ইন্টারভিউয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে না ৷ ফলে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত বিষয়টি এই মামলার উপর নির্ভর করছে ৷

Intro:আপার প্রাইমারীর আরো দুহাজার প্রার্থীকে নথি যাচায়ের জন্য ডাকার নির্দেশ দিল হাইকোর্ট Body:
মানস নস্কর---

আপার প্রাইমারীর আরো ২ হাজার প্রার্থীকে নথি যাচাইয়ে ডাকার নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা ৯ অগাস্ট ঃ
আপার প্রাইমারীর আরো ২ হাজারের বেশি চাকরিপ্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আপার প্রাইমারীর যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তাতে যাতে এরা সুযোগ সেই জন্যই এই নির্দেশ।পাশাপাশি একাধিক ব্যাপারে আজ স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানিয়েছে হাইকোর্টকে।

চুড়ান্ত শূন্য পদ কত না ঘোষণা করেই কেন শুরু করা হলো ইন্টারভিউ? স্কুল সার্ভিস কমিশনের কাছে এছাড়াও আরো একাধিক বিষয়ের ব্যাখ্যা চেয়েছিল হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর সিংগল বেঞ্চে ২৯ জুলাইয়ের মধ্যে হলফনাম দিয়ে জানাতে বলা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে।পাশাপাশি হাইকোর্ট প্রশিক্ষিত প্রার্থীদের আগে ডাকার নির্দেশ দেওয়ার সত্তেও বেশ কিছু প্রশিক্ষণহীন প্রার্থী ইতিমধ্যেই ইন্টারভিউতে বসলেন কি করে?সেই প্রশ্নও করেন বিচারপতি। এই সমস্ত ব্যাপারেই আজ হলফনামা জমা পড়েছে। আগামী শুক্রবার এই সমস্ত বিষয়ের উপর শুনানি হবে।এ ব্যাপারে চাকরিপ্রার্থীদের তরফের আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, "১৯ জুলাইয়ের নির্দেশে একটা বিষয় ছিল না, সেটাই আজকের নির্দেশে পরিস্কার করে জানালেন বিচারপতি। দেবনাথ মন্ডল, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, অনুপ রায়, সুব্রত মহাপাত্র সহ অন্যান্য ২ হাজারের বেশি চাকরিপ্রার্থীকে আবার নথি যাচায়ের নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। "

আপার প্রাইমারীর নিয়োগ সংক্রান্ত যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তাতে একাধিক অসংগতির উল্লেখ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। এই সমস্ত মামলায় স্কুল সার্ভিস কমিশনও খুব একটা সদুত্তর দিতে পারেনি।ফলে বেশিরভাগ মামলার এখনো নিস্পত্তি হয়নি। সেই জন্যই
আপার প্রাইমারীর প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়া ১৫ জুলাই শেষ হলেও, হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী এই পরীক্ষার্থীদের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবেনা হাইকোর্ট পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত। Conclusion:
Last Updated : Aug 9, 2019, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.