ETV Bharat / city

Calcutta High Court: 7 লক্ষ টাকার প্রতারণা ! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রুজু মামলায় রিপোর্ট তলব আদালতের - প্রতারণা

নদিয়ার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের (Bimalendu Sinha Roy) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আর্থিক প্রতারণার মামলা (Fraud Case Against TMC MLA) রুজু করা হয়েছে ৷ তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করেছেন দলেরই সংখ্য়ালঘু নেতা হাসান আলি মণ্ডল (Hasan Ali Mondal) ৷ ঘটনায় কৃষ্ণনগরের (Krishnanagar) পুলিশ সুপারকে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Raja Shekhar Mantha) ৷

Calcutta High Court directs Krishnanagar police super to submit report in a Fraud Case Against TMC MLA
Calcutta High Court: 7 লক্ষ টাকার প্রতারণা ! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রুজু মামলায় রিপোর্ট তলব আদালতের
author img

By

Published : Sep 26, 2022, 7:15 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: বিধায়ক চাইলেই ব্লক সভাপতি পদে বসতে পারবেন দলের প্রবীণ সংখ্যালঘু নেতা ৷ তবে, তার জন্য পার্টি ফান্ডে দিতে হবে 10 লক্ষ টাকা ! সেই টাকা দলের উন্নয়নের কাজ ব্যবহার করা হবে ৷ অভিযোগ, নদিয়ার করিমপুর-2 ব্লকের বাসিন্দা হাসান আলি মণ্ডলকে (Hasan Ali Mondal) এই প্রতিশ্রুতিই দিয়েছিলেন করিমপুরেরই বিধায়ক বিমলেন্দু সিংহ রায় (Bimalendu Sinha Roy) ৷ সেই মতো ধাপে ধাপে বিধায়ককে 7 লক্ষ টাকা দিয়েছিলেন হাসান ৷ কিন্তু, শেষমেশ আর ব্লক সভাপতি হওয়ার সাধ পূরণ হয়নি তাঁর ৷ ফেরত পাওয়া যায়নি টাকাও ! বাধ্য হয়েই তাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন হাসান ৷ রুজু করেছেন মামলা (Fraud Case Against TMC MLA) ৷ সব শুনে নদিয়ার কৃষ্ণনগরের (Krishnanagar) পুলিশ সুপারকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Raja Shekhar Mantha) ৷ সোমবার এই নির্দেশ দিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে অনেক আগেই সংবাদমাধ্যমে সরব হয়েছিলেন হাসান আলি মণ্ডল ৷ সেই সময় ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন তিনি ৷ তাঁর দাবি, এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন ৷ কিন্তু, পুলিশ তাঁর অভিযোগ নেয়নি ৷ বদলে তাঁকেই থানার মধ্যে হেনস্থা করা হয় বলে জানিয়েছেন হাসান আলি মণ্ডল ৷ এমনকী, ইতিমধ্যে হাসান আলিকে খুনের হুমকিও দেওয়া হয়েছে ! তাঁর বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয়েছে ৷ সব জানিয়ে গত 12 সেপ্টেম্বর নদিয়ার পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেন হাসান ৷ কিন্তু, তারপরও কোনও সুরাহা হয়নি ৷

আরও পড়ুন: পদ পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা আত্মসাৎ ! কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

হাসানের বক্তব্য, তিনি যে আর ব্লক সভাপতি হতে পারবেন না, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তা নিয়ে তাঁর আর কিছু বলার নেই ৷ কিন্তু,আদালত অন্তত তাঁর দেওয়া 7 লক্ষ টাকা উদ্ধার করে দিক ৷ কারণ, অভিযুক্ত বিধায়ক সেই টাকা ফেরত দিতে নারাজ ! প্রসঙ্গত, এর আগে ইটিভি ভারতের ক্য়ামেরার সামনেই তৃণমূলের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় দাবি করেছিলেন, হাসান আলি মণ্ডলের তোলা সমস্ত অভিযোগ মিথ্য়া ও ভিত্তিহীন ৷ এমনকী, হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ৷

প্রসঙ্গত, হাসান আলি মণ্ডল করিমপুর এলাকারই প্রাক্তন পঞ্চায়েত প্রধান ৷ দলের দীর্ঘদিনের সক্রিয় সদস্য ৷ এদিন সব শুনে পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷ আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই রিপোর্ট আদালতে পেশ করতে হবে ৷ পাশাপাশি, এই মামলার প্রেক্ষিতেই অভিযুক্ত বিধায়ককে মঙ্গলবারের মধ্যে নোটিশ পাঠাতে হবে ৷ স্পিড পোস্ট বা ই-মেলের মাধ্যমে নোটিশ পাঠানো যাবে ৷ একইসঙ্গে, পুলিশকে হাসান আলি মণ্ডলের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছেন বিচারপতি মান্থা ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: বিধায়ক চাইলেই ব্লক সভাপতি পদে বসতে পারবেন দলের প্রবীণ সংখ্যালঘু নেতা ৷ তবে, তার জন্য পার্টি ফান্ডে দিতে হবে 10 লক্ষ টাকা ! সেই টাকা দলের উন্নয়নের কাজ ব্যবহার করা হবে ৷ অভিযোগ, নদিয়ার করিমপুর-2 ব্লকের বাসিন্দা হাসান আলি মণ্ডলকে (Hasan Ali Mondal) এই প্রতিশ্রুতিই দিয়েছিলেন করিমপুরেরই বিধায়ক বিমলেন্দু সিংহ রায় (Bimalendu Sinha Roy) ৷ সেই মতো ধাপে ধাপে বিধায়ককে 7 লক্ষ টাকা দিয়েছিলেন হাসান ৷ কিন্তু, শেষমেশ আর ব্লক সভাপতি হওয়ার সাধ পূরণ হয়নি তাঁর ৷ ফেরত পাওয়া যায়নি টাকাও ! বাধ্য হয়েই তাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন হাসান ৷ রুজু করেছেন মামলা (Fraud Case Against TMC MLA) ৷ সব শুনে নদিয়ার কৃষ্ণনগরের (Krishnanagar) পুলিশ সুপারকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Raja Shekhar Mantha) ৷ সোমবার এই নির্দেশ দিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে অনেক আগেই সংবাদমাধ্যমে সরব হয়েছিলেন হাসান আলি মণ্ডল ৷ সেই সময় ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন তিনি ৷ তাঁর দাবি, এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন ৷ কিন্তু, পুলিশ তাঁর অভিযোগ নেয়নি ৷ বদলে তাঁকেই থানার মধ্যে হেনস্থা করা হয় বলে জানিয়েছেন হাসান আলি মণ্ডল ৷ এমনকী, ইতিমধ্যে হাসান আলিকে খুনের হুমকিও দেওয়া হয়েছে ! তাঁর বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয়েছে ৷ সব জানিয়ে গত 12 সেপ্টেম্বর নদিয়ার পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেন হাসান ৷ কিন্তু, তারপরও কোনও সুরাহা হয়নি ৷

আরও পড়ুন: পদ পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা আত্মসাৎ ! কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

হাসানের বক্তব্য, তিনি যে আর ব্লক সভাপতি হতে পারবেন না, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তা নিয়ে তাঁর আর কিছু বলার নেই ৷ কিন্তু,আদালত অন্তত তাঁর দেওয়া 7 লক্ষ টাকা উদ্ধার করে দিক ৷ কারণ, অভিযুক্ত বিধায়ক সেই টাকা ফেরত দিতে নারাজ ! প্রসঙ্গত, এর আগে ইটিভি ভারতের ক্য়ামেরার সামনেই তৃণমূলের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় দাবি করেছিলেন, হাসান আলি মণ্ডলের তোলা সমস্ত অভিযোগ মিথ্য়া ও ভিত্তিহীন ৷ এমনকী, হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ৷

প্রসঙ্গত, হাসান আলি মণ্ডল করিমপুর এলাকারই প্রাক্তন পঞ্চায়েত প্রধান ৷ দলের দীর্ঘদিনের সক্রিয় সদস্য ৷ এদিন সব শুনে পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷ আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই রিপোর্ট আদালতে পেশ করতে হবে ৷ পাশাপাশি, এই মামলার প্রেক্ষিতেই অভিযুক্ত বিধায়ককে মঙ্গলবারের মধ্যে নোটিশ পাঠাতে হবে ৷ স্পিড পোস্ট বা ই-মেলের মাধ্যমে নোটিশ পাঠানো যাবে ৷ একইসঙ্গে, পুলিশকে হাসান আলি মণ্ডলের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছেন বিচারপতি মান্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.