কলকাতা, 19 জানুয়ারি : নারদ মামলায় বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য সিবিআইকে রাজ্যের বিধানসভার স্পিকারের কাছে দ্রুত অনুমতির আবেদন জানানোর নির্দেশ হাইকোর্টের । প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণানের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয় । পাশাপাশি সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লোকসভার স্পিকারেরও অনুমতি চাওয়া হয়েছে । কিন্তু সেটা এখনও আসেনি ।
আরও পড়ুন:নারদা মামলায় CBI-এর চার্জশিট পেশ নিয়ে জনস্বার্থ মামলা
নারদ মামলায় আজ যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী । আগামী সপ্তাহে এই মামলার শুনানি । অন্যদিকে, আজ মামলার শুনানিতে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনেরাল অভ্রতোষ মজুমদার বলেন , "এখনও পর্যন্ত বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য বিধানসভার স্পিকারের যে অনুমতি প্রয়োজন, সেই অনুমতির আবেদন করেনি সিবিআই ।" তবে সিবিআইয়ের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল ওয়াই জে দস্তুর বলেন, "সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই লোকসভার স্পিকারের কাছে অনুমতির আবেদন জানানো হয়েছে । কিন্তু সেই অনুমতি এখনও আসেনি ।" এরপরই মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন , "এটা সিবিআইয়ের চূড়ান্ত গাফিলতি। গত এক বছর ধরে আমরা শুনে আসছি চার্জশিটের জন্য অনুমতির আবেদন করা হয়েছে , একটা অনুমতি পেতে কতদিন লাগে?"
আরও পড়ুন :নারদ মামলায় চার্জশিট পেশে বিধানসভার অধ্যক্ষকে অনুমতির আর্জি দেয়নি সিবিআই, জানালো রাজ্য
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইকে নির্দেশ দেন বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট পেশের ব্যাপারে বিধানসভার স্পিকারের অনুমতির আবেদন সেটা যেন দ্রুত করা হয় । আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি । 24 নভেম্বর স্পিকারের অনুমতি ছাড়াই নারদা মামলায় চার্জশিট পেশ করুক সিবিআই ৷ এমনই আরজি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন অমিতাভ চক্রবর্তী নামে প্রাক্তন এক কংগ্রেস নেতা । অমিতাভবাবুর বক্তব্য, যেহেতু হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত চলছে, চার্জশিট পেশের জন্য স্পিকারের অনুমতির কি আদৌ প্রয়োজন আছে ? আদালত সিবিআইকে নির্দেশ দিক, অবিলম্বে এই মামলার চার্জশিট পেশ করতে । কারণ সিবিআই চাইলেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারে ।