ETV Bharat / city

Calcutta High Court মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখল, তালা ভাঙার নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখলের (WBBSE Union Room) অভিযোগে মামলা ৷ বিধাননগর পূর্ব থানাকে (Bidhannagar East Police Station) তালা ভাঙার নির্দেশ ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷

Calcutta High Court directs Bidhannagar East Police Station to break the lock on WBBSE union room
Calcutta High Court মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখল, তালা ভাঙার নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Aug 25, 2022, 3:47 PM IST

কলকাতা, 25 অগস্ট: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের (WBBSE Union Room) তালা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ বৃহস্পতিবার বিধাননগর পূর্ব থানাকে (Bidhannagar East Police Station) এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷

ঘটনা প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের ভবনে পাঁচতলায় রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন রুমটি ৷ দীর্ঘদিন ধরেই সেটি তালাবন্ধ ৷ যাঁরা ভোটে জিতে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তাঁদের ওই ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ ঘটনায় অভিযুক্তরা সকলেই রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং শিক্ষামন্ত্রী বাত্য বসু ও তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন সব্যসাচী ৷ তাঁর বক্তব্য, অভিযুক্তরা নিজেরাই এই দাবি করেছেন ৷ এমনকী, তাঁদের কেউ কেউ নিজেদের তৃণমূল নেতা বলেও পরিচয় দেন ৷

আরও পড়ুন: মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে কি জারি হবে লুক আউট নোটিস, আইনি পরামর্শ নিতে হাইকোর্টে ইডি

এই নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে বলে জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় ৷ সমস্যা সমাধানে আদালতের দ্বারস্থ হন সংগঠনের নির্বাচিত সদস্যরা ৷ তারই ভিত্তিতে এ দিন বিচারপতি মান্থা পুলিশকে নির্দেশ দেন, অবিলম্বে ওই ইউনিয়ন রুমের তালা ভেঙে নির্বাচিত প্রতিনিধিদের সেখানে ঢোকার ব্যবস্থা করে দিতে হবে ৷

ইউনিয়ন রুম দখলের অভিযোগ !

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় এই প্রসঙ্গে বলেন, "কর্মচারী সমিতির একটি কার্যালয় রয়েছে ৷ কিন্তু, সেখান থেকে সংগঠনের প্রকৃত সদস্য অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিদেরই বের করে দেওয়া হয়েছে ৷ মধ্যশিক্ষা পর্ষদের ওই কার্যালয় দখল করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ অভিযুক্ত নিজেদের তৃণমূল নেতা বলে দাবি করেন ৷ তাঁরা নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্নেহধন্য ৷ পুলিশ তার রিপোর্টে জানিয়েছে, ওই কার্যালয়ের তালা সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিকের কাছেই রয়েছে ৷ অথচ, নির্বাচিত প্রতিনিধিরা সেখানে ঢুকতে পারছেন না ৷ বিচারপতি মান্থা পুলিশকে নির্দেশ দিয়েছেন, তারা যেন অবিলম্বে ওই কার্যালয় খোলার ব্যবস্থা করে ৷ বিধাননগর পূর্ব থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷"

কলকাতা, 25 অগস্ট: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের (WBBSE Union Room) তালা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ বৃহস্পতিবার বিধাননগর পূর্ব থানাকে (Bidhannagar East Police Station) এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷

ঘটনা প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের ভবনে পাঁচতলায় রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন রুমটি ৷ দীর্ঘদিন ধরেই সেটি তালাবন্ধ ৷ যাঁরা ভোটে জিতে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তাঁদের ওই ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ ঘটনায় অভিযুক্তরা সকলেই রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং শিক্ষামন্ত্রী বাত্য বসু ও তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন সব্যসাচী ৷ তাঁর বক্তব্য, অভিযুক্তরা নিজেরাই এই দাবি করেছেন ৷ এমনকী, তাঁদের কেউ কেউ নিজেদের তৃণমূল নেতা বলেও পরিচয় দেন ৷

আরও পড়ুন: মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে কি জারি হবে লুক আউট নোটিস, আইনি পরামর্শ নিতে হাইকোর্টে ইডি

এই নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে বলে জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় ৷ সমস্যা সমাধানে আদালতের দ্বারস্থ হন সংগঠনের নির্বাচিত সদস্যরা ৷ তারই ভিত্তিতে এ দিন বিচারপতি মান্থা পুলিশকে নির্দেশ দেন, অবিলম্বে ওই ইউনিয়ন রুমের তালা ভেঙে নির্বাচিত প্রতিনিধিদের সেখানে ঢোকার ব্যবস্থা করে দিতে হবে ৷

ইউনিয়ন রুম দখলের অভিযোগ !

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় এই প্রসঙ্গে বলেন, "কর্মচারী সমিতির একটি কার্যালয় রয়েছে ৷ কিন্তু, সেখান থেকে সংগঠনের প্রকৃত সদস্য অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিদেরই বের করে দেওয়া হয়েছে ৷ মধ্যশিক্ষা পর্ষদের ওই কার্যালয় দখল করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ অভিযুক্ত নিজেদের তৃণমূল নেতা বলে দাবি করেন ৷ তাঁরা নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্নেহধন্য ৷ পুলিশ তার রিপোর্টে জানিয়েছে, ওই কার্যালয়ের তালা সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিকের কাছেই রয়েছে ৷ অথচ, নির্বাচিত প্রতিনিধিরা সেখানে ঢুকতে পারছেন না ৷ বিচারপতি মান্থা পুলিশকে নির্দেশ দিয়েছেন, তারা যেন অবিলম্বে ওই কার্যালয় খোলার ব্যবস্থা করে ৷ বিধাননগর পূর্ব থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.