ETV Bharat / city

HC on Green Firecrackers: সবুজবাজি বিক্রি ও ব্যবহারে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকেও নজরদারির নির্দেশ - কলকাতা হাইকোর্ট

রাজ্যে সবুজবাজি (HC on Green Firecrackers) বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকেও (Central Agency) নজরদারি করার নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)৷

Calcutta High Court directed central agency to monitor sale and use of green firecrackers beside states
সবুজবাজি বিক্রি ও ব্যবহারে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকেও নজরদারির নির্দেশ
author img

By

Published : Oct 11, 2022, 2:10 PM IST

Updated : Oct 11, 2022, 2:26 PM IST

কলকাতা, 11 অক্টোবর: রাজ্যে সবুজবাজি (HC on Green Firecrackers) বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের সঙ্গেই দুই কেন্দ্রীয় এজেন্সিকে (Central Agency) নজরদারির দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্র ও রাজ্যের সব সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত দল এই নজরদারি চালাবে । একইসঙ্গে, কলকাতায় বাজি বাজারে যাতে সবুজবাজি বিক্রি হয় ও তার ব্যবহার করা হয় তা পুলিশকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে আদালত ৷

বাজি নিয়ে আদালতের নির্দেশ কার্যকর হল কি না, তার রিপোর্ট কলকাতার পুলিশ কমিশনারকে ছুটির পরে কোর্ট খোলার এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে আদালতে । কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান পেশো ও নিরি-সহ রাজ্যের পরিবেশ দফতর-সহ অন্যান্য বিভাগ একসঙ্গে দায়িত্ব পালন করবে । এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন: পরিবেশবান্ধব সবুজ বাজি কতটা সুরক্ষিত ?

সুপ্রিম কোর্ট ও পরিবেশ আদালতের নির্দেশ মেনে সবুজ বাজি তৈরি ও বিক্রির বিষয়ে সহযোগিতা ও নজরদারি চালাতে হবে । রাজ্যে এখনও সবুজবাজি তৈরির পরিকাঠামো নেই, বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এ দিনের শুনানিতে তা স্পষ্ট হয়ে যায় । ফলে বাইরে থেকে সব সবুজবাজি আমদানি করতে হয় এ রাজ্যে । সেই ব্যাপারে রাজ্যের সঙ্গেই কেন্দ্রীয় এজেন্সিও নজরদারি চালাবে বলে জানিয়েছে আদালত ।

কলকাতা, 11 অক্টোবর: রাজ্যে সবুজবাজি (HC on Green Firecrackers) বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের সঙ্গেই দুই কেন্দ্রীয় এজেন্সিকে (Central Agency) নজরদারির দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্র ও রাজ্যের সব সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত দল এই নজরদারি চালাবে । একইসঙ্গে, কলকাতায় বাজি বাজারে যাতে সবুজবাজি বিক্রি হয় ও তার ব্যবহার করা হয় তা পুলিশকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে আদালত ৷

বাজি নিয়ে আদালতের নির্দেশ কার্যকর হল কি না, তার রিপোর্ট কলকাতার পুলিশ কমিশনারকে ছুটির পরে কোর্ট খোলার এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে আদালতে । কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান পেশো ও নিরি-সহ রাজ্যের পরিবেশ দফতর-সহ অন্যান্য বিভাগ একসঙ্গে দায়িত্ব পালন করবে । এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন: পরিবেশবান্ধব সবুজ বাজি কতটা সুরক্ষিত ?

সুপ্রিম কোর্ট ও পরিবেশ আদালতের নির্দেশ মেনে সবুজ বাজি তৈরি ও বিক্রির বিষয়ে সহযোগিতা ও নজরদারি চালাতে হবে । রাজ্যে এখনও সবুজবাজি তৈরির পরিকাঠামো নেই, বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এ দিনের শুনানিতে তা স্পষ্ট হয়ে যায় । ফলে বাইরে থেকে সব সবুজবাজি আমদানি করতে হয় এ রাজ্যে । সেই ব্যাপারে রাজ্যের সঙ্গেই কেন্দ্রীয় এজেন্সিও নজরদারি চালাবে বলে জানিয়েছে আদালত ।

Last Updated : Oct 11, 2022, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.