ETV Bharat / city

Calcutta High Court জার্মানির নাগরিককে হেনস্থা, রাজ্যের আইনজীবীকে ভর্ৎসনা বিচারপতির

ভারতে বেড়াতে এসে হেনস্থার শিকার বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রুজু মামলা ৷ রাজ্যের আইনজীবীকে ভর্ৎসনা বিচারপতি জয়মাল্য বাগচির (Justice Joymalya Bagchi) ৷

Calcutta High Court criticises West Bengal Government for harassing a German citizen
Calcutta High Court জার্মানির নাগরিককে হেনস্থা, রাজ্যের আইনজীবীকে ভর্ৎসনা বিচারপতির
author img

By

Published : Aug 26, 2022, 7:09 PM IST

কলকাতা, 26 অগস্ট: ভিসার মেয়াদ ও বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশি বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ উঠল রাজ্য পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে ৷ ঘটনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সংশ্লিষ্ট পুলিশকর্মী ও প্রশাসনকে ভর্ৎসনা আদালতের ৷ অবিলম্বে আটক হওয়া যুবকের ভিসার মেয়াদ বাড়ানোর নির্দেশ বিচারপতির ৷

আটক ওই যুবকের নাম শুভ হাওলাদার ৷ তাঁর আইনজীবী আতারুল হোসেন মোল্লা ও আলি এহসান আলমগির জানিয়েছেন, শুভদের পরিবার বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা ৷ কিন্তু, গত প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ছেড়ে জার্মানিতে রয়েছেন শুভ ৷ সেই সূত্রে তিনি এখন জার্মানির নাগরিক ৷ সেই দেশ থেকেই ভারতের ভিসা নেন শুভ ৷ ভেবেছিলেন কিছুটা সময় এদেশে কাটাবেন এবং নানা জায়গা ঘুরে দেখবেন ৷ এদিকে, শুভর বাবা লতিফ হাওলাদার বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা ৷ শুভ ভারতে আসার পরই তিনি ঠিক করেন ছেলেকে দেখতে এপার বাংলায় আসবেন ৷ সেই মতোই সব বন্দোবস্ত হয় ৷ ছেলের কাছে কিছু সময় কাটিয়ে আবারও বাংলাদেশ ফিরে যান লতিফ ৷ গোল বাঁধে তারপর ৷

আরও পড়ুন: বাবার চাকরি হাতিয়ে দায় ঝেড়েছেন সৎ মা, পাশে থাকার প্রতিশ্রুতি আদালতের

আদালতে শুভর আইনজীবীরা জানিয়েছেন, শুভর ভারতে ঘোরার ভিসার মেয়াদ ছিল গত 6 অগস্ট পর্যন্ত ৷ লতিফ বাংলাদেশে ফিরে যান 5 অগস্ট ৷ তাঁকে ছাড়তে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যান শুভ ৷ তাঁর কাছে বৈধ সমস্ত নথিও সেই সময় ছিল ৷ অভিযোগ, সেই নথি দেখানোর পরও সীমান্তের সংলগ্ন এলাকায় শুভকে আটক করে স্থানীয় পুলিশ ৷ এরপর দু'দিন তাঁকে বসিরহাটের স্বরূপনগর থানায় আটকে রাখা হয় ৷ শুভর অভিযোগ, এরপর তাঁর কাছ থেকে 3 লক্ষ টাকা দাবি করে পুলিশ ! বর্তমানে দমদম সংশোধনাগারে বন্দি রয়েছেন শুভ হাওলাদার ৷

শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির (Justice Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ৷ সব শুনে ক্ষুব্ধ হন বিচারপতি বাগচি ৷ রাজ্যের তরফে যে আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন, তাঁকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন তিনি ৷ প্রশ্নের মুখে পড়ে রাজ্য পুলিশের ভূমিকা ৷ বিচারপতি জানতে চান, কেন বৈধ নথি থাকা সত্ত্বেও শুভ হাওলাদারকে এভাবে হেনস্থা করা হল ? অবিলম্বে তাঁর ভিসার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি বাগচি ৷

কলকাতা, 26 অগস্ট: ভিসার মেয়াদ ও বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশি বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ উঠল রাজ্য পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে ৷ ঘটনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সংশ্লিষ্ট পুলিশকর্মী ও প্রশাসনকে ভর্ৎসনা আদালতের ৷ অবিলম্বে আটক হওয়া যুবকের ভিসার মেয়াদ বাড়ানোর নির্দেশ বিচারপতির ৷

আটক ওই যুবকের নাম শুভ হাওলাদার ৷ তাঁর আইনজীবী আতারুল হোসেন মোল্লা ও আলি এহসান আলমগির জানিয়েছেন, শুভদের পরিবার বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা ৷ কিন্তু, গত প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ছেড়ে জার্মানিতে রয়েছেন শুভ ৷ সেই সূত্রে তিনি এখন জার্মানির নাগরিক ৷ সেই দেশ থেকেই ভারতের ভিসা নেন শুভ ৷ ভেবেছিলেন কিছুটা সময় এদেশে কাটাবেন এবং নানা জায়গা ঘুরে দেখবেন ৷ এদিকে, শুভর বাবা লতিফ হাওলাদার বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা ৷ শুভ ভারতে আসার পরই তিনি ঠিক করেন ছেলেকে দেখতে এপার বাংলায় আসবেন ৷ সেই মতোই সব বন্দোবস্ত হয় ৷ ছেলের কাছে কিছু সময় কাটিয়ে আবারও বাংলাদেশ ফিরে যান লতিফ ৷ গোল বাঁধে তারপর ৷

আরও পড়ুন: বাবার চাকরি হাতিয়ে দায় ঝেড়েছেন সৎ মা, পাশে থাকার প্রতিশ্রুতি আদালতের

আদালতে শুভর আইনজীবীরা জানিয়েছেন, শুভর ভারতে ঘোরার ভিসার মেয়াদ ছিল গত 6 অগস্ট পর্যন্ত ৷ লতিফ বাংলাদেশে ফিরে যান 5 অগস্ট ৷ তাঁকে ছাড়তে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যান শুভ ৷ তাঁর কাছে বৈধ সমস্ত নথিও সেই সময় ছিল ৷ অভিযোগ, সেই নথি দেখানোর পরও সীমান্তের সংলগ্ন এলাকায় শুভকে আটক করে স্থানীয় পুলিশ ৷ এরপর দু'দিন তাঁকে বসিরহাটের স্বরূপনগর থানায় আটকে রাখা হয় ৷ শুভর অভিযোগ, এরপর তাঁর কাছ থেকে 3 লক্ষ টাকা দাবি করে পুলিশ ! বর্তমানে দমদম সংশোধনাগারে বন্দি রয়েছেন শুভ হাওলাদার ৷

শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির (Justice Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ৷ সব শুনে ক্ষুব্ধ হন বিচারপতি বাগচি ৷ রাজ্যের তরফে যে আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন, তাঁকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন তিনি ৷ প্রশ্নের মুখে পড়ে রাজ্য পুলিশের ভূমিকা ৷ বিচারপতি জানতে চান, কেন বৈধ নথি থাকা সত্ত্বেও শুভ হাওলাদারকে এভাবে হেনস্থা করা হল ? অবিলম্বে তাঁর ভিসার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি বাগচি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.