ETV Bharat / city

WB Municipal election : কবে ও কত দফায় ভোট করাতে পারবে কমিশন ? প্রশ্ন আদালতের - Calcutta High Court on Municipality Election

কবে এবং কত দফায় বাকি পৌরসভার নির্বাচন করাতে পারবে নির্বাচন কমিশন (WB Municipal election) ? আজ পৌরসভা নির্বাচন নিয়ে মামলায় কনমিশনের আইনজীবীর কাছে জানতে চাইলে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court on Municipality Election) ৷ সেই সঙ্গে এ দিন অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে আর্জি জানান, কমিশন যাতে নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা আদালতে জমা দেয় ৷

KMC Election 2021
কবে ও কত দফায় ভোট করাতে পারবে কমিশন ? প্রশ্ন আদালতের
author img

By

Published : Dec 1, 2021, 5:13 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : রাজ্যের বাকি পৌরসভাগুলিতে কবে ভোট করাতে পারবে রাজ্য নির্বাচন কমিশন এবং কত দফায় ? কমিশনের কাছে মৌখিকভাবে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (WB Municipal election) ৷ প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের হাতে যে পরিমাণ ইভিএম রয়েছে ৷ তাতে রাজ্যে মোট 112টি পৌরসভায় একসঙ্গে ভোট করানো সম্ভব নয় ৷ আজ আদালতে সেটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (EC on Remaining Municipality Vote) ৷

কমিশন আজ আদালতে জানিয়েছে, তাদের হাতে এই মুহূর্তে 15 হাজারের কিছু বেশি ইভিএম রয়েছে ৷ এই পরিমাণ ইভিএম দিয়ে 112টি পৌরসভায় একসঙ্গে নির্বাচন করানো সম্ভব নয় বলে জানায় কমিশন ৷ সব পৌরসভায় একসঙ্গে ভোট করাতে 30 হাজারের বেশি ইভিএম লাগবে বলে আদালতে জানিয়েছেন কমিশনের আইনজীবী ৷ কমিশনের এবং অন্যান্য সব পক্ষের বক্তব্য শোনার পর, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে নির্দেশ দিয়েছে, নির্বাচন করানো নিয়ে কমিশনকে তাদের পূর্ণাঙ্গ পরিকল্পনা আগামী সোমবারের মধ্যে আদালতকে জানাতে হবে ৷ আগামিকাল এ নিয়ে লিখিত নির্দেশ দেবে আদালত ৷

অন্যদিকে, বিজেপির তরফে আইনজীবী পিঙ্কি আনন্দ আজ আদালতে জানিয়েছেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরেও, সব পৌরসভায় একসঙ্গে ভোট না করিয়ে শুধুমাত্র কলকাতা পৌরনিগমে ভোটের বিজ্ঞপ্তি জারি করা সংবিধান বিরোধী ৷ এখানে রাজ্য নির্বাচন কমিশন পক্ষপাত মূলক আচরণ করছে ৷ সংবিধান অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশন চলবে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে ৷ কিন্তু, এখানে দেখা যাচ্ছে রাজ্যের নির্দেশে চলছে রাজ্য নির্বাচন কমিশন ৷’’

কবে ও কত দফায় ভোট করাতে পারবে কমিশন ? প্রশ্ন আদালতের

অন্যদিকে, হাওড়া জেলা সিপিআইএম’র তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা এই মুহূর্তে 19 ডিসেম্বরের ভোটের বিজ্ঞপ্তির উপর কোনও স্থগিতাদেশ চাইছি না ৷ আমরা চাইছি বাকি সব পৌরসভায় একসঙ্গে নিরপেক্ষভাবে ভোট হোক ৷’’

আরও পড়ুন : KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌরনির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

তবে, রাজ্য নির্বাচন কমিশনের তরফে আইনজীবী জয়ন্ত মিত্র জানান, ‘‘পুরভোট সংক্রান্ত বিষয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ৷ পাশাপাশি নির্বাচন ঘোষণা হয়ে গেলে, তাতে হস্তক্ষেপ করতে পারে না আদালত ৷’’ তখন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানতে চান, রাজ্যের বাকি পৌরসভাগুলিতে কবে ভোট করাতে পারবে রাজ্য নির্বাচন কমিশন এবং কত দফায় (Calcutta High Court on Municipality Election) ? যদিও, এই প্রশ্নের উত্তর কমিশনের কাছে আপাতত নেই বলে জানিয়েছেন কমিশনের আইনজীবী ৷ তাই এই প্রশ্নের জবাব দিতে সময় চান তিনি ৷

আরও পড়ুন : KMC Election 2021 : করোনা আবহে ভোট, স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণে মরিয়া রাজ্য নির্বাচন কমিশন

এ নিয়ে হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনকে বাকি পৌরসভাগুলির ভোটের ব্যাপারে পূর্ণাঙ্গ পরিকল্পনা আদালতকে জানাতে বলা হোক ৷ আগামী বছরের শুরুতে পরীক্ষা চলবে বেশ কয়েকটি বোর্ডের ৷ সেই দিকগুলি মাথায় রাখা উচিত ৷’’ পাশাপাশি, করোনা পরিস্থিতিতে যত কম দফায় ভোট করা যায় ৷ ততই ভাল বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল ৷

কলকাতা, 1 ডিসেম্বর : রাজ্যের বাকি পৌরসভাগুলিতে কবে ভোট করাতে পারবে রাজ্য নির্বাচন কমিশন এবং কত দফায় ? কমিশনের কাছে মৌখিকভাবে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (WB Municipal election) ৷ প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের হাতে যে পরিমাণ ইভিএম রয়েছে ৷ তাতে রাজ্যে মোট 112টি পৌরসভায় একসঙ্গে ভোট করানো সম্ভব নয় ৷ আজ আদালতে সেটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (EC on Remaining Municipality Vote) ৷

কমিশন আজ আদালতে জানিয়েছে, তাদের হাতে এই মুহূর্তে 15 হাজারের কিছু বেশি ইভিএম রয়েছে ৷ এই পরিমাণ ইভিএম দিয়ে 112টি পৌরসভায় একসঙ্গে নির্বাচন করানো সম্ভব নয় বলে জানায় কমিশন ৷ সব পৌরসভায় একসঙ্গে ভোট করাতে 30 হাজারের বেশি ইভিএম লাগবে বলে আদালতে জানিয়েছেন কমিশনের আইনজীবী ৷ কমিশনের এবং অন্যান্য সব পক্ষের বক্তব্য শোনার পর, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে নির্দেশ দিয়েছে, নির্বাচন করানো নিয়ে কমিশনকে তাদের পূর্ণাঙ্গ পরিকল্পনা আগামী সোমবারের মধ্যে আদালতকে জানাতে হবে ৷ আগামিকাল এ নিয়ে লিখিত নির্দেশ দেবে আদালত ৷

অন্যদিকে, বিজেপির তরফে আইনজীবী পিঙ্কি আনন্দ আজ আদালতে জানিয়েছেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরেও, সব পৌরসভায় একসঙ্গে ভোট না করিয়ে শুধুমাত্র কলকাতা পৌরনিগমে ভোটের বিজ্ঞপ্তি জারি করা সংবিধান বিরোধী ৷ এখানে রাজ্য নির্বাচন কমিশন পক্ষপাত মূলক আচরণ করছে ৷ সংবিধান অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশন চলবে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে ৷ কিন্তু, এখানে দেখা যাচ্ছে রাজ্যের নির্দেশে চলছে রাজ্য নির্বাচন কমিশন ৷’’

কবে ও কত দফায় ভোট করাতে পারবে কমিশন ? প্রশ্ন আদালতের

অন্যদিকে, হাওড়া জেলা সিপিআইএম’র তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা এই মুহূর্তে 19 ডিসেম্বরের ভোটের বিজ্ঞপ্তির উপর কোনও স্থগিতাদেশ চাইছি না ৷ আমরা চাইছি বাকি সব পৌরসভায় একসঙ্গে নিরপেক্ষভাবে ভোট হোক ৷’’

আরও পড়ুন : KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌরনির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

তবে, রাজ্য নির্বাচন কমিশনের তরফে আইনজীবী জয়ন্ত মিত্র জানান, ‘‘পুরভোট সংক্রান্ত বিষয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ৷ পাশাপাশি নির্বাচন ঘোষণা হয়ে গেলে, তাতে হস্তক্ষেপ করতে পারে না আদালত ৷’’ তখন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানতে চান, রাজ্যের বাকি পৌরসভাগুলিতে কবে ভোট করাতে পারবে রাজ্য নির্বাচন কমিশন এবং কত দফায় (Calcutta High Court on Municipality Election) ? যদিও, এই প্রশ্নের উত্তর কমিশনের কাছে আপাতত নেই বলে জানিয়েছেন কমিশনের আইনজীবী ৷ তাই এই প্রশ্নের জবাব দিতে সময় চান তিনি ৷

আরও পড়ুন : KMC Election 2021 : করোনা আবহে ভোট, স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণে মরিয়া রাজ্য নির্বাচন কমিশন

এ নিয়ে হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনকে বাকি পৌরসভাগুলির ভোটের ব্যাপারে পূর্ণাঙ্গ পরিকল্পনা আদালতকে জানাতে বলা হোক ৷ আগামী বছরের শুরুতে পরীক্ষা চলবে বেশ কয়েকটি বোর্ডের ৷ সেই দিকগুলি মাথায় রাখা উচিত ৷’’ পাশাপাশি, করোনা পরিস্থিতিতে যত কম দফায় ভোট করা যায় ৷ ততই ভাল বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.