ETV Bharat / city

ময়নার নির্বাচনী ফলাফল নিয়ে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট - নির্বাচন কমিশন

গত 18 জুন ময়নায় পরাজিত তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলুই কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন ৷ সেই মামলা আজ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট ৷

calcutta high court accept case on moina election result
ময়নার নির্বাচনী ফলাফল নিয়ে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jun 25, 2021, 6:46 PM IST

কলকাতা 25 জুন : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা আসনের ফলাফল নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে (High Court) ৷ সেই মামলার শুনানিও শুরু হয়েছে ৷ এবার ওই জেলারই আরও একটি কেন্দ্রের ফলাফল নিয়ে দায়ের হওয়া মামলা গ্রহণ করল হাইকোর্ট ৷ সেই কেন্দ্রটি হল পূর্ব মেদিনীপুরের ময়না (Moina) ৷

সেখানে এবার জিতেছে বিজেপি ৷ ওই কেন্দ্রে বিজেপির বিধায়ক প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda) ৷ তিনি 1200 ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সংগ্রাম দোলুইকে ৷ তৃণমূলের ওই প্রার্থীই কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের করেছেন ৷ পুনর্গণনার দাবি জানিয়েছেন ৷ গত 18 জুন তিনি ওই আবেদন করেছিলেন ৷

আরও পড়ুন : ত্রিপল চুরির মামলায় স্বস্তি মিলল না শুভেন্দু ও সৌমেন্দুর

আজ, শুক্রবার সেই আবেদন গ্রহণ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । তাঁর নির্দেশ, জয়ী বিজেপি প্রার্থী অশোক দিন্দা, নির্বাচন কমিশন-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে মামলার নোটিশ দিয়ে ওয়াকিবহাল করাতে হবে ৷ আগামী দুই সপ্তাহ পর মামলার শুনানি করা হবে ।

উল্লেখ্য, নির্বাচনের ফলাফল নিয়ে আদালতের যাওয়ার হুঁশিয়ারি প্রথম দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যেদিন বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, সেদিনই তিনি এই হুঁশিয়ারি দেন ৷ কারণ, নন্দীগ্রামের ফল নিয়ে গত 2 মে বিকেলের দিকে একটি ধোঁয়াশা তৈরি হয় ৷ প্রথমে জানা গিয়েছিল যে নন্দীগ্রাম থেকে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু পরে নির্বাচন কমিশন (Election Commission) জানায় যে ওই কেন্দ্রের জয়ী বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেদিনই মমতা জানিয়েছিলেন যে তিনি এই নিয়ে মামলা করবেন ৷ সেই মতো তিনি কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন ৷

আরও পড়ুন : Narada Case : নারদ মামলা : হাইকোর্টকে আগে মমতার আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের

এছাড়া পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো । গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানস মজুমদার এবং বনগাঁ দক্ষিণের প্রার্থী আলোরানি সরকারও ইলেকশন পিটিশন দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে । প্রত্যেকটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা অত্যন্ত কম ব্যবধানে গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের কাছে পরাজিত হন ।

এদিকে বিজেপির তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারাও অনেক কেন্দ্রে কম ভোটে হেরেছেন, সেই কেন্দ্রগুলি নিয়ে মামলা দায়ের করা হবে ৷ এই নিয়ে তারা আইনি পরামর্শ নিচ্ছে বলেও জানিয়েছে গেরুয়া শিবির ৷ তবে তাদের তরফে এখনও কোনও মামলা দায়ের হয়নি কলকাতা হাইকোর্টে ৷

আরও পড়ুন : পরকীয়া ও রাজ্যপাল, আমের আচারের মতো হয়ে গিয়েছে : মদন মিত্র

কলকাতা 25 জুন : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা আসনের ফলাফল নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে (High Court) ৷ সেই মামলার শুনানিও শুরু হয়েছে ৷ এবার ওই জেলারই আরও একটি কেন্দ্রের ফলাফল নিয়ে দায়ের হওয়া মামলা গ্রহণ করল হাইকোর্ট ৷ সেই কেন্দ্রটি হল পূর্ব মেদিনীপুরের ময়না (Moina) ৷

সেখানে এবার জিতেছে বিজেপি ৷ ওই কেন্দ্রে বিজেপির বিধায়ক প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda) ৷ তিনি 1200 ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সংগ্রাম দোলুইকে ৷ তৃণমূলের ওই প্রার্থীই কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের করেছেন ৷ পুনর্গণনার দাবি জানিয়েছেন ৷ গত 18 জুন তিনি ওই আবেদন করেছিলেন ৷

আরও পড়ুন : ত্রিপল চুরির মামলায় স্বস্তি মিলল না শুভেন্দু ও সৌমেন্দুর

আজ, শুক্রবার সেই আবেদন গ্রহণ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । তাঁর নির্দেশ, জয়ী বিজেপি প্রার্থী অশোক দিন্দা, নির্বাচন কমিশন-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে মামলার নোটিশ দিয়ে ওয়াকিবহাল করাতে হবে ৷ আগামী দুই সপ্তাহ পর মামলার শুনানি করা হবে ।

উল্লেখ্য, নির্বাচনের ফলাফল নিয়ে আদালতের যাওয়ার হুঁশিয়ারি প্রথম দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যেদিন বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, সেদিনই তিনি এই হুঁশিয়ারি দেন ৷ কারণ, নন্দীগ্রামের ফল নিয়ে গত 2 মে বিকেলের দিকে একটি ধোঁয়াশা তৈরি হয় ৷ প্রথমে জানা গিয়েছিল যে নন্দীগ্রাম থেকে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু পরে নির্বাচন কমিশন (Election Commission) জানায় যে ওই কেন্দ্রের জয়ী বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেদিনই মমতা জানিয়েছিলেন যে তিনি এই নিয়ে মামলা করবেন ৷ সেই মতো তিনি কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন ৷

আরও পড়ুন : Narada Case : নারদ মামলা : হাইকোর্টকে আগে মমতার আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের

এছাড়া পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো । গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানস মজুমদার এবং বনগাঁ দক্ষিণের প্রার্থী আলোরানি সরকারও ইলেকশন পিটিশন দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে । প্রত্যেকটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা অত্যন্ত কম ব্যবধানে গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের কাছে পরাজিত হন ।

এদিকে বিজেপির তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারাও অনেক কেন্দ্রে কম ভোটে হেরেছেন, সেই কেন্দ্রগুলি নিয়ে মামলা দায়ের করা হবে ৷ এই নিয়ে তারা আইনি পরামর্শ নিচ্ছে বলেও জানিয়েছে গেরুয়া শিবির ৷ তবে তাদের তরফে এখনও কোনও মামলা দায়ের হয়নি কলকাতা হাইকোর্টে ৷

আরও পড়ুন : পরকীয়া ও রাজ্যপাল, আমের আচারের মতো হয়ে গিয়েছে : মদন মিত্র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.