ETV Bharat / city

HC On Anish Khan Case: আনিশ খান মৃত্যু মামলার তদন্ত একমাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের - আনিশ খান মৃত্যু মামলার তদন্ত একমাসের মধ্যে শেষ করার নির্দেশ দিল হাইকোর্ট

ছাত্রনেতা আনিশ খান মৃত্যু মামলার তদন্ত একমাসের মধ্যে শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC On Anish Khan Case)।

HC On Anish Khan Case
আনিশ খান মৃত্যু মামলার তদন্ত একমাসের মধ্যে শেষ করার নির্দেশ দিল হাইকোর্ট
author img

By

Published : Mar 14, 2022, 2:53 PM IST

কলকাতা, 14 মার্চ: ছাত্রনেতা আনিশ খান মৃত্যু মামলায় রাজ্যের প্রাথমিক রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট। তাই, একমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (HC On Anish Khan Case)। গত শুক্রবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টে কিছুই নেই বলে আজ উল্লেখ করেন আনিশের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্য। তিনি বলেন, "শুধু আদালতের নির্দেশ মত কী হয়েছে সেটা বলা আছে। ঘটনায় কারা জড়িত তাদের নাম নেই।"

রাজ্যের তরফে আইনজীবী আমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত তদন্ত এগোনো যাচ্ছে না ।" রাজ্যের অ্যাডভোকেট সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "সিট ভালই তদন্ত করবে ৷"

আরও পড়ুন: ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের অভিযোগ শুনতে কমিটি গঠন হাইকোর্টের

বিচারপতি তখন জানতে চান 1 মাসের মধ্যে তদন্ত কী সম্ভব? রাজাশেখর মান্থা আরও বলেন, "আজ থেকে 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাকে এফএসএল এবং সিএফএল রিপোর্ট জমা দিতে হবে। সিটের তদন্তে কোনওরকমভাবেই হস্তক্ষেপ করা যাবে না। 1 মাসের মধ্যে পুর তদন্ত শেষ করতে হবে সিটকে।’’ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 18 এপ্রিল।

কলকাতা, 14 মার্চ: ছাত্রনেতা আনিশ খান মৃত্যু মামলায় রাজ্যের প্রাথমিক রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট। তাই, একমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (HC On Anish Khan Case)। গত শুক্রবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টে কিছুই নেই বলে আজ উল্লেখ করেন আনিশের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্য। তিনি বলেন, "শুধু আদালতের নির্দেশ মত কী হয়েছে সেটা বলা আছে। ঘটনায় কারা জড়িত তাদের নাম নেই।"

রাজ্যের তরফে আইনজীবী আমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত তদন্ত এগোনো যাচ্ছে না ।" রাজ্যের অ্যাডভোকেট সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "সিট ভালই তদন্ত করবে ৷"

আরও পড়ুন: ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের অভিযোগ শুনতে কমিটি গঠন হাইকোর্টের

বিচারপতি তখন জানতে চান 1 মাসের মধ্যে তদন্ত কী সম্ভব? রাজাশেখর মান্থা আরও বলেন, "আজ থেকে 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাকে এফএসএল এবং সিএফএল রিপোর্ট জমা দিতে হবে। সিটের তদন্তে কোনওরকমভাবেই হস্তক্ষেপ করা যাবে না। 1 মাসের মধ্যে পুর তদন্ত শেষ করতে হবে সিটকে।’’ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 18 এপ্রিল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.