ETV Bharat / city

HCs Order on Bengal Violence : নূপুর-বিতর্কে বিক্ষোভের জেরে ক্ষতি কত, জেলাশাসকদের রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jun 27, 2022, 6:42 PM IST

সম্প্রতি নূপুর শর্মা বিতর্কের (Nupur Sharma Comment Controversy) জেরে বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ৷ এর জেরে ক্ষয়ক্ষতি পরিমাণ কত, তা যাচাই করে রিপোর্ট দিতে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ ছ’সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি 28 জুলাই ।

calcutta-hc-seeks-details-of-losses-due-to-nupur-sharma-controversy-from-district-magistrates
HCs Order on Bengal Violence : নূপুর-বিতর্কে বিক্ষোভের জেরে ক্ষতি কত, জেলাশাসকদের রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 27 জুন : নূপুর শর্মার মন্তব্যের (Nupur Sharma Comment Controversy) জেরে বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষোভের কারণে ক্ষতির পরিমাণ কত, তা যাচাই করতে হবে জেলাশাসকদের ৷ সোমবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ আদালতের নির্দেশ, ক্ষতিগ্রস্তরা জেলাশাসকদের দ্বারস্থ হতে পারবেন । তার পরিপ্রেক্ষিতে ছয় সপ্তাহের মধ্যে জেলাশাসকদের রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে (Calcutta High Court Order on recent Bengal Violence) ।

একই সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙা পৌরসভা (Beldanga Municipality) এলাকার বিক্ষোভের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে । কোথা থেকে কখন কীভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হল, তা উল্লেখ করতে হবে । রিপোর্ট পাওয়ার পর ক্ষতিপূরণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত । 28 জুলাই মামলার পরবর্তী শুনানি ।

মামলাকারীদের তরফে আইনজীবী অনিন্দ্য লাহিড়ী বলেন, ‘‘বেলডাঙার অশান্তিতে স্থানীয় গোলমালের ভিডিয়ো ফুটেজ তুলে দেওয়া হয়েছে আদালতকে । ফরেনসিক পরীক্ষার জন্য । যদিও মিনিট খানেকের ফুটেজে হামলাকারীরা এসে ক্যামেরা ভেঙে তারপরে হামলা করছে বলে দেখা যাচ্ছে । রেজিনগর, বেলডাঙা দু’টি থানাতেই হামলা হয়েছে । তাদের সিসিটিভি ফুটেজ দেখা হোক ।’’

তিনি আরও বলেন, ‘‘বেলডাঙায় পৌরসভার পক্ষ থেকে 137টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে । তার ফুটেজ সংগ্রহ করুক তদন্তকারী সংস্থা । তাহলেই হামলাকারীদের চিহ্নিত করা যাবে । সিএএ নিয়ে গোলমালে 2019 সালে এই বেলডাঙায় একইরকম হামলার মুখে পড়তে হয় বাসিন্দাদের৷ আমরা বারবার হামলার মুখে আতঙ্কিত । স্থায়ী নিরাপত্তার প্রয়োজন ।’’

তিনি আরও জানান, হাওড়ার বিভিন্ন এলাকায় হামলা পরিস্থিতিতে বহু বাড়ি, দোকানে ক্ষতি হয়েছে । দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হোক । আগে ক্ষতিপূরণ দিয়ে পরে হামলাকারীদের থেকে সেই টাকা আদায় করা হোক ।

আরেক আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, "পুলিশ হলফনামা দিয়ে দাবি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে । অথচ বিরোধীরা গোলমালের এলাকায় গেলে 144 জারি হচ্ছে । সভার অনুমতি দিচ্ছে না ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "রেজিনগর, শক্তিপুর, বেলডাঙায় ভরসা যোগাতে পুলিশ টহলে দিচ্ছে । ফুটেজ পরীক্ষায় রাজ্যের আপত্তি নেই । তবে সময় দিতে হবে ।"

আরও পড়ুন : Police Recruitment Question Paper : পুলিশে নিয়োগের প্রশ্ন ইংরেজিতে করার দাবি খারিজ করল হাইকোর্ট

কলকাতা, 27 জুন : নূপুর শর্মার মন্তব্যের (Nupur Sharma Comment Controversy) জেরে বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষোভের কারণে ক্ষতির পরিমাণ কত, তা যাচাই করতে হবে জেলাশাসকদের ৷ সোমবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ আদালতের নির্দেশ, ক্ষতিগ্রস্তরা জেলাশাসকদের দ্বারস্থ হতে পারবেন । তার পরিপ্রেক্ষিতে ছয় সপ্তাহের মধ্যে জেলাশাসকদের রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে (Calcutta High Court Order on recent Bengal Violence) ।

একই সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙা পৌরসভা (Beldanga Municipality) এলাকার বিক্ষোভের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে । কোথা থেকে কখন কীভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হল, তা উল্লেখ করতে হবে । রিপোর্ট পাওয়ার পর ক্ষতিপূরণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত । 28 জুলাই মামলার পরবর্তী শুনানি ।

মামলাকারীদের তরফে আইনজীবী অনিন্দ্য লাহিড়ী বলেন, ‘‘বেলডাঙার অশান্তিতে স্থানীয় গোলমালের ভিডিয়ো ফুটেজ তুলে দেওয়া হয়েছে আদালতকে । ফরেনসিক পরীক্ষার জন্য । যদিও মিনিট খানেকের ফুটেজে হামলাকারীরা এসে ক্যামেরা ভেঙে তারপরে হামলা করছে বলে দেখা যাচ্ছে । রেজিনগর, বেলডাঙা দু’টি থানাতেই হামলা হয়েছে । তাদের সিসিটিভি ফুটেজ দেখা হোক ।’’

তিনি আরও বলেন, ‘‘বেলডাঙায় পৌরসভার পক্ষ থেকে 137টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে । তার ফুটেজ সংগ্রহ করুক তদন্তকারী সংস্থা । তাহলেই হামলাকারীদের চিহ্নিত করা যাবে । সিএএ নিয়ে গোলমালে 2019 সালে এই বেলডাঙায় একইরকম হামলার মুখে পড়তে হয় বাসিন্দাদের৷ আমরা বারবার হামলার মুখে আতঙ্কিত । স্থায়ী নিরাপত্তার প্রয়োজন ।’’

তিনি আরও জানান, হাওড়ার বিভিন্ন এলাকায় হামলা পরিস্থিতিতে বহু বাড়ি, দোকানে ক্ষতি হয়েছে । দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হোক । আগে ক্ষতিপূরণ দিয়ে পরে হামলাকারীদের থেকে সেই টাকা আদায় করা হোক ।

আরেক আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, "পুলিশ হলফনামা দিয়ে দাবি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে । অথচ বিরোধীরা গোলমালের এলাকায় গেলে 144 জারি হচ্ছে । সভার অনুমতি দিচ্ছে না ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "রেজিনগর, শক্তিপুর, বেলডাঙায় ভরসা যোগাতে পুলিশ টহলে দিচ্ছে । ফুটেজ পরীক্ষায় রাজ্যের আপত্তি নেই । তবে সময় দিতে হবে ।"

আরও পড়ুন : Police Recruitment Question Paper : পুলিশে নিয়োগের প্রশ্ন ইংরেজিতে করার দাবি খারিজ করল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.