ETV Bharat / city

Cal HC on Ragging : ব়্যাগিংয়ে আহতের চিকিৎসার খরচ দেবে অভিযুক্তরা, নির্দেশ কলকাতা হাইকোর্টের - Calcutta HC Orders University Students to participate in Community Service

একটি বিশ্ববিদ্যালয় চলতি বছরের 22 ফেব্রুয়ারিতে ব়্যাগিংয়ে যুক্ত ছাত্রদের বহিষ্কারের নির্দেশ স্থগিত করার অনুরোধ করে ৷ ওই ঘটনাতেই আদালতের পর্যবেক্ষণ, এই ধরণের ঘটনায় সত্ত্বর ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী এই কাজের পুনরাবৃত্তি না করে (Calcutta HC Orders University Students to participate in Community Service) ।

Cal HC
ব়্যাগিংয়ে আহত ছাত্রের চিকিৎসার খরচ দেবে অভিযুক্তরা
author img

By

Published : May 28, 2022, 8:58 AM IST

Updated : May 28, 2022, 9:05 AM IST

কলকাতা, 28 মে : ব়্যাগিংয়ের কোপে পড়ে আহত পড়ুয়ার খরচ বহন করবে তারাই যারা ব়্যাগিংয়ের সঙ্গে যুক্ত ৷ একইসঙ্গে বিনামূল্যে স্কুল ছাত্রদের পড়ানোর মতো সামাজিক কাজেও তাদের অংশগ্রহণ করতে হবে ৷ কলেজ, বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং কমাতে এমনই দাওয়াই কলকাতা হাইকোর্টের (Calcutta HC Orders University Students to participate in Community Service) ৷

এই রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় চলতি বছরের 22 ফেব্রুয়ারিতে ব়্যাগিংয়ে যুক্ত ছাত্রদের বহিষ্কারের নির্দেশ স্থগিত করার অনুরোধ করে ৷ একইসঙ্গে তাদের বি.টেক-এর শেষ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার অনুমোদনের জন্যও অনুরোধ করা হয়েছিল । প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং বিরোধী কমিটির তদন্তের ভিত্তিতে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছিল ।

আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের ঘটনায় সত্ত্বর ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী এই কাজের পুনরাবৃত্তি না করে । একইসঙ্গে আদালতের ওই নির্দেশে বলা হয়েছে, ব়্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সম্পদের ক্ষতি এবং আরও এক শিক্ষার্থীর উপর শারীরিক-মানসিক নির্যাতনের জন্য 40 হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে । জানিয়ে দেওয়া হয়েছে, আহত ছাত্রদের চিকিৎসার জন্য তাদের দায়িত্ব নেওয়াই শুধু নয়, সেই ব্যয়ভারও বহন করতে হবে ৷

রাজ্যের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ব়্যাগিংয়ে জড়িতদের 12-সপ্তাহের কমিউনিটি সার্ভিসের সঙ্গে যুক্ত হতে হবে ৷ তা শেষ হলে ওই সময়কালে তাদের মূল্যবোধের বিষয়ে একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিতে হবে । একইসঙ্গে তারা ঠিকমতো পরিষেবা দিচ্ছে কি না, তাতে নজরদারি করার জন্য সংশ্লিষ্ট স্কুলগুলির পরিচালকদেরও নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : PTTI কলেজ হস্টেলে র‍্যাগিং, ছাত্রকে দিয়ে লেখানো হল সুইসাইড নোট!

বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, “অভিযুক্তরা সদাইপুর প্রাথমিক বিদ্যালয় এবং সুভাষনগর এফপি স্কুল, বারাসতের কোকাপুর স্কুলে, সপ্তাহে 2 দিন করে দিনে 4 ঘণ্টা পাঠদান করবে ৷ যা 12 সপ্তাহ চলবে ৷ এটি তাদের 8ম সেমিস্টারের শেষ পরীক্ষার দিন থেকে শুরু হবে ৷’’

কলকাতা, 28 মে : ব়্যাগিংয়ের কোপে পড়ে আহত পড়ুয়ার খরচ বহন করবে তারাই যারা ব়্যাগিংয়ের সঙ্গে যুক্ত ৷ একইসঙ্গে বিনামূল্যে স্কুল ছাত্রদের পড়ানোর মতো সামাজিক কাজেও তাদের অংশগ্রহণ করতে হবে ৷ কলেজ, বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং কমাতে এমনই দাওয়াই কলকাতা হাইকোর্টের (Calcutta HC Orders University Students to participate in Community Service) ৷

এই রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় চলতি বছরের 22 ফেব্রুয়ারিতে ব়্যাগিংয়ে যুক্ত ছাত্রদের বহিষ্কারের নির্দেশ স্থগিত করার অনুরোধ করে ৷ একইসঙ্গে তাদের বি.টেক-এর শেষ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার অনুমোদনের জন্যও অনুরোধ করা হয়েছিল । প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিং বিরোধী কমিটির তদন্তের ভিত্তিতে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছিল ।

আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের ঘটনায় সত্ত্বর ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী এই কাজের পুনরাবৃত্তি না করে । একইসঙ্গে আদালতের ওই নির্দেশে বলা হয়েছে, ব়্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সম্পদের ক্ষতি এবং আরও এক শিক্ষার্থীর উপর শারীরিক-মানসিক নির্যাতনের জন্য 40 হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে । জানিয়ে দেওয়া হয়েছে, আহত ছাত্রদের চিকিৎসার জন্য তাদের দায়িত্ব নেওয়াই শুধু নয়, সেই ব্যয়ভারও বহন করতে হবে ৷

রাজ্যের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ব়্যাগিংয়ে জড়িতদের 12-সপ্তাহের কমিউনিটি সার্ভিসের সঙ্গে যুক্ত হতে হবে ৷ তা শেষ হলে ওই সময়কালে তাদের মূল্যবোধের বিষয়ে একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিতে হবে । একইসঙ্গে তারা ঠিকমতো পরিষেবা দিচ্ছে কি না, তাতে নজরদারি করার জন্য সংশ্লিষ্ট স্কুলগুলির পরিচালকদেরও নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : PTTI কলেজ হস্টেলে র‍্যাগিং, ছাত্রকে দিয়ে লেখানো হল সুইসাইড নোট!

বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, “অভিযুক্তরা সদাইপুর প্রাথমিক বিদ্যালয় এবং সুভাষনগর এফপি স্কুল, বারাসতের কোকাপুর স্কুলে, সপ্তাহে 2 দিন করে দিনে 4 ঘণ্টা পাঠদান করবে ৷ যা 12 সপ্তাহ চলবে ৷ এটি তাদের 8ম সেমিস্টারের শেষ পরীক্ষার দিন থেকে শুরু হবে ৷’’

Last Updated : May 28, 2022, 9:05 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.