ETV Bharat / city

HC on SSC Exam Error: নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের - Calcutta HC

2016 সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ (HC on SSC Exam Error)৷ যে মামলায় এ বার স্কুল সার্ভিস কমিশনকে অভিযোগ খতিয়ে দেখে মামলাকারীদের নম্বর বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Orders on SSC Nine to Twelve Teachers Recruitment Exam Case) ৷

calcutta-hc-orders-on-ssc-nine-to-twelve-teachers-recruitment-exam-case
calcutta-hc-orders-on-ssc-nine-to-twelve-teachers-recruitment-exam-case
author img

By

Published : Jun 28, 2022, 2:59 PM IST

Updated : Jun 28, 2022, 5:10 PM IST

কলকাতা, 28 জুন: 2016 সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছিল ৷ সেই মামলায় অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Calcutta HC Orders on SSC Nine to Twelve Teachers Recruitment Exam Case) ৷ অভিযোগ সত্যি হলে, উত্তরপত্র খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশনকে নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (HC on SSC Exam Error)৷

2016-র নবম থেকে দ্বাদশের নিয়োগ পরীক্ষায় মোট পাঁচটি প্রশ্ন ভুল ছিল এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন চাকরিপ্রার্থীরা ৷ আদালতে তাঁদের করা মামলায় উল্লেখ করা হয়েছে, নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন নম্বর 6 ও 40 এবং একাদশ-দ্বাদশে 11, 12 ও 23 নম্বর প্রশ্ন ভুল ছিল ৷ যাঁরা ওই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন, সম্প্রতি তেমন 24 জন চাকরিপ্রার্থী বাড়তি নম্বর দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ৷ তাঁদের যুক্তি সেই ভুল প্রশ্নগুলির নম্বর যোগ হলে, মেধাতালিকায় তাঁদের উন্নতি হবে ৷

স্কুল সার্ভিস কমিশনের তরফেও আদালতে স্বীকার করা হয়েছে যে, বেশ কয়েকটি প্রশ্ন ভুল ছিল ৷ সেই কারণেই বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব মামলাকারীদের আবেদন খতিয়ে দেখে বাড়তি নম্বর দিতে হবে ৷ তার পর তাঁরা যদি যোগ্য বিবেচিত হন, তাহলে চাকরির নিয়োগপত্র দিতে হবে ৷

আরও পড়ুন: SSC-Primary Recruitment Case: এসএসসি ও প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় জোড়া এফআইআর ইডি-র

উল্লেখ্য প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও একাদশ দ্বাদশ মিলিয়ে একাধিক মামলায় এই মুহূর্তে সিবিআই তদন্ত চলাচ্ছে হাইকোর্টের তত্ত্বাবধানে ৷ ইতিমধ্যেই, শিক্ষা দফতরের বিভিন্ন বিভাগের একাধিক আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

কলকাতা, 28 জুন: 2016 সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছিল ৷ সেই মামলায় অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Calcutta HC Orders on SSC Nine to Twelve Teachers Recruitment Exam Case) ৷ অভিযোগ সত্যি হলে, উত্তরপত্র খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশনকে নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (HC on SSC Exam Error)৷

2016-র নবম থেকে দ্বাদশের নিয়োগ পরীক্ষায় মোট পাঁচটি প্রশ্ন ভুল ছিল এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন চাকরিপ্রার্থীরা ৷ আদালতে তাঁদের করা মামলায় উল্লেখ করা হয়েছে, নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন নম্বর 6 ও 40 এবং একাদশ-দ্বাদশে 11, 12 ও 23 নম্বর প্রশ্ন ভুল ছিল ৷ যাঁরা ওই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন, সম্প্রতি তেমন 24 জন চাকরিপ্রার্থী বাড়তি নম্বর দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ৷ তাঁদের যুক্তি সেই ভুল প্রশ্নগুলির নম্বর যোগ হলে, মেধাতালিকায় তাঁদের উন্নতি হবে ৷

স্কুল সার্ভিস কমিশনের তরফেও আদালতে স্বীকার করা হয়েছে যে, বেশ কয়েকটি প্রশ্ন ভুল ছিল ৷ সেই কারণেই বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব মামলাকারীদের আবেদন খতিয়ে দেখে বাড়তি নম্বর দিতে হবে ৷ তার পর তাঁরা যদি যোগ্য বিবেচিত হন, তাহলে চাকরির নিয়োগপত্র দিতে হবে ৷

আরও পড়ুন: SSC-Primary Recruitment Case: এসএসসি ও প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় জোড়া এফআইআর ইডি-র

উল্লেখ্য প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও একাদশ দ্বাদশ মিলিয়ে একাধিক মামলায় এই মুহূর্তে সিবিআই তদন্ত চলাচ্ছে হাইকোর্টের তত্ত্বাবধানে ৷ ইতিমধ্যেই, শিক্ষা দফতরের বিভিন্ন বিভাগের একাধিক আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

Last Updated : Jun 28, 2022, 5:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.