ETV Bharat / city

Cal HC's Order on Alorani Sarkar : ‘বাংলাদেশী নাগরিক’ আলোরানির বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

ভোটে হেরে মামলা করেছিলেন তৃণমূল কংগ্রেসের আলোরানি সরকার (TMC Leader Alorani Sarkar) ৷ কিন্তু সেই মামলায় উঠে এসেছে যে তিনি বাংলাদেশের নাগরিক ৷ মামলাও খারিজ হয়ে গিয়েছে ৷ কিন্তু এই নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তবে এখনই তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে আজ জানাল আদালতের অবকাশকালীন বেঞ্চ (Calcutta HC Orders not to take Stringent Action against TMCs Alorani Sarkar Now) ৷

calcutta-hc-orders-not-to-take-stringent-action-against-tmcs-alorani-sarkar-now
Cal HC's Order on Alorani Sarkar : বাংলাদেশী নাগরিক আলোরানির বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : May 26, 2022, 7:54 PM IST

কলকাতা, 26 মে : আপাতত তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের (TMC Leader Alorani Sarkar) বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অন্যান্য বন্দ্যোপাধ্যায়ের গ্রীষ্মাবকাশকালীন ডিভিশন বেঞ্চে ।

উল্লেখ্য, আলোরানি সরকার বাংলাদেশের নাগরিক থাকাকালীন একুশের বিধানসভা ভোটে (Bengal Assembly Election 2021) বনগাঁ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন । সম্প্রতি সেই তথ্য এসেছে বিচারপতি বিবেক চৌধুরীর হাতে । বিচারপতি গত 20 মে নির্বাচন কমিশনকে বিষয়টি যাচাই করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ।

সেই নির্দেশের বিরুদ্ধেই এদিন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সরকারি কৌশলী অনির্বাণ রায় । তাতেই আদালতের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চ রেগুলার বেঞ্চে মামলাটির শুনানির নির্দেশ দিয়েছেন । তবে আপাতত আলোরানির বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত ।

বনগাঁ দক্ষিণের বর্তমান বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন স্বল্প ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকার । কিন্তু মামলার শুনানিতে দেখা যায় আলোরানি সরকার এখনও বাংলাদেশের নাগরিক । সেখানকার নাগরিকত্ব রয়েছে তাঁর । তাঁর পরিবারের লোকজন বাংলাদেশে থাকেন । যে সময়ে তিনি নির্বাচনে মনোনয়ন জমা করেছিলেন, সেই সময় বাংলাদেশের নির্বাচনের খাতায়ও তাঁর নাম ছিল ।সেখানকার ভোটার লিস্টে তাঁর নাম রয়েছে ।

ফলে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ভারতীয় সংবিধান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করেন না । ফলে এই মামলা অপ্রাসঙ্গিক । আদালতের সময় নষ্ট করার মানে নেই । মামলাটি তিনি খারিজ করে দিয়েছিলেন । পাশাপাশি রাজ্যের শাসকদল দায়িত্বহীনের মতো আচরণ করেছেন বলেও উল্লেখ করেন বিচারপতি । নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।

আরও পড়ুন : Alo Rani Sarkar: তৃণমূল প্রার্থী আলোরানি সরকার বাংলাদেশি ! কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ আদালতের

কলকাতা, 26 মে : আপাতত তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের (TMC Leader Alorani Sarkar) বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অন্যান্য বন্দ্যোপাধ্যায়ের গ্রীষ্মাবকাশকালীন ডিভিশন বেঞ্চে ।

উল্লেখ্য, আলোরানি সরকার বাংলাদেশের নাগরিক থাকাকালীন একুশের বিধানসভা ভোটে (Bengal Assembly Election 2021) বনগাঁ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন । সম্প্রতি সেই তথ্য এসেছে বিচারপতি বিবেক চৌধুরীর হাতে । বিচারপতি গত 20 মে নির্বাচন কমিশনকে বিষয়টি যাচাই করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ।

সেই নির্দেশের বিরুদ্ধেই এদিন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সরকারি কৌশলী অনির্বাণ রায় । তাতেই আদালতের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চ রেগুলার বেঞ্চে মামলাটির শুনানির নির্দেশ দিয়েছেন । তবে আপাতত আলোরানির বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত ।

বনগাঁ দক্ষিণের বর্তমান বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন স্বল্প ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকার । কিন্তু মামলার শুনানিতে দেখা যায় আলোরানি সরকার এখনও বাংলাদেশের নাগরিক । সেখানকার নাগরিকত্ব রয়েছে তাঁর । তাঁর পরিবারের লোকজন বাংলাদেশে থাকেন । যে সময়ে তিনি নির্বাচনে মনোনয়ন জমা করেছিলেন, সেই সময় বাংলাদেশের নির্বাচনের খাতায়ও তাঁর নাম ছিল ।সেখানকার ভোটার লিস্টে তাঁর নাম রয়েছে ।

ফলে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ভারতীয় সংবিধান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করেন না । ফলে এই মামলা অপ্রাসঙ্গিক । আদালতের সময় নষ্ট করার মানে নেই । মামলাটি তিনি খারিজ করে দিয়েছিলেন । পাশাপাশি রাজ্যের শাসকদল দায়িত্বহীনের মতো আচরণ করেছেন বলেও উল্লেখ করেন বিচারপতি । নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।

আরও পড়ুন : Alo Rani Sarkar: তৃণমূল প্রার্থী আলোরানি সরকার বাংলাদেশি ! কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.