কলকাতা, 14 মার্চ : হাওড়ার জলাভূমি বাঁচাও কমিটির নেতা তপন দত্ত খুনের মামলা এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে ৷ সোমবার সংশ্লিষ্ট সিঙ্গল বেঞ্চকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Calcutta HC Order on Tapan Dutta Murder Case) ৷
2011 সালের 6 মে গুলি করে খুন করা হয় তপন দত্তকে (TMC Leader Tapan Dutta Murder Case) ৷ এই ঘটনায় তৃণমূল নেতা কর্মী-সহ 13 জনের নাম জড়ায় । এই মামলা নিম্ন আদালত, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও উঠেছে ৷ কিন্তু এখনও সুবিচার পাননি নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত ৷ 10 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পায়নি ।
এই ঘটনায় সিআইডি তদন্তভার গ্রহণ করেছিল (CID Investigation on Tapan Dutta Muder Case) ৷ সিআইডি তদন্তের পর জানায়, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই তপনবাবুকে খুন হতে হয়েছে ৷ 2011 সালের 30 অগস্ট সিআইডি মামলার চার্জশিট পেশ করে ৷ চার্জশিটে হাওড়ার একাধিক তৃণমূল নেতার নাম ছিল ৷
2011 সালের 26 সেপ্টেম্বর সিআইডি আদালতে আরেকটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ৷ সেখানে কোনও কারণ না দেখিয়ে নয় জনের নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে, যাঁরা প্রত্যেকেই ছিলেন হাওড়া তৃণমূল নেতা । এই খুনের ঘটনায় নাম জড়িয়েছে হাওড়ার ডাকসাইটে তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়ের (TMC Leader Arup Roy) । তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্তের দাবি, এই খুনের ঘটনায় অরূপ রায়-সহ আরও একাধিক তৃণমূলের আঞ্চলিক নেতা ও বিধায়ক জড়িত রয়েছেন ।
নিম্ন আদালত 5 অভিযুক্তকে বেকসুর খালাস করার নির্দেশ দিলেও 2017 সালে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দুই বিচারপতির বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় ৷ সেই নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তরা সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলে সুপ্রিম কোর্টও হাইকোর্টের নির্দেশ বহাল রাখে এবং হাইকোর্টকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেয় । আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক মাসের মধ্যে সিঙ্গল বেঞ্চকে মামলাটি শুনে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন : HC On Anish Khan Case: আনিশ খান মৃত্যু মামলার তদন্ত একমাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের