ETV Bharat / city

HC on Suvendu Convoy Accident: কেন শুভেন্দু অধিকারীর কনভয়ে বারবার দুর্ঘটনা ? জনস্বার্থ মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের - PIL

শুভেন্দু অধিকারীর কনভয়ে বারাবার দুর্ঘটনায় এ বার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের (PIL of Suvendu Adhikari Convoy Accident) করা হয়েছে ৷ সেই মামলায় কেন্দ্রকে যুক্ত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

calcutta-hc-makes-centre-party-in-pil-of-suvendu-adhikari-convoy-accident
Calcutta HC Makes Centre Party in PIL of Suvendu Adhikari Convoy Accident
author img

By

Published : Sep 6, 2022, 3:09 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় কেন বারবার দুর্ঘটনার (PIL of Suvendu Adhikari Convoy Accident) কবলে পড়ছে ? এ সংক্রান্ত জনস্বার্থ মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি, রাজ্যকেও তাঁদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷ 21 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি ৷

মামলাকারীর তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ‘‘তিনবার বিরোধী দলনেতার কনভয় দুর্ঘটনার কবলে পড়েছে ৷ রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হোক ৷ তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন ৷ তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা বারবার ঘটছে ৷’’

তবে, অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই মামলার বিরোধিতা করেন ৷ বলেন, ‘‘এই মামলা গ্রহণযোগ্য নয় ৷ বিরোধী দলনেতা নিজে কোনও অভিযোগ করেননি । সিআরপিএফ কোনও অভিযোগ করেনি ৷ কনভয়ের গাড়ির গতি বেশি ছিল ৷ পাশাপাশি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন ৷ পুলিশ সহযোগিতা করে বার করে দিয়েছে ৷ এটা প্রচারের জন্য মামলা করা হচ্ছে ৷ এতে কোর্টের সময় নষ্ট হচ্ছে ৷ শুভেন্দু অধিকারী একজন দায়িত্ববান বিরোধী দলনেতা ৷ তিনি অন্যান্য বিষয়ে আদালতের দ্বারস্থ হন, তাহলে এই বিষয়টা জানালেন না কেন ?’’ প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল ৷

শুভেন্দু অধিকারীর কনভয়ে বারাবার দুর্ঘটনায় এ বার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

আরও পড়ুন: রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের অশান্তি অব্যাহত

তবে, অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের বিরোধিতা করে পাল্টা মামলাকারীর আইনীজীবী বলেন, ‘‘আগে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে সিসিটিভি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ ছিল, তিনি দলনেতা ৷ তাঁর সুরক্ষার দায়িত্ব রাজ্যে প্রশাসনের ৷’’ প্রধান বিচারপতির বেঞ্চ দু’পক্ষের বক্তব্য শোনার পর কেন্দ্রকে এই মামলা গ্রহণ করেন এবং কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিয়েছে ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় কেন বারবার দুর্ঘটনার (PIL of Suvendu Adhikari Convoy Accident) কবলে পড়ছে ? এ সংক্রান্ত জনস্বার্থ মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি, রাজ্যকেও তাঁদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷ 21 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি ৷

মামলাকারীর তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, ‘‘তিনবার বিরোধী দলনেতার কনভয় দুর্ঘটনার কবলে পড়েছে ৷ রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হোক ৷ তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন ৷ তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা বারবার ঘটছে ৷’’

তবে, অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই মামলার বিরোধিতা করেন ৷ বলেন, ‘‘এই মামলা গ্রহণযোগ্য নয় ৷ বিরোধী দলনেতা নিজে কোনও অভিযোগ করেননি । সিআরপিএফ কোনও অভিযোগ করেনি ৷ কনভয়ের গাড়ির গতি বেশি ছিল ৷ পাশাপাশি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন ৷ পুলিশ সহযোগিতা করে বার করে দিয়েছে ৷ এটা প্রচারের জন্য মামলা করা হচ্ছে ৷ এতে কোর্টের সময় নষ্ট হচ্ছে ৷ শুভেন্দু অধিকারী একজন দায়িত্ববান বিরোধী দলনেতা ৷ তিনি অন্যান্য বিষয়ে আদালতের দ্বারস্থ হন, তাহলে এই বিষয়টা জানালেন না কেন ?’’ প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল ৷

শুভেন্দু অধিকারীর কনভয়ে বারাবার দুর্ঘটনায় এ বার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

আরও পড়ুন: রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের অশান্তি অব্যাহত

তবে, অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের বিরোধিতা করে পাল্টা মামলাকারীর আইনীজীবী বলেন, ‘‘আগে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে সিসিটিভি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ ছিল, তিনি দলনেতা ৷ তাঁর সুরক্ষার দায়িত্ব রাজ্যে প্রশাসনের ৷’’ প্রধান বিচারপতির বেঞ্চ দু’পক্ষের বক্তব্য শোনার পর কেন্দ্রকে এই মামলা গ্রহণ করেন এবং কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.