ETV Bharat / city

Netai Mass Killing: নেতাই গণহত্যার মূল অভিযুক্ত রথীন দণ্ডপাটের জামিন খারিজ - কলকাতা হাইকোর্ট

সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Dismiss Bail Appeal of Netai Mass Killing Accused Rathin Dandapat) ৷ এ দিন মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ, তাঁর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে জামিন খারিজ করেন ৷ তবে, আরও দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে আদালত ৷

Calcutta HC Dismiss Bail Appel of Netai Mass Killing Accused Rathin Dandapat
Calcutta HC Dismiss Bail Appel of Netai Mass Killing Accused Rathin Dandapat
author img

By

Published : Jul 4, 2022, 2:20 PM IST

কলকাতা, 4 জুলাই: নেতাই গণহত্যায় মূল অভিযুক্ত সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Dismiss Bail Appeal of Netai Mass Killing Accused Rathin Dandapat) ৷ তবে, ওই একই মামলায় অন্য দুই অভিযুক্ত পিন্টু রায় ও গণ্ডিবন রায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ৷ দীর্ঘ 11 বছর 3 মাস নেতাই গণহত্যা মামলায় জেলে রয়েছে এই দুই অভিযুক্ত ৷ সিবিআই এই দু’জনকে নেতাই গণহত্যা মামলার চার্জশিটে বন্দুকবাজ বলে উল্লেখ করেছে ৷

তাঁদের আইনজীবী রণদেব সেনগুপ্তর দাবি, এই ঘটনায় 115 জন সাক্ষীর মধ্যে মাত্র 26 জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে ৷ তাঁরা কেউ টিআই প্যারেডে ধৃতদের চিহ্নিত করতে পারেননি ৷ এর পরেই আদালত 50 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ধৃতদের শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ৷ অবশ্য রথীন দণ্ডপাটের বিরুদ্ধে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্যপ্রমাণ থাকায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতিরা ৷

প্রসঙ্গত, মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে তৎকালীন বাম সরকার জঙ্গলমহলের প্রতিটি বাড়ি থেকে একজন সদস্যকে যোগ দিতে নির্দেশ দেয় ৷ যার প্রতিবাদে নেতাইয়ের মানুষজন রাস্তায় নামেন ৷ 2011 সালের 7 জানুয়ারি গ্রামবাসীরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল বের করে ৷ অভিযোগ সেই সময় নির্বিচারে গ্রামবাসীদের উপর গুলি চালানো হয় ৷ ঘটনায় 9 জনের মৃত্যু হয় এবং 30 জন আহত হন ৷

আরও পড়ুন: CBI Has Collected DNA Sample : বগটুইকাণ্ডে মৃতদের পরিবারের লোকজনের ডিএনএর নমুনা সংগ্রহ সিবিআইয়ের

অভিযোগ ছিল সেই গুলি চলেছিল, স্থানীয় সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে ৷ এর কয়েক মাসের মধ্যে রাজ্যে সরকার বদল হয় ৷ ঘটনার তদন্ত শুরু করে ভবানী ভবনের গোয়েন্দারা ৷ কিন্তু, 2013 সালে নেতাই গণহত্যার তদন্তভার কলকাতা হাইকোর্ট সিবিআই-কে দেয় ৷ 2014 সালে সিবিআই 20 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ৷

কলকাতা, 4 জুলাই: নেতাই গণহত্যায় মূল অভিযুক্ত সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Dismiss Bail Appeal of Netai Mass Killing Accused Rathin Dandapat) ৷ তবে, ওই একই মামলায় অন্য দুই অভিযুক্ত পিন্টু রায় ও গণ্ডিবন রায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ৷ দীর্ঘ 11 বছর 3 মাস নেতাই গণহত্যা মামলায় জেলে রয়েছে এই দুই অভিযুক্ত ৷ সিবিআই এই দু’জনকে নেতাই গণহত্যা মামলার চার্জশিটে বন্দুকবাজ বলে উল্লেখ করেছে ৷

তাঁদের আইনজীবী রণদেব সেনগুপ্তর দাবি, এই ঘটনায় 115 জন সাক্ষীর মধ্যে মাত্র 26 জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে ৷ তাঁরা কেউ টিআই প্যারেডে ধৃতদের চিহ্নিত করতে পারেননি ৷ এর পরেই আদালত 50 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ধৃতদের শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ৷ অবশ্য রথীন দণ্ডপাটের বিরুদ্ধে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্যপ্রমাণ থাকায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতিরা ৷

প্রসঙ্গত, মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে তৎকালীন বাম সরকার জঙ্গলমহলের প্রতিটি বাড়ি থেকে একজন সদস্যকে যোগ দিতে নির্দেশ দেয় ৷ যার প্রতিবাদে নেতাইয়ের মানুষজন রাস্তায় নামেন ৷ 2011 সালের 7 জানুয়ারি গ্রামবাসীরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল বের করে ৷ অভিযোগ সেই সময় নির্বিচারে গ্রামবাসীদের উপর গুলি চালানো হয় ৷ ঘটনায় 9 জনের মৃত্যু হয় এবং 30 জন আহত হন ৷

আরও পড়ুন: CBI Has Collected DNA Sample : বগটুইকাণ্ডে মৃতদের পরিবারের লোকজনের ডিএনএর নমুনা সংগ্রহ সিবিআইয়ের

অভিযোগ ছিল সেই গুলি চলেছিল, স্থানীয় সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে ৷ এর কয়েক মাসের মধ্যে রাজ্যে সরকার বদল হয় ৷ ঘটনার তদন্ত শুরু করে ভবানী ভবনের গোয়েন্দারা ৷ কিন্তু, 2013 সালে নেতাই গণহত্যার তদন্তভার কলকাতা হাইকোর্ট সিবিআই-কে দেয় ৷ 2014 সালে সিবিআই 20 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.