ETV Bharat / city

Calcutta HC on DA Dues : 23 জুনের মধ্যে বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের বকেয়া ডিএ-র 20 শতাংশ মেটানোর নির্দেশ হাইকোর্টের - Case on Contempt of Court

গত বছর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) দু’টি বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল ৷ তার পর রাজ্য পর্যায়ক্রমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল ৷ কিন্তু সর্বত্র খারিজ হয়ে যায় আবেদন ৷ তার পরও নির্দেশ কার্যকর হয়নি ৷ ফলে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা (Case on Contempt of Court) ৷

Calcutta HC Directs two Govt Electricity Bodies to Pay 20 percent DA by 23rd June
Calcutta HC on DA Dues : 23 জুনের মধ্যে বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের বকেয়া ডিএ-র 20 শতাংশ মেটানোর নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Jun 17, 2022, 5:03 PM IST

কলকাতা, 17 জুন : ফের রাজ্যের দুই বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের পাওনা ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আজ, শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ আদালত জানিয়েছে, আগামী 23 জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার প্রায় 20 হাজার কর্মীর বকেয়া ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে (Calcutta HC Directs two Govt Electricity Bodies to Pay 20 percent DA by 23rd June) ৷

গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও দুই সংস্থা এখনও তা পালন করেনি ৷ ফলে আদালত অবমাননার মামলা দায়ের হয় । এদিন সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

আদালত অবমাননার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই দিন বকেয়া মেটানোর পরদিন 24 জুন আদালতকে নির্দেশ পালন হয়েছে এই মর্মে জানাতে হবে । বাকি টাকা কত কিস্তিতে মেটাতে হবে ওইদিন সেই নির্দেশ দেবে আদালত । যদি ওই দিন নির্দেশ কার্যকর না হয়, তাহলে সংস্থার এমডি ও দুই সিএমডি-র বেতন বন্ধের বিষয়ে ভাববে আদালত ।

দুই বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে প্রথম নির্দেশ দেয় বিচারপতি মান্থার বেঞ্চ । সেই রায় বিদ্যুৎ সংস্থা চ্যালেঞ্জ করলে ডিভিশন বেঞ্চে যায় ৷ সেখানেও একই রায় বহাল থাকে । সংস্থা সুপ্রিম কোর্টে দু’বার আবেদন করে । শীর্ষ আদালতও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে ।

ফের মামলা এলে বিচারপতি রাজাশেখর মান্থা ছ’সপ্তাহের মধ্যে যাবতীয় বকেয়া মেটানোর নির্দেশ দেন । কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও নির্দেশ কার্যকর না হওয়ায় এদিন আদালত অবমাননার মামলায় হাজির হতে হয় সংস্থার এমডি শান্তনু বসু-সহ দুই সিএমডিকে ৷ সংস্থা 36 মাসে ওই টাকা মেটানোর সুযোগ চায় । আদালত সেই আবেদন খারিজ করে দেয় । শেষ পর্যন্ত আদালত আপাতত প্রথম ভাগ মেটানোর নির্দেশ দিয়েছে । ফলে সুদ সমেত বকেয়া ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ আপাতত মেটাতে হবে আদালতের নির্দেশ মতো ।

2016 থেকে 2019 পর্যন্ত বিদ্যুৎ সংস্থাগুলির কর্মীদের কেন্দ্রীয় হারে প্রাপ্য বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থাই । তাঁর রায় ছিল, সংস্থাগুলি আর্থিক অনটনের কথা বলে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ না দেওয়ার অজুহাত দিলেও তাদের ব্যালান্স সিট থেকে স্পষ্ট, দুই সংস্থা যথেষ্ট আর্থিক লাভ করেছে । ফলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তাদের কর্মীদের বকেয়া কেন্দ্রীয় হারে ডিএ মেটাতে হবে ৷

আরও পড়ুন : HC order on DA case: ডিএ মামলায় ধাক্কা রাজ্যের, 3 মাসের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 17 জুন : ফের রাজ্যের দুই বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীদের পাওনা ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আজ, শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ আদালত জানিয়েছে, আগামী 23 জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার প্রায় 20 হাজার কর্মীর বকেয়া ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে (Calcutta HC Directs two Govt Electricity Bodies to Pay 20 percent DA by 23rd June) ৷

গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও দুই সংস্থা এখনও তা পালন করেনি ৷ ফলে আদালত অবমাননার মামলা দায়ের হয় । এদিন সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷

আদালত অবমাননার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই দিন বকেয়া মেটানোর পরদিন 24 জুন আদালতকে নির্দেশ পালন হয়েছে এই মর্মে জানাতে হবে । বাকি টাকা কত কিস্তিতে মেটাতে হবে ওইদিন সেই নির্দেশ দেবে আদালত । যদি ওই দিন নির্দেশ কার্যকর না হয়, তাহলে সংস্থার এমডি ও দুই সিএমডি-র বেতন বন্ধের বিষয়ে ভাববে আদালত ।

দুই বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে প্রথম নির্দেশ দেয় বিচারপতি মান্থার বেঞ্চ । সেই রায় বিদ্যুৎ সংস্থা চ্যালেঞ্জ করলে ডিভিশন বেঞ্চে যায় ৷ সেখানেও একই রায় বহাল থাকে । সংস্থা সুপ্রিম কোর্টে দু’বার আবেদন করে । শীর্ষ আদালতও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে ।

ফের মামলা এলে বিচারপতি রাজাশেখর মান্থা ছ’সপ্তাহের মধ্যে যাবতীয় বকেয়া মেটানোর নির্দেশ দেন । কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও নির্দেশ কার্যকর না হওয়ায় এদিন আদালত অবমাননার মামলায় হাজির হতে হয় সংস্থার এমডি শান্তনু বসু-সহ দুই সিএমডিকে ৷ সংস্থা 36 মাসে ওই টাকা মেটানোর সুযোগ চায় । আদালত সেই আবেদন খারিজ করে দেয় । শেষ পর্যন্ত আদালত আপাতত প্রথম ভাগ মেটানোর নির্দেশ দিয়েছে । ফলে সুদ সমেত বকেয়া ডিএ-র পাঁচ ভাগের এক ভাগ আপাতত মেটাতে হবে আদালতের নির্দেশ মতো ।

2016 থেকে 2019 পর্যন্ত বিদ্যুৎ সংস্থাগুলির কর্মীদের কেন্দ্রীয় হারে প্রাপ্য বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থাই । তাঁর রায় ছিল, সংস্থাগুলি আর্থিক অনটনের কথা বলে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ না দেওয়ার অজুহাত দিলেও তাদের ব্যালান্স সিট থেকে স্পষ্ট, দুই সংস্থা যথেষ্ট আর্থিক লাভ করেছে । ফলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানিকে তাদের কর্মীদের বকেয়া কেন্দ্রীয় হারে ডিএ মেটাতে হবে ৷

আরও পড়ুন : HC order on DA case: ডিএ মামলায় ধাক্কা রাজ্যের, 3 মাসের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.