ETV Bharat / city

Calcutta HC on Madrasa Recruitment : শিক্ষক নিয়োগ বাতিল নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের ডিরেক্টরকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের - Calcutta HC

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পরিচালন কমিটির নিয়োগ কেন খারিজ করা হয়েছে ? মাদ্রাসা সার্ভিস কমিশনের ডিরেক্টরকে এ নিয়ে হলফনামা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Asks Affidavit from Director of Madrasa on Cancellation of Teachers Recruitment) ৷

Calcutta HC Asks Affidavit from Director of Madrasa on Cancellation of Teachers Recruitment
Calcutta HC Asks Affidavit from Director of Madrasa on Cancellation of Teachers Recruitment
author img

By

Published : Apr 27, 2022, 7:01 PM IST

কলকাতা, 27 এপ্রিল : পরিচালন কমিটি দ্বারা নিযুক্ত মাদ্রাসার শিক্ষকদের স্বীকৃতি কেন দেওয়া হচ্ছে না ? এ প্রসঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের ডিরেক্টরের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Asks Affidavit from Director of Madrasa on Cancellation of Teachers Recruitment) ৷ বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন ৷

মাদ্রাসা সার্ভিস কমিশনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল উচ্চ আদালতে ৷ 2014 সালের 12 মার্চ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই মামলার রায়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবৈধ বলে রায় দিয়েছিল ৷ এর পর সেই মামলা গড়ায় শীর্ষ আদালতে ৷ সুপ্রিম কোর্টে মামলা দীর্ঘদিন বিচারাধীন ছিল ৷ এরই মধ্যে 2016 সালের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের একটা আইন তৈরি করা হয় ৷ সেই আইন মেনে পরিচালন কমিটি একটি বিজ্ঞপ্তি পেশ করে শিক্ষক নিয়োগ করে ৷ সেই সময় কারণ হিসেবে বলা হয়েছিল, দীর্ঘদিন ধরে পদগুলি শূন্য রয়েছে এবং সেই শূন্যপদে নিয়োগের স্বীকৃতিও ছিল ৷ কিন্তু, মাদ্রাসা শিক্ষা দফতরের ডিরেক্টর নিয়োগগুলিতে স্বীকৃতি দিচ্ছে না ৷

আরও পড়ুন : Professor Recruitment: অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ, উত্তীর্ণদের নম্বর প্রকাশের নির্দেশ হাইকোর্টের

মাদ্রাসা শিক্ষা দফতরের ডিরেক্টর ওই নিয়োগের স্বীকৃতি বাতিল করায়, একাধিক চাকরিপ্রার্থী মামলা করেছিলেন হাইকোর্টে ৷ এদিন বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা দফতরের ডিরেক্টরকে এ নিয়ে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে ৷ উল্লেখ্য, রাজ্যের কয়েক হাজার মাদ্রাসায় এই শিক্ষকরাই দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন ৷

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিম এ দিন বলেন, ‘‘এদের স্বীকৃতি দেওয়া উচিত ৷ বৈধ আইন অনুযায়ী নিযুক্ত এরা ৷ সুপ্রিমকোর্টের নির্দেশ এবং আইন অনুযায়ী এদের চাকরি বৈধ হওয়াই উচিত ৷’’

কলকাতা, 27 এপ্রিল : পরিচালন কমিটি দ্বারা নিযুক্ত মাদ্রাসার শিক্ষকদের স্বীকৃতি কেন দেওয়া হচ্ছে না ? এ প্রসঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের ডিরেক্টরের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Asks Affidavit from Director of Madrasa on Cancellation of Teachers Recruitment) ৷ বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন ৷

মাদ্রাসা সার্ভিস কমিশনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল উচ্চ আদালতে ৷ 2014 সালের 12 মার্চ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই মামলার রায়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবৈধ বলে রায় দিয়েছিল ৷ এর পর সেই মামলা গড়ায় শীর্ষ আদালতে ৷ সুপ্রিম কোর্টে মামলা দীর্ঘদিন বিচারাধীন ছিল ৷ এরই মধ্যে 2016 সালের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের একটা আইন তৈরি করা হয় ৷ সেই আইন মেনে পরিচালন কমিটি একটি বিজ্ঞপ্তি পেশ করে শিক্ষক নিয়োগ করে ৷ সেই সময় কারণ হিসেবে বলা হয়েছিল, দীর্ঘদিন ধরে পদগুলি শূন্য রয়েছে এবং সেই শূন্যপদে নিয়োগের স্বীকৃতিও ছিল ৷ কিন্তু, মাদ্রাসা শিক্ষা দফতরের ডিরেক্টর নিয়োগগুলিতে স্বীকৃতি দিচ্ছে না ৷

আরও পড়ুন : Professor Recruitment: অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ, উত্তীর্ণদের নম্বর প্রকাশের নির্দেশ হাইকোর্টের

মাদ্রাসা শিক্ষা দফতরের ডিরেক্টর ওই নিয়োগের স্বীকৃতি বাতিল করায়, একাধিক চাকরিপ্রার্থী মামলা করেছিলেন হাইকোর্টে ৷ এদিন বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা দফতরের ডিরেক্টরকে এ নিয়ে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে ৷ উল্লেখ্য, রাজ্যের কয়েক হাজার মাদ্রাসায় এই শিক্ষকরাই দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন ৷

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিম এ দিন বলেন, ‘‘এদের স্বীকৃতি দেওয়া উচিত ৷ বৈধ আইন অনুযায়ী নিযুক্ত এরা ৷ সুপ্রিমকোর্টের নির্দেশ এবং আইন অনুযায়ী এদের চাকরি বৈধ হওয়াই উচিত ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.