ETV Bharat / city

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও রেজিস্ট্রারের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের - Calcutta HC

কলকাতা হাইকোর্ট বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন ও রেজিস্ট্রার সৌগত চট্টোপাধ্যায়ের যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল৷ তাছাড়া এই মামলায় দুই পক্ষের কাছ থেকে হলফনামা চেয়েছে আদালত৷ চার সপ্তাহ পর আবার শুনানি৷

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও রেজিষ্ট্রারের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ হাই কোর্টের
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও রেজিষ্ট্রারের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ হাই কোর্টের
author img

By

Published : Jan 28, 2021, 8:10 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন ও রেজিস্ট্রার সৌগত চট্টোপাধ্যায়ের যাবতীয় আর্থিক বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পর সবুজকলি সেন ও সৌগত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই দু’জন। সেই মামলাতেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন আজ। পাশাপাশি দুই পক্ষকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ চার সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। চার সপ্তাহ পরে ফের শুনানি।

2018 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি সাময়িকভাবে খালি থাকায় তৎকালীন ডিরেক্টর সবুজকলি সেনকে উপাচার্য পদে বসানো হয়। 3 ফেব্রুয়ারি সবুজকলি সেন ওই পদে বহাল হলেও যেহেতু সেই মাসের 24 তারিখে তাঁর মেয়াদ শেষ হওয়ার দিন ছিল, তাই 17 ফেব্রুয়ারি পরিচালন কমিটির বৈঠক হয়। যদিও সেখানে ভোটাভুটি হয়নি। এরপর সবুজকলি সেন দিল্লিতে যান। সেখানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে তাঁকেই সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। পরে কেন্দ্রীয় আইনমন্ত্রক জানিয়ে দেয় সবুজকলি সেনই ওই পদে বসবেন।

আরও পড়ুন : তাপস রায়ের বক্তব্যে বিধানসভায় হইচই, বিক্ষোভ বাম-কংগ্রেসের

এরপর 8 নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তী আসেন উপাচার্য হয়ে। তারপরেই সবুজকলি সেনকে সাসপেন্ড করে করা হয়। ইতিমধ্যে সবুজকলি সেন অবসর গ্রহণ করেন। কিন্তু কেন তাঁকে বেআইনিভাবে সাসপেন্ড করা হল, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

কলকাতা, 28 জানুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন ও রেজিস্ট্রার সৌগত চট্টোপাধ্যায়ের যাবতীয় আর্থিক বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পর সবুজকলি সেন ও সৌগত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই দু’জন। সেই মামলাতেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন আজ। পাশাপাশি দুই পক্ষকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ চার সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। চার সপ্তাহ পরে ফের শুনানি।

2018 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি সাময়িকভাবে খালি থাকায় তৎকালীন ডিরেক্টর সবুজকলি সেনকে উপাচার্য পদে বসানো হয়। 3 ফেব্রুয়ারি সবুজকলি সেন ওই পদে বহাল হলেও যেহেতু সেই মাসের 24 তারিখে তাঁর মেয়াদ শেষ হওয়ার দিন ছিল, তাই 17 ফেব্রুয়ারি পরিচালন কমিটির বৈঠক হয়। যদিও সেখানে ভোটাভুটি হয়নি। এরপর সবুজকলি সেন দিল্লিতে যান। সেখানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে তাঁকেই সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। পরে কেন্দ্রীয় আইনমন্ত্রক জানিয়ে দেয় সবুজকলি সেনই ওই পদে বসবেন।

আরও পড়ুন : তাপস রায়ের বক্তব্যে বিধানসভায় হইচই, বিক্ষোভ বাম-কংগ্রেসের

এরপর 8 নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তী আসেন উপাচার্য হয়ে। তারপরেই সবুজকলি সেনকে সাসপেন্ড করে করা হয়। ইতিমধ্যে সবুজকলি সেন অবসর গ্রহণ করেন। কিন্তু কেন তাঁকে বেআইনিভাবে সাসপেন্ড করা হল, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.