কলকাতা, 21 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণে মৃত নাবালিকার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে হবে রাজ্যকে ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে (Cal HC orders State to provide Security for the witnesses of Hanskhali Gang Rape) ।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, সুপ্রিম কোর্টের 2018 সালের সাক্ষীর নিরাপত্তা স্কিম দ্রুত কার্যকর করতে হবে । যত দ্রুত সম্ভব নাবালিকার মা, বাবা ও ভাইয়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । যতদিন না 2018 সালের ওই স্কিমের আওতায় তাঁদের আনা যাচ্ছে, ততদিন রাজ্যকেই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে । পাশাপাশি পরিবারের সদস্যদের মানসিক সুস্থতার এবং কাউন্সেলিং করানোর দায়িত্বও রাজ্যকেই নিতে হবে ।
মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের আইনজীবী ফিরোজ এডুলজি সুপ্রিম কোর্টের 2018 সালের স্কিমের বিষয়ে জানিয়েছিলেন । একইসঙ্গে তিনি দাবি করেছিলেন, নিরাপত্তার প্রয়োজনে তাঁদের নতুন পরিচয়পত্র তৈরি করতে হবে ৷ প্রয়োজনে ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছুই নতুন করে তৈরি করতে হবে ৷ নতুন নামকরণও করতে হবে ।
আরও পড়ুন : হাঁসখালি গণধর্ষণের তদন্তে ফের ঘটনাস্থলে সিবিআইয়ের প্রতিনিধিদল
মামলার শুনানিতে রাজ্যের তরফে নির্যাতিতার পরিবারের সদস্যদের এবং সাক্ষীদের নিরাপত্তা ব্যবস্থা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2018 সালের স্কিমের আওতায় আনতে যে পরিমাণ খরচ হবে, তা রাজ্যের পক্ষে একা বহন করা সম্ভব নয় বলে উল্লেখ করেছিলেন । রাজ্যের এডিজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, অর্থনৈতিক দায়িত্ব কেন্দ্র-রাজ্য দু'পক্ষকেই সমানভাবে ভাগ করে নিতে হবে । যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে সমস্ত দায়িত্ব রাজ্যের উপরেই অর্পণ করেছে ।