ETV Bharat / city

National Insurance Company: দুর্ঘটনায় মৃতের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ বিমা কোম্পানিকে - National Insurance Company

দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে প্রায় 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে(National Insurance Company)৷ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Cal HC orders National Insurance Company to pay compensation of Rs 20 lakh
High Court
author img

By

Published : Jun 28, 2022, 2:53 PM IST

কলকাতা, 28 জুন: দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে প্রায় 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)৷ এই নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে(National Insurance Company)। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এই নির্দেশ দিয়েছেন ।

হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের বাসিন্দা নারায়ণ চন্দ্র গোরাই 2010 সালের 21 ডিসেম্বর নিজেরই ট্যাক্সিতে সন্ধ্যায় রানিগঞ্জ থেকে ফিরছিলেন ৷ সেইসময় দু'নম্বর জাতীয় সড়কের কাল্লা বাইপাসের ধারে একটা লরি এসে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থা আরও খারাপ হলে তাঁকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পর তিনি মারা যান । তখন তাঁর বয়স ছিল 58 বছর । তাঁর গাড়ির ব্যবসা ছিল, যেখান থেকে বাৎসরিক প্রায় 2 লক্ষ টাকা রোজগার করতেন তিনি । পরিবারে স্ত্রী কল্যাণী গোরাই ছাড়াও দুই পুত্র রয়েছে তাঁর । ফলে তিনি মারা যেতে সমস্যায় পড়ে গোরাই পরিবার । কারণ তিনিই ছিলেন পরিবারে একমাত্র রোজগেরে ।

2012 সালে আসানসোলের মোটর দুর্ঘটনা সংক্রান্ত ট্রাইব্যুনাল-1 নির্দেশে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে 12 লক্ষ 52 হাজার 792 টাকা গোরাই পরিবারকে 8 শতাংশ বাৎসরিক সুদ-সহ দেওয়ার নির্দেশ দেয় । কিন্তু সেই টাকা না দিয়ে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ।

কোম্পানির দাবি, দুর্ঘটনার দিন যিনি লরি চালাচ্ছিলেন তাঁর বৈধ কোনও লাইসেন্স ছিল না । পাশাপাশি চালকের অত্যন্ত গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটে । ফলে এই টাকা লরির মালিক কালিসাধন গোস্বামীকে দিতে হবে । ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি এই টাকা দেবে না । কারণ কালিসাধন গোস্বামী একজনের লাইসেন্স না থাকা সত্ত্বেও তাঁর হাতে গাড়ি দিয়েছিলেন । কিন্তু আদালতে গোরাই পরিবারের তরফে আইনজীবী অমিত রঞ্জন রায় জানান, ট্রাইব্যুনাল সমস্ত নথিপত্র খতিয়ে দেখেই এই নির্দেশ দিয়েছিল ।

আরও পড়ুন: সারদার সমস্ত অর্থ-সম্পত্তি তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান, তিনি মোটর ট্রাইব্যুনালের নির্দেশে কোনও হস্তক্ষেপ করবেন না । হাইকোর্টে আবেদনকারী ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে তিন সপ্তাহের মধ্যে প্রায় 20 লক্ষ টাকা গোরাই পরিবারকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Cal HC orders National Insurance Company to pay compensation of Rs 20 lakh)।

কলকাতা, 28 জুন: দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে প্রায় 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)৷ এই নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে(National Insurance Company)। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এই নির্দেশ দিয়েছেন ।

হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের বাসিন্দা নারায়ণ চন্দ্র গোরাই 2010 সালের 21 ডিসেম্বর নিজেরই ট্যাক্সিতে সন্ধ্যায় রানিগঞ্জ থেকে ফিরছিলেন ৷ সেইসময় দু'নম্বর জাতীয় সড়কের কাল্লা বাইপাসের ধারে একটা লরি এসে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থা আরও খারাপ হলে তাঁকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পর তিনি মারা যান । তখন তাঁর বয়স ছিল 58 বছর । তাঁর গাড়ির ব্যবসা ছিল, যেখান থেকে বাৎসরিক প্রায় 2 লক্ষ টাকা রোজগার করতেন তিনি । পরিবারে স্ত্রী কল্যাণী গোরাই ছাড়াও দুই পুত্র রয়েছে তাঁর । ফলে তিনি মারা যেতে সমস্যায় পড়ে গোরাই পরিবার । কারণ তিনিই ছিলেন পরিবারে একমাত্র রোজগেরে ।

2012 সালে আসানসোলের মোটর দুর্ঘটনা সংক্রান্ত ট্রাইব্যুনাল-1 নির্দেশে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে 12 লক্ষ 52 হাজার 792 টাকা গোরাই পরিবারকে 8 শতাংশ বাৎসরিক সুদ-সহ দেওয়ার নির্দেশ দেয় । কিন্তু সেই টাকা না দিয়ে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ।

কোম্পানির দাবি, দুর্ঘটনার দিন যিনি লরি চালাচ্ছিলেন তাঁর বৈধ কোনও লাইসেন্স ছিল না । পাশাপাশি চালকের অত্যন্ত গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটে । ফলে এই টাকা লরির মালিক কালিসাধন গোস্বামীকে দিতে হবে । ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি এই টাকা দেবে না । কারণ কালিসাধন গোস্বামী একজনের লাইসেন্স না থাকা সত্ত্বেও তাঁর হাতে গাড়ি দিয়েছিলেন । কিন্তু আদালতে গোরাই পরিবারের তরফে আইনজীবী অমিত রঞ্জন রায় জানান, ট্রাইব্যুনাল সমস্ত নথিপত্র খতিয়ে দেখেই এই নির্দেশ দিয়েছিল ।

আরও পড়ুন: সারদার সমস্ত অর্থ-সম্পত্তি তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান, তিনি মোটর ট্রাইব্যুনালের নির্দেশে কোনও হস্তক্ষেপ করবেন না । হাইকোর্টে আবেদনকারী ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে তিন সপ্তাহের মধ্যে প্রায় 20 লক্ষ টাকা গোরাই পরিবারকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Cal HC orders National Insurance Company to pay compensation of Rs 20 lakh)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.