ETV Bharat / city

CBI to seal SSC office : সন্ধ্যা 7টার মধ্যে সিবিআইকে এসএসসি ভবনের ডেটা রুম সিল করার নির্দেশ হাইকোর্টের

আপাতত সিআরপিএফ-ই আচার্য ভবনের নিরাপত্তায় থাকবে । আদালতের নির্দিষ্ট করে দেওয়া ব্যক্তি বাদে কাউকেই ঢুকতে দেওয়া হবে না । সমস্ত কম্পিউটার এবং অন্যান্য মেশিন পর্যবেক্ষণ করে সিল করবে সিবিআই (Cal HC directs CBI to seal SSC office Data room)।

CBI to seal SSC office
সিবিআইকে এসএসসি ভবনের ডেটা রুম সিল করার নির্দেশ দিল হাইকোর্ট
author img

By

Published : May 19, 2022, 6:00 PM IST

Updated : May 19, 2022, 10:28 PM IST

কলকাতা, 19 মে : সন্ধ্যা 7টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ডেটারুম সিল করবে সিবিআই । নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি ও অফিসার পার্নো বোসের উপস্থিতিতে সমস্ত কম্পিউটার এবং অন্যান্য মেশিন পর্যবেক্ষণ করে সিল করবে সিবিআই (Cal HC directs CBI to seal SSC office Data room) ।

আপাতত সিআরপিএফ-ই আচার্য ভবনের নিরাপত্তায় থাকবে । আদালতের নির্দিষ্ট করে দেওয়া ব্যক্তি বাদে কাউকেই ঢুকতে দেওয়া হবে না । শুধুমাত্র চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং দু'জন স্টেনোকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে । দু'জন সিআরপিএফ জওয়ান তৃতীয় তলার ডেটা রুম পাহারা দেবে । ডেটা রুমে তালা মারবে সিবিআই । স্কুল সার্ভিস কমিশনের কোনও ধরনের তথ্যের প্রয়োজন হলে আদালতকে তা জানাতে হবে ।

এসএসসি ভবনের ডেটা রুম সিল করার নির্দেশ হাইকোর্টের

মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত গতকাল রাতের নির্দেশের বিষয়ে হলফনামা জমা দিতে চেয়েছিলেন ৷ বিচারপতি তার অনুমতি দেননি । পাশাপাশি ডেটা রুমের দখল নেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছিলেন আইনজীবী, সেই আপত্তিও গ্রহণ করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

অন্যদিকে, মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আদালতের নির্দেশের পরও চেয়ারম্যান পদত্যাগ করল ৷ তড়িঘড়ি আরেকজন নিয়োগ হল ৷ এর থেকে স্পষ্ট, সারদা-নারদা তদন্তে অনেক প্রমাণ এর আগে নষ্ট হয়েছে । পাশাপাশি নবমীর দিন প্রভাবশালীর জামিনের মামলার শুনানি যদি হতে পারে, গতকাল রাতে যে এসএসসি মামলার শুনানি হয়েছে তাতে অস্বাভাবিক কিছু ঘটেনি ৷’’

আরও পড়ুন : এসএসসি ভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা

তারপরেই এসএসসির তরফে আইনজীবী জানান, পুরনো চেয়ারম্যান পদত্যাগ করেছেন ঠিকই ৷ তবে নতুন কোন চেয়ারম্যান এখনও নিয়োগ হয়নি ।

কলকাতা, 19 মে : সন্ধ্যা 7টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ডেটারুম সিল করবে সিবিআই । নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি ও অফিসার পার্নো বোসের উপস্থিতিতে সমস্ত কম্পিউটার এবং অন্যান্য মেশিন পর্যবেক্ষণ করে সিল করবে সিবিআই (Cal HC directs CBI to seal SSC office Data room) ।

আপাতত সিআরপিএফ-ই আচার্য ভবনের নিরাপত্তায় থাকবে । আদালতের নির্দিষ্ট করে দেওয়া ব্যক্তি বাদে কাউকেই ঢুকতে দেওয়া হবে না । শুধুমাত্র চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং দু'জন স্টেনোকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে । দু'জন সিআরপিএফ জওয়ান তৃতীয় তলার ডেটা রুম পাহারা দেবে । ডেটা রুমে তালা মারবে সিবিআই । স্কুল সার্ভিস কমিশনের কোনও ধরনের তথ্যের প্রয়োজন হলে আদালতকে তা জানাতে হবে ।

এসএসসি ভবনের ডেটা রুম সিল করার নির্দেশ হাইকোর্টের

মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত গতকাল রাতের নির্দেশের বিষয়ে হলফনামা জমা দিতে চেয়েছিলেন ৷ বিচারপতি তার অনুমতি দেননি । পাশাপাশি ডেটা রুমের দখল নেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছিলেন আইনজীবী, সেই আপত্তিও গ্রহণ করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

অন্যদিকে, মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আদালতের নির্দেশের পরও চেয়ারম্যান পদত্যাগ করল ৷ তড়িঘড়ি আরেকজন নিয়োগ হল ৷ এর থেকে স্পষ্ট, সারদা-নারদা তদন্তে অনেক প্রমাণ এর আগে নষ্ট হয়েছে । পাশাপাশি নবমীর দিন প্রভাবশালীর জামিনের মামলার শুনানি যদি হতে পারে, গতকাল রাতে যে এসএসসি মামলার শুনানি হয়েছে তাতে অস্বাভাবিক কিছু ঘটেনি ৷’’

আরও পড়ুন : এসএসসি ভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা

তারপরেই এসএসসির তরফে আইনজীবী জানান, পুরনো চেয়ারম্যান পদত্যাগ করেছেন ঠিকই ৷ তবে নতুন কোন চেয়ারম্যান এখনও নিয়োগ হয়নি ।

Last Updated : May 19, 2022, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.