কলকাতা, 5 সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের তিন বিধায়ককে শর্ত সাপেক্ষে ঝাড়খণ্ড যাওয়ার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে (HC on Jharkhand MLAs) । নির্দেশে বলা হয়েছে, বিধানসভার কাজে ডাকা হলে তবেই তাঁরা ঝাড়খণ্ড যেতে পারবেন । তবে রাজ্য পুলিশকে জানিয়ে যেতে হবে । কাজ হয়ে গেলে 24 ঘণ্টার মধ্যে কলকাতা ফিরে আসতে হবে ।
উল্লেখ্য, গত 31 জুলাই প্রায় 50 লক্ষ টাকা নগদ-সহ হাওড়ার পাঁচলা থেকে ঝাড়খণ্ডের এই তিন বিধায়ককে গ্রেফতার করে হাওড়া পুলিশ ৷ গত 17 অগস্ট ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে এই তিন বিধায়কের 3 মাসের জন্য জামিন মঞ্জুর করে । শর্ত হিসাবে বলা হয় 1 (50 হাজারের দুটি) লাখ টাকা বন্ড জমা দিতে হবে তাঁদের ৷ কলকাতা ছেড়েও যেতে পারবেন না এই বিধায়করা । তদন্তে সহযোগিতা করতে হবে । সপ্তাহে 1 দিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে । মামলার বিচার হবে সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত কোর্টে ।
আরও পড়ুন: তপন দত্ত খুনের তদন্তের কী পরিস্থিতি, সিবিআইয়ের কাছে জানতে চাইল হাইকোর্ট
ঝাড়খণ্ডের এই তিন বিধায়ক কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন জানিয়েছিলেন, যাতে তাঁদের ঝাড়খণ্ডে যেতে দেওয়া হয় ৷ সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি 10 নভেম্বর (Jharkhand MLA case in Calcutta HC) ৷