ETV Bharat / city

CAB Cricket Tournament : রাজ্য মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ঢাকে কাঠি - CAB Cricket Tournament

7 ফেব্রুয়ারি থেকে সিএবির উদ্যোগে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা (CAB Womens T20 Tournament) ৷

CAB women's T20 tournament
রাজ্য মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ঢাকে কাঠি
author img

By

Published : Feb 3, 2022, 7:31 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : রাজ্যে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট (Womens T20 Cricket) টুর্নামেন্টের ঢাকে কাঠি । বুধবার ইডেনে সিএবির উদ্যোগে বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের নিলাম হয়ে গেল ৷ এই নিলাম থেকে 90 জন মহিলা ক্রিকেটারকে নিজেদের জন্য বেছে নিল 6টি দল ৷

এই নিলাম উপলক্ষ্যে এদিন সিএবির পদাধিকারীদের পাশাপাশি ইডেনে উপস্থিত ছিলেন মহিলা ক্রিকেটের জাতীয় নির্বাচক, নির্বাচক কমিটির চেয়ারম্যান, বিসিসিআই-এর ম্যাচ রেফারি প্রমুখ ৷ ইস্টবেঙ্গল, রাজস্থান, মহমেডান স্পোর্টিং, টাউন ক্লাব, এরিয়ান, কালীঘাট- এই ছ'টি ক্লাব আগামী 7 ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতায় অংশ নেবে ৷ কল্যাণী স্টেডিয়ামে বসবে প্রতিযোগিতার আসর ৷ ফাইনাল হবে আগামী 23 ফেব্রুয়ারি ।

আরও পড়ুন : করোনার কবলে ভারতীয় দল ! ধাওয়ান, শ্রেয়স-সহ আক্রান্ত 8

এদিনের নিলাম প্রক্রিয়ায় উপস্থিত সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, "করোনা পরিস্থিতির পরে ঘরোয়া লিগ শুরু করতে পেরে আমরা খুশি । মেয়েদের ক্লাব ক্রিকেটের পরিকল্পনা বহু দিনের । গত বছর কোভিড পরিস্থিতির কারণে করা সম্ভব হয়নি । শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল । এই বছর ইডেনে আর্ন্তজাতিক ম্যাচ থাকায় এই টুর্নামেন্ট এখানে করা যাচ্ছে না । পরের বছর থেকে আরও বড় আকারে এই টুর্নামেন্ট করব । বাংলার ক্রিকেটাররা জাতীয় স্তরে বেশি সংখ্যায় প্রতিনিধিত্ব করছেন । এই ধরনের টুর্নামেন্টের পরে সংখ্যাটা বাড়বে বলে আশা করছি ।"

কলকাতা, 3 ফেব্রুয়ারি : রাজ্যে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট (Womens T20 Cricket) টুর্নামেন্টের ঢাকে কাঠি । বুধবার ইডেনে সিএবির উদ্যোগে বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের নিলাম হয়ে গেল ৷ এই নিলাম থেকে 90 জন মহিলা ক্রিকেটারকে নিজেদের জন্য বেছে নিল 6টি দল ৷

এই নিলাম উপলক্ষ্যে এদিন সিএবির পদাধিকারীদের পাশাপাশি ইডেনে উপস্থিত ছিলেন মহিলা ক্রিকেটের জাতীয় নির্বাচক, নির্বাচক কমিটির চেয়ারম্যান, বিসিসিআই-এর ম্যাচ রেফারি প্রমুখ ৷ ইস্টবেঙ্গল, রাজস্থান, মহমেডান স্পোর্টিং, টাউন ক্লাব, এরিয়ান, কালীঘাট- এই ছ'টি ক্লাব আগামী 7 ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতায় অংশ নেবে ৷ কল্যাণী স্টেডিয়ামে বসবে প্রতিযোগিতার আসর ৷ ফাইনাল হবে আগামী 23 ফেব্রুয়ারি ।

আরও পড়ুন : করোনার কবলে ভারতীয় দল ! ধাওয়ান, শ্রেয়স-সহ আক্রান্ত 8

এদিনের নিলাম প্রক্রিয়ায় উপস্থিত সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, "করোনা পরিস্থিতির পরে ঘরোয়া লিগ শুরু করতে পেরে আমরা খুশি । মেয়েদের ক্লাব ক্রিকেটের পরিকল্পনা বহু দিনের । গত বছর কোভিড পরিস্থিতির কারণে করা সম্ভব হয়নি । শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল । এই বছর ইডেনে আর্ন্তজাতিক ম্যাচ থাকায় এই টুর্নামেন্ট এখানে করা যাচ্ছে না । পরের বছর থেকে আরও বড় আকারে এই টুর্নামেন্ট করব । বাংলার ক্রিকেটাররা জাতীয় স্তরে বেশি সংখ্যায় প্রতিনিধিত্ব করছেন । এই ধরনের টুর্নামেন্টের পরে সংখ্যাটা বাড়বে বলে আশা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.