ETV Bharat / city

Adani Mamata meeting : নবান্নে মমতা-গৌতম বৈঠক, রাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী - Adani Mamata meeting

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Gautam Adani Mamata Banerjee meeting at Nabanna) ৷ নবান্নে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

Adani Mamata meeting at Nabanna
নবান্নে আদানি-মমতা বৈঠক
author img

By

Published : Dec 2, 2021, 7:46 PM IST

Updated : Dec 2, 2021, 8:54 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দেশের প্রথমসারির শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani Mamata Banerjee meeting at Nabanna) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক ৷

জানা গিয়েছে, এরাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী ৷ খিদিরপুর, হলদিয়া বন্দরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তারা (Adani express willingness to invest in Bengal) ৷ আগামী বছর এপ্রিলে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন গৌতম আদানি ৷ বিজেপি ঘনিষ্ট বলে পরিচিত আদানি গোষ্ঠীর সঙ্গে মমতার এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

যদিও এই বৈঠক নিয়ে নবান্নের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি । তবে নবান্নের সূত্রে খবর, আদানিদের সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড ইতিমধ্যেই দেশের পূর্ব উপকূলে বিনিয়োগের পথ খুঁজছে । মনে করা হচ্ছে সেই লক্ষ্যেই এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর প্রধান ।

প্রসঙ্গত, এদিন মুম্বই থেকে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি নবান্ন চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরই নবান্নে আসেন গৌতম আদানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, হলদিয়া পেট্রোকেমে একটা অংশে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন তিনি । সেই ব্যাপারে তিনি দরপত্র দিয়েছেন । এছাড়া খিদিরপুরে ছয়টি বার্জ পরিচালনার জন্য তিনি আগ্রহ দেখিয়েছেন বলে খবর ।

বিরোধীরা বরাবরই রাজ্যকে শিল্পবন্ধ্যা বলে কটাক্ষ করেন । এক্ষেত্রে বাস্তবে আদানি শিল্পগোষ্ঠী যদি রাজ্যে বিনিয়োগ করে, তা রাজ্য সরকারের জন্য যে বড় সাফল্য হবে তাতে কোন সন্দেহ নেই । আগেই রিলায়েন্স গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করেছে ।

  • Delighted to meet @MamataOfficial, Hon'ble Chief Minister Mamata Banerjee.
    Discussed different investment scenarios and the tremendous potential of West Bengal. I look forward to attending the Bengal Global Business Summit (BGBS) in April 2022. pic.twitter.com/KGhFRJYOA4

    — Gautam Adani (@gautam_adani) December 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাছাড়া বঙ্গে আদানির বিনিয়োগ সম্ভাবনা নিয়ে অন্য একটি তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, গৌতম আদানিকে বরাবর মোদি ও বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতি বলে উল্লেখ করা হয় ৷ ফলে তাঁর বঙ্গ-বিনিয়োগের আগ্রহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা আছে কি না, সেই প্রশ্নও উঠছে ৷

আরও পড়ুন : Mamata at Mumbai YPO Summit : মুম্বইয়ের সম্মেলনে বাংলায় বিনিয়োগের আহ্বান মমতার

কারণ, বিশ্ববঙ্গ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মোদিও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷ তার পর ফলেই কি আদানির আগ্রহ, উঠছে প্রশ্ন !

কলকাতা, 2 ডিসেম্বর : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দেশের প্রথমসারির শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani Mamata Banerjee meeting at Nabanna) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক ৷

জানা গিয়েছে, এরাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী ৷ খিদিরপুর, হলদিয়া বন্দরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তারা (Adani express willingness to invest in Bengal) ৷ আগামী বছর এপ্রিলে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন গৌতম আদানি ৷ বিজেপি ঘনিষ্ট বলে পরিচিত আদানি গোষ্ঠীর সঙ্গে মমতার এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

যদিও এই বৈঠক নিয়ে নবান্নের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি । তবে নবান্নের সূত্রে খবর, আদানিদের সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড ইতিমধ্যেই দেশের পূর্ব উপকূলে বিনিয়োগের পথ খুঁজছে । মনে করা হচ্ছে সেই লক্ষ্যেই এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর প্রধান ।

প্রসঙ্গত, এদিন মুম্বই থেকে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি নবান্ন চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরই নবান্নে আসেন গৌতম আদানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, হলদিয়া পেট্রোকেমে একটা অংশে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন তিনি । সেই ব্যাপারে তিনি দরপত্র দিয়েছেন । এছাড়া খিদিরপুরে ছয়টি বার্জ পরিচালনার জন্য তিনি আগ্রহ দেখিয়েছেন বলে খবর ।

বিরোধীরা বরাবরই রাজ্যকে শিল্পবন্ধ্যা বলে কটাক্ষ করেন । এক্ষেত্রে বাস্তবে আদানি শিল্পগোষ্ঠী যদি রাজ্যে বিনিয়োগ করে, তা রাজ্য সরকারের জন্য যে বড় সাফল্য হবে তাতে কোন সন্দেহ নেই । আগেই রিলায়েন্স গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করেছে ।

  • Delighted to meet @MamataOfficial, Hon'ble Chief Minister Mamata Banerjee.
    Discussed different investment scenarios and the tremendous potential of West Bengal. I look forward to attending the Bengal Global Business Summit (BGBS) in April 2022. pic.twitter.com/KGhFRJYOA4

    — Gautam Adani (@gautam_adani) December 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাছাড়া বঙ্গে আদানির বিনিয়োগ সম্ভাবনা নিয়ে অন্য একটি তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, গৌতম আদানিকে বরাবর মোদি ও বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতি বলে উল্লেখ করা হয় ৷ ফলে তাঁর বঙ্গ-বিনিয়োগের আগ্রহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা আছে কি না, সেই প্রশ্নও উঠছে ৷

আরও পড়ুন : Mamata at Mumbai YPO Summit : মুম্বইয়ের সম্মেলনে বাংলায় বিনিয়োগের আহ্বান মমতার

কারণ, বিশ্ববঙ্গ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মোদিও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ৷ তার পর ফলেই কি আদানির আগ্রহ, উঠছে প্রশ্ন !

Last Updated : Dec 2, 2021, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.