ETV Bharat / city

একটি সংগঠন বাদে আজ বাকিদের বাস রাস্তায় - Bus service in Kolkata

দেখা কি মিলবে বাসের ? একটি সংগঠন বাদে বাকি সকলে আগামীকাল থেকে বাস নামাবে শহরের রাস্তায় ।

কলকাতায় বাস পরিষেবা
কলকাতায় বাস পরিষেবা
author img

By

Published : Jun 29, 2020, 2:51 AM IST

কলকাতা, 29জুন : আজ থেকে পথে বাস নামাচ্ছেনা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট । একথা তারা আগেই জানিয়ে দিয়েছিল । তবে মিলবেঅন্যান্য সংগঠনের বাসগুলি ।

বেঙ্গলবাস সিন্ডিকেটের সহ-সভাপতি টিটু সাহাকে এ-বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"বেঙ্গলবাস সিন্ডিকেটের তরফে বাস পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে । তবে যেভাবেজ্বালানির দাম বাড়ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংগঠনের তরফে কোনও বাস মালিককে কোনওরকম নির্দেশ দেওয়া হয়নি । বাস মালিকরা যদি মনে করেন যে তাঁরা আয়ে ও ব্যয়ের সঙ্গেসমতা রেখে গাড়ি চালাতে পারবেন তাহলে তাঁরা চালাবেন ।"

পাশাপাশিযোগাযোগ করা হয়েছিল অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুলচট্টোপাধ্যায়ের সঙ্গেও । তাঁর মুখেও একই কথা । বলেন,"যেমনভাবেবাস মালিকরা 27 মেথেকে বাস চালাচ্ছেন তেমনই চলবে । যাঁরা মনে করছেন বাস চালাবেন তাঁরা পরিষেবা চালুরাখবেন, আর যাঁরাবাস চালাতে অপারক, তাঁরাবাস চালাবেন না । সারা রাজ্যে বাস-মিনিবাসের মোট সংখ্যা 27 হাজারের কাছাকাছি । এরমধ্যে এখন খুববেশি হলে তিন হাজারের মতো গাড়ি চলছে ।"

অন্যদিকেমিনিবাস কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ অবশ্য বলেন,"সোমবারথেকে বাস না চালানোর কোনও রকম নির্দেশ দেওয়া হয়নি । আমরা যেমন পরিষেবা দিচ্ছিতেমনই দিয়ে যাওয়ার চেষ্টা করব ।" ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্সঅ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসুও আশ্বস্ত করেছেন, তাঁদের সংগঠনের বাসগুলিও পথে নামবে ।

তবেজয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় সাফজানিয়ে দিয়েছেন, "আর্থিকপ্যাকেজ নয়, চাই ভাড়াবৃদ্ধি । তাই সোমবার থেকে তাঁদের সংগঠনের তরফে চলবে না একটিও বাস ।"

একটি সংগঠন বাদে আজ বাকিদের বাস রাস্তায়

কলকাতা, 29জুন : আজ থেকে পথে বাস নামাচ্ছেনা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট । একথা তারা আগেই জানিয়ে দিয়েছিল । তবে মিলবেঅন্যান্য সংগঠনের বাসগুলি ।

বেঙ্গলবাস সিন্ডিকেটের সহ-সভাপতি টিটু সাহাকে এ-বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"বেঙ্গলবাস সিন্ডিকেটের তরফে বাস পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে । তবে যেভাবেজ্বালানির দাম বাড়ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংগঠনের তরফে কোনও বাস মালিককে কোনওরকম নির্দেশ দেওয়া হয়নি । বাস মালিকরা যদি মনে করেন যে তাঁরা আয়ে ও ব্যয়ের সঙ্গেসমতা রেখে গাড়ি চালাতে পারবেন তাহলে তাঁরা চালাবেন ।"

পাশাপাশিযোগাযোগ করা হয়েছিল অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুলচট্টোপাধ্যায়ের সঙ্গেও । তাঁর মুখেও একই কথা । বলেন,"যেমনভাবেবাস মালিকরা 27 মেথেকে বাস চালাচ্ছেন তেমনই চলবে । যাঁরা মনে করছেন বাস চালাবেন তাঁরা পরিষেবা চালুরাখবেন, আর যাঁরাবাস চালাতে অপারক, তাঁরাবাস চালাবেন না । সারা রাজ্যে বাস-মিনিবাসের মোট সংখ্যা 27 হাজারের কাছাকাছি । এরমধ্যে এখন খুববেশি হলে তিন হাজারের মতো গাড়ি চলছে ।"

অন্যদিকেমিনিবাস কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ অবশ্য বলেন,"সোমবারথেকে বাস না চালানোর কোনও রকম নির্দেশ দেওয়া হয়নি । আমরা যেমন পরিষেবা দিচ্ছিতেমনই দিয়ে যাওয়ার চেষ্টা করব ।" ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্সঅ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসুও আশ্বস্ত করেছেন, তাঁদের সংগঠনের বাসগুলিও পথে নামবে ।

তবেজয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় সাফজানিয়ে দিয়েছেন, "আর্থিকপ্যাকেজ নয়, চাই ভাড়াবৃদ্ধি । তাই সোমবার থেকে তাঁদের সংগঠনের তরফে চলবে না একটিও বাস ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.