ETV Bharat / city

ভাড়া না বাড়ালে আন্দোলনের হুমকি বাস মালিকদের

ভাড়া না বাড়লে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বাস মালিকরা ৷ আজ একথা জানিয়ে দেয় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বর্ধিত জ্বালানির সঙ্গে অপ্রতুল যাত্রী সংখ্যা ৷ সব মিলিয়ে নাজেহাল অবস্থা বাস মালিকদের ৷ বারবার আবেদন করলেও রাজ্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি করেনি ৷

bus fare
বাসের ভাড়া না বাড়ালে আন্দোলন
author img

By

Published : Dec 30, 2020, 10:49 PM IST

Updated : Dec 30, 2020, 11:05 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর :অবিলম্বে বাড়াতে হবে বাস ভাড়া নাহলে শুরু হবে বৃহত্তর আন্দোলন। বন্ধ করে দেওয়া হতে পারে একাধিক বাস রুটও। আজ এই কথাই সাফ জানিয়ে দিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বর্ধিত জ্বালানির দাম সঙ্গে অপ্রতুল যাত্রী সংখ্যা। দিনে দিনে লোকসানের বোঝা বেড়েই চলেছে মালিকদের। তাই 4 জানুয়ারি পরিবহন সচিবের কাছে এই মর্মে একটি স্বারকলিপি জমা দেওয়ার কথাও জানায় তারা। জ্বালানির দাম অগ্নিমূল্য তার উপর যাত্রী সংখ্যাও কম। এই অবস্থায় অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধি করা ছাড়া আর কোনও বিকল্প দেখছে না বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। আজ ছটি বাস-মিনিবাস সংগঠন এই বিষয়টি নিয়ে একটি জরুরি বৈঠকে বসে।

ভাড়া না বাড়ালে আন্দোলনের হুমকি
ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি বাস ও মিনিবাস রুট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। যদিও তার মধ্যে যাত্রী চাহিদায় আবার কয়েকটি রুট পুনরায় চালু করা হয়েছে । একই অবস্থা হাওড়া জেলাতেও । এর ফলে দ্বিগুণ ভাড়া দিয়ে যাত্রীদের টোটো ও অটো করে যাতায়াত করতে হচ্ছে । অন্যদিকে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "কলকাতার মতো হাওড়া জেলাতেও একই অবস্থা ৷ লোকসানের ভারে প্রতিদিন একটি করে বাস রুট বন্ধ হয়ে যাচ্ছে । আর যেই রুটগুলোতে এখনও পরিষেবা বন্ধ হয়নি সেখানে ধীরে ধীরে বাসের সংখ্যা কমছে । এর ফলে নাকাল হতে হচ্ছে যাত্রীদেরই । ভাড়া বৃদ্ধি ছাড়া বেসরকারি বাস শিল্পকে বাঁচিয়ে রাখা ও যাত্রী পরিষেবা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।"আরো পড়ুন : দু'টি বিষয়ে সহমত কৃষকরা, দাবি কেন্দ্রের; 4 তারিখ ফের বৈঠক

মিনিবাস অপারেটর কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন, "গঙ্গাসাগর মেলার পর যদি সরকার বেসরকারি বাসের ভাড়া নিয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত না গ্রহণ করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। লকডাউনের পর একটা অন্যরকম পরিস্থিতি ছিল কিন্তু তারপরও অনেকগুলো মাস কেটে গেল। এখনও কোনওরকম সুরাহা হল না।" লকডাউনের পর ভাড়া বৃদ্ধি নিয়ে যখন বেসরকারি বাস মালিক ও রাজ্য সরকারের মধ্যে তরজা শুরু হয় তখন পরিবহন দপ্তরের তরফে ভাড়া বৃদ্ধি নিয়ে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সে বিষয়ে স্বপনবাবু বলেন, "এক্সপার্ট কমিটির বেশ কয়েকটি বৈঠকে আমরা অংশগ্রহণ করি। সমস্ত তথ্য সহকারে তারা যা কাগজপত্র চেয়েছিল সেসব জমা দেওয়া হয়। তবে সেই কমিটির কোনও রিপোর্ট আমরা আজ অবধি পেলাম না। এমনকী কমিটির আর এখন আদৌ কোনও অস্তিত্ব আছে কি না তাও আমরা সঠিক জানি না।"

কলকাতা, 30 ডিসেম্বর :অবিলম্বে বাড়াতে হবে বাস ভাড়া নাহলে শুরু হবে বৃহত্তর আন্দোলন। বন্ধ করে দেওয়া হতে পারে একাধিক বাস রুটও। আজ এই কথাই সাফ জানিয়ে দিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বর্ধিত জ্বালানির দাম সঙ্গে অপ্রতুল যাত্রী সংখ্যা। দিনে দিনে লোকসানের বোঝা বেড়েই চলেছে মালিকদের। তাই 4 জানুয়ারি পরিবহন সচিবের কাছে এই মর্মে একটি স্বারকলিপি জমা দেওয়ার কথাও জানায় তারা। জ্বালানির দাম অগ্নিমূল্য তার উপর যাত্রী সংখ্যাও কম। এই অবস্থায় অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধি করা ছাড়া আর কোনও বিকল্প দেখছে না বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। আজ ছটি বাস-মিনিবাস সংগঠন এই বিষয়টি নিয়ে একটি জরুরি বৈঠকে বসে।

ভাড়া না বাড়ালে আন্দোলনের হুমকি
ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি বাস ও মিনিবাস রুট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। যদিও তার মধ্যে যাত্রী চাহিদায় আবার কয়েকটি রুট পুনরায় চালু করা হয়েছে । একই অবস্থা হাওড়া জেলাতেও । এর ফলে দ্বিগুণ ভাড়া দিয়ে যাত্রীদের টোটো ও অটো করে যাতায়াত করতে হচ্ছে । অন্যদিকে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "কলকাতার মতো হাওড়া জেলাতেও একই অবস্থা ৷ লোকসানের ভারে প্রতিদিন একটি করে বাস রুট বন্ধ হয়ে যাচ্ছে । আর যেই রুটগুলোতে এখনও পরিষেবা বন্ধ হয়নি সেখানে ধীরে ধীরে বাসের সংখ্যা কমছে । এর ফলে নাকাল হতে হচ্ছে যাত্রীদেরই । ভাড়া বৃদ্ধি ছাড়া বেসরকারি বাস শিল্পকে বাঁচিয়ে রাখা ও যাত্রী পরিষেবা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।"আরো পড়ুন : দু'টি বিষয়ে সহমত কৃষকরা, দাবি কেন্দ্রের; 4 তারিখ ফের বৈঠক

মিনিবাস অপারেটর কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন, "গঙ্গাসাগর মেলার পর যদি সরকার বেসরকারি বাসের ভাড়া নিয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত না গ্রহণ করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। লকডাউনের পর একটা অন্যরকম পরিস্থিতি ছিল কিন্তু তারপরও অনেকগুলো মাস কেটে গেল। এখনও কোনওরকম সুরাহা হল না।" লকডাউনের পর ভাড়া বৃদ্ধি নিয়ে যখন বেসরকারি বাস মালিক ও রাজ্য সরকারের মধ্যে তরজা শুরু হয় তখন পরিবহন দপ্তরের তরফে ভাড়া বৃদ্ধি নিয়ে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সে বিষয়ে স্বপনবাবু বলেন, "এক্সপার্ট কমিটির বেশ কয়েকটি বৈঠকে আমরা অংশগ্রহণ করি। সমস্ত তথ্য সহকারে তারা যা কাগজপত্র চেয়েছিল সেসব জমা দেওয়া হয়। তবে সেই কমিটির কোনও রিপোর্ট আমরা আজ অবধি পেলাম না। এমনকী কমিটির আর এখন আদৌ কোনও অস্তিত্ব আছে কি না তাও আমরা সঠিক জানি না।"

Last Updated : Dec 30, 2020, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.