কলকাতা, 30 ডিসেম্বর :অবিলম্বে বাড়াতে হবে বাস ভাড়া নাহলে শুরু হবে বৃহত্তর আন্দোলন। বন্ধ করে দেওয়া হতে পারে একাধিক বাস রুটও। আজ এই কথাই সাফ জানিয়ে দিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বর্ধিত জ্বালানির দাম সঙ্গে অপ্রতুল যাত্রী সংখ্যা। দিনে দিনে লোকসানের বোঝা বেড়েই চলেছে মালিকদের। তাই 4 জানুয়ারি পরিবহন সচিবের কাছে এই মর্মে একটি স্বারকলিপি জমা দেওয়ার কথাও জানায় তারা। জ্বালানির দাম অগ্নিমূল্য তার উপর যাত্রী সংখ্যাও কম। এই অবস্থায় অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধি করা ছাড়া আর কোনও বিকল্প দেখছে না বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। আজ ছটি বাস-মিনিবাস সংগঠন এই বিষয়টি নিয়ে একটি জরুরি বৈঠকে বসে।
মিনিবাস অপারেটর কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন, "গঙ্গাসাগর মেলার পর যদি সরকার বেসরকারি বাসের ভাড়া নিয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত না গ্রহণ করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। লকডাউনের পর একটা অন্যরকম পরিস্থিতি ছিল কিন্তু তারপরও অনেকগুলো মাস কেটে গেল। এখনও কোনওরকম সুরাহা হল না।" লকডাউনের পর ভাড়া বৃদ্ধি নিয়ে যখন বেসরকারি বাস মালিক ও রাজ্য সরকারের মধ্যে তরজা শুরু হয় তখন পরিবহন দপ্তরের তরফে ভাড়া বৃদ্ধি নিয়ে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সে বিষয়ে স্বপনবাবু বলেন, "এক্সপার্ট কমিটির বেশ কয়েকটি বৈঠকে আমরা অংশগ্রহণ করি। সমস্ত তথ্য সহকারে তারা যা কাগজপত্র চেয়েছিল সেসব জমা দেওয়া হয়। তবে সেই কমিটির কোনও রিপোর্ট আমরা আজ অবধি পেলাম না। এমনকী কমিটির আর এখন আদৌ কোনও অস্তিত্ব আছে কি না তাও আমরা সঠিক জানি না।"