ETV Bharat / city

ব্রিজ সংস্কারের জেরে বাস রুট বদলে উপার্জনে টান, ক্ষোভ মালিকদের - tala bridge closed for heavy vehicles

ঘুরপথে যাওয়ার ফলে বাসগুলির জ্বালানি খরচ অনেকটাই বেড়েছে। এছাড়া এই বাসগুলিকে অন্য যে সমস্ত রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই রুটগুলিতে ইতিমধ্যে অনেক বাস চলাচল করে। এর জেরে সেই রুটগুলিতে একদিকে যেমন যানজট হচ্ছে, অন্যদিকে এক রুটে বেশি বাস হওয়ায় উপার্জন কমছে মালিকদের । কম উপার্জন ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ার জেরে বাস চালানোই দায় হয়ে পড়েছে মালিকদের ।

tala birdge
author img

By

Published : Oct 14, 2019, 4:06 AM IST

Updated : Oct 14, 2019, 5:03 AM IST

কলকাতা, 14 অক্টোবর : টালা ব্রিজ বন্ধ রেখে অন্য রুটে বাস ঘুরিয়ে দেওয়ার ব্যবসায় প্রচণ্ড লোকসান হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের । সেপ্টেম্বরের শেষ দিকে টালা ব্রিজের (হেমন্ত সেতু) স্বাস্থ্য পরীক্ষা করে ব্রিজটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই ব্রিজের উপর দিয়ে বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। চলছে শুধু ছোটো গাড়ি। ওই রুটে যে সমস্ত সরকারি ও বেসরকারি বাস চলাচল করত, তাদের মধ্যে কিছু বাসকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কয়েকটি রুটের বাস পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ।

ব্যারাকপুর থেকে টালা ব্রিজ হয়ে বাবুঘাট পর্যন্ত যে বাসগুলি যাতায়াত করত, সেগুলি এখন ঘুরপথে চলাচল করেছে। যে বাসগুলির রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেগুলি হল 201, 34b, 34c, 32, 43, 230, 234, 78 ইত্যাদি । মোট 24টি রুটের বাস এখন ঘুরপথে চলাচল করছে । অন্যদিকে, 201, 234b, 234c সহ কয়েকটি রুটের বাস চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ।

বেঙ্গল বাস সিন্ডিকেটের জয়েন্ট সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘুরপথে যাওয়ার ফলে বাসগুলির জ্বালানি খরচ অনেকটাই বেড়েছে। এছাড়া এই বাসগুলিকে অন্য যে সমস্ত রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই রুটগুলিতে ইতিমধ্যে অনেক বাস চলাচল করে। এর জেরে সেই রুটগুলিতে একদিকে যেমন যানজট হচ্ছে, অন্যদিকে এক রুটে বেশি বাস হওয়ায় উপার্জন কমছে মালিকদের । কম উপার্জন ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ার জেরে বাস চালানোই দায় হয়ে পড়েছে মালিকদের । "

তপনবাবু আরও বলেন, " রুট বদলের আগে আমাদের সংগঠন থেকে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছিল । আমরা অনুরোধ করেছিলাম সংশ্লিষ্ট রুটগুলিতে যে সমস্ত বাস চলছে তাদের মালিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তারপর যেন রাজ্য সরকার রুট পরিবর্তন করে । কিন্তু সেই অনুরোধ না মেনে হঠাৎ রুট পরিবর্তন করে দেওয়া হয়।"

তবে এই অভিযোগ মানতে চায়নি রাজ্য সরকার । পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আমরা বাস মালিকদের সঙ্গে পরামর্শ করেই রুট পরিবর্তন করেছি। যদি কেউ বলেন তাঁদের সঙ্গে কথা বলা হয়নি তাহলে সেটা একেবারেই ভুল কথা। "

কলকাতা, 14 অক্টোবর : টালা ব্রিজ বন্ধ রেখে অন্য রুটে বাস ঘুরিয়ে দেওয়ার ব্যবসায় প্রচণ্ড লোকসান হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের । সেপ্টেম্বরের শেষ দিকে টালা ব্রিজের (হেমন্ত সেতু) স্বাস্থ্য পরীক্ষা করে ব্রিজটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই ব্রিজের উপর দিয়ে বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। চলছে শুধু ছোটো গাড়ি। ওই রুটে যে সমস্ত সরকারি ও বেসরকারি বাস চলাচল করত, তাদের মধ্যে কিছু বাসকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কয়েকটি রুটের বাস পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ।

ব্যারাকপুর থেকে টালা ব্রিজ হয়ে বাবুঘাট পর্যন্ত যে বাসগুলি যাতায়াত করত, সেগুলি এখন ঘুরপথে চলাচল করেছে। যে বাসগুলির রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেগুলি হল 201, 34b, 34c, 32, 43, 230, 234, 78 ইত্যাদি । মোট 24টি রুটের বাস এখন ঘুরপথে চলাচল করছে । অন্যদিকে, 201, 234b, 234c সহ কয়েকটি রুটের বাস চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ।

বেঙ্গল বাস সিন্ডিকেটের জয়েন্ট সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘুরপথে যাওয়ার ফলে বাসগুলির জ্বালানি খরচ অনেকটাই বেড়েছে। এছাড়া এই বাসগুলিকে অন্য যে সমস্ত রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই রুটগুলিতে ইতিমধ্যে অনেক বাস চলাচল করে। এর জেরে সেই রুটগুলিতে একদিকে যেমন যানজট হচ্ছে, অন্যদিকে এক রুটে বেশি বাস হওয়ায় উপার্জন কমছে মালিকদের । কম উপার্জন ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ার জেরে বাস চালানোই দায় হয়ে পড়েছে মালিকদের । "

তপনবাবু আরও বলেন, " রুট বদলের আগে আমাদের সংগঠন থেকে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছিল । আমরা অনুরোধ করেছিলাম সংশ্লিষ্ট রুটগুলিতে যে সমস্ত বাস চলছে তাদের মালিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তারপর যেন রাজ্য সরকার রুট পরিবর্তন করে । কিন্তু সেই অনুরোধ না মেনে হঠাৎ রুট পরিবর্তন করে দেওয়া হয়।"

তবে এই অভিযোগ মানতে চায়নি রাজ্য সরকার । পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আমরা বাস মালিকদের সঙ্গে পরামর্শ করেই রুট পরিবর্তন করেছি। যদি কেউ বলেন তাঁদের সঙ্গে কথা বলা হয়নি তাহলে সেটা একেবারেই ভুল কথা। "

Intro:টালা ব্রিজ থেকে বাস ঘুরিয়ে দেওয়ার জন্য অসন্তোষ দেখা দিয়েছে যাত্রী ও বাস মালিকদের মধ্যে। Body:সেপ্টেম্বর মাসের শেষের দিকে টালা ব্রিজের (হেমন্ত সেতু) স্বাস্থ্য পরীক্ষা করে ব্রিজটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই ব্রিজের উপর দিয়ে বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। চলছে শুরু ছোট গাড়ি। ওই রাস্তার সরকারি ও বেসরকারি বাসগুলি তারপরেই অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বেশ কয়েকটি বাসের পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে অসন্তোষ দেখা দিয়েছে বাস মালিক ও চালকদের মধ্যে।

ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত টালা ব্রিজ হয়ে যে বাসগুলি যাতায়াত করে সেই বাসগুলি এখন ঘুর পথে চলাচল করেছে। 201, 34b, 34c, 32, 43, 230, 234, 78 এবং আরও বেশ কয়েকটি বাস ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে 24টি বেসরকারি বাস রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বেঙ্গল বাস সিন্ডিকেটের তপন বন্দ্যোপাধ্যায় জানান, "এই ঘুর পথে যাওয়ার ফলে বাসগুলির জ্বালানি খরচ অনেকটাই বেড়েছে। এছাড়াও এই বাসগুলিকে অন্যান্য যেসব রুটে ঘুরিয়ে দেওয়া হলো সেই রুটগুলিতে বাস চলাচল করে। তাই এখন নতুন করে এই বাসগুলি চালানোর ফলে প্রভূত যানজটই যে শুধু চলছে এমনটা নয় এর ফলে উপার্জনও কমছে বাসগুলির। তাই একদিকে কম উপার্জন অন্যদিকে জ্বালানির খরচ এই দুই তাল মেলাতে গিয়ে নাভিশ্বাস উঠছে বাস মালিকদের। এর ফলে মালিকরা বিক্ষুব্ধ হয়ে পড়ছে। বাস কর্মীরা বাস চালাতে চাইছে না।"

তিনি আরও বলেন, " আমাদের সংগঠন থেকে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছিল তারা যেন এই রুটের সবকটি বাসের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন এবং তারপরে পথ ঠিক করেন কিন্তু তারা সেরকম কিছুই করেননি হঠাৎ করেই রুট পরিবর্তন করে দেওয়া হয়।

এছাড়া ছাত্রীদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে যে তারা নিয়মিত যেইরূপ থেকে পাশ ধরে সেই রুটের বাস ঘুরিয়ে অন্যরূপে করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে তাদের কোনো রকম আগাম সূচনা দেওয়া হয়নি।

201, 234b, 234c, ও অন্যান্য বেশ কয়েকটি বাস অনির্ধিষ্ঠকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
Conclusion:এই বিষয় পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আমরা রুট পরিবর্তন করার আগে বাস মালিকদের সঙ্গে পরামর্শ করেই রুট পরিবর্তন করেছি। এখন যদি কেউ বলেন তাঁদের সঙ্গে কথা বলা হয়নি তাহলে সেটা একেবারেই ভুল কথা। কলকাতা আর ডি এর চেয়ারম্যান তাঁদের সঙ্গে দুবার বৈঠক করেছি ইতিমধ্যেই।"
Last Updated : Oct 14, 2019, 5:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.