ETV Bharat / city

ভাড়া বাড়ানো-সহ একাধিক দাবিতে ফের চিঠি বাস সংগঠনগুলির - ভাড়া বাড়ানোসহ একাধিক দাবিতে ফের চিঠিতে

স্থায়ী সমাধান চাইছে বাস সংগঠনগুলি ৷ ভাড়া বৃদ্ধির পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে ইন্সিওরেন্স ইন্সটলমেন্ট ও ব্যাঙ্কের EMI মকুবেরও দাবি তুলল তারা ৷ চিঠি দিল পরিবহন দপ্তরকে ৷

bus organizations submit letter to department of Transport
বাস সংগঠনগুলি
author img

By

Published : Jul 2, 2020, 10:52 PM IST

কলকাতা, 2 জুন: শহরে বেসরকারি বাস নামানো নিয়ে রাজ্য ও বাস সংগঠনগুলিরটানাপোড়েন চলছে ৷ এরমধ্যে সমস্যার সমাধানে নতুন করে পরিবহন দপ্তরে প্রস্তাব জমাদিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট । আজ পরিবহন দপ্তরে একটি চিঠি দিয়ে নিজেদেরপ্রস্তাব জানায় তারা ৷ চিঠিতে একধিক বিষয়ে ছাড়ের দাবি করা হয় ৷ তার মধ্যে রয়েছেপথকর, বিভিন্ন ধরনের ফি ইত্যাদি ৷ ইন্সিওরেন্স ইন্সটলমেন্ট ও ব্যাঙ্কের EMI মকুবেরও দাবিজানালো তারা ৷

JCB-র সাধারণ সম্পাদক তপনকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "বুধবার পরিবহন সচিবপ্রভাত মিশ্রর সঙ্গে বৈঠকে বসে সবকটি বাস সংগঠন । বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যেমনআলোচনা হয়, তেমনি অন্য পরিবহন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে । সেইপরিপ্রেক্ষিতেই JCB-র তরফে দাবিদাওয়াগুলি জানিয়ে পরিবহন সচিবকে চিঠি দেওয়া হল ।"

বাস সংগঠনটির দাবি, অবিলম্বে ভাড়া বৃদ্ধি করতে হবে ৷ট্যাক্স, পারমিট, CF ফি ও ফাইন মকুব করতে হবে ৷ সাইটেশন কেস দেওয়া যাবে না ৷ এছাড়ালকডাউন পরিস্থিতিতে ইন্সিওরেন্স ইন্সটলমেন্ট ও ব্যাঙ্কের EMI মকুব করতে হবে ৷জ্বালানি তেল থেকে রাজ্য ও কেন্দ্রের সেস প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে চিঠিতে৷ আজ অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতিও পরিবহন সচিবকে চিঠি দিয়েছে ।

সংগঠনের সাধারণ সম্পাদক রাহুলচট্টোপাধ্যায় বলেন, "গাড়ি চালাতে গিয়েযে সমস্যাগুলো হচ্ছে তা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । আমরা একটি স্থায়ী সমাধান চাইছি।"

ভাড়া বাড়ানো-সহ একাধিক দাবিতে ফের চিঠি বাসসংগঠনগুলির

কলকাতা, 2 জুন: শহরে বেসরকারি বাস নামানো নিয়ে রাজ্য ও বাস সংগঠনগুলিরটানাপোড়েন চলছে ৷ এরমধ্যে সমস্যার সমাধানে নতুন করে পরিবহন দপ্তরে প্রস্তাব জমাদিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট । আজ পরিবহন দপ্তরে একটি চিঠি দিয়ে নিজেদেরপ্রস্তাব জানায় তারা ৷ চিঠিতে একধিক বিষয়ে ছাড়ের দাবি করা হয় ৷ তার মধ্যে রয়েছেপথকর, বিভিন্ন ধরনের ফি ইত্যাদি ৷ ইন্সিওরেন্স ইন্সটলমেন্ট ও ব্যাঙ্কের EMI মকুবেরও দাবিজানালো তারা ৷

JCB-র সাধারণ সম্পাদক তপনকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "বুধবার পরিবহন সচিবপ্রভাত মিশ্রর সঙ্গে বৈঠকে বসে সবকটি বাস সংগঠন । বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যেমনআলোচনা হয়, তেমনি অন্য পরিবহন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে । সেইপরিপ্রেক্ষিতেই JCB-র তরফে দাবিদাওয়াগুলি জানিয়ে পরিবহন সচিবকে চিঠি দেওয়া হল ।"

বাস সংগঠনটির দাবি, অবিলম্বে ভাড়া বৃদ্ধি করতে হবে ৷ট্যাক্স, পারমিট, CF ফি ও ফাইন মকুব করতে হবে ৷ সাইটেশন কেস দেওয়া যাবে না ৷ এছাড়ালকডাউন পরিস্থিতিতে ইন্সিওরেন্স ইন্সটলমেন্ট ও ব্যাঙ্কের EMI মকুব করতে হবে ৷জ্বালানি তেল থেকে রাজ্য ও কেন্দ্রের সেস প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে চিঠিতে৷ আজ অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতিও পরিবহন সচিবকে চিঠি দিয়েছে ।

সংগঠনের সাধারণ সম্পাদক রাহুলচট্টোপাধ্যায় বলেন, "গাড়ি চালাতে গিয়েযে সমস্যাগুলো হচ্ছে তা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । আমরা একটি স্থায়ী সমাধান চাইছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.