ETV Bharat / city

বাসভাড়া বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে মৌন বিক্ষোভ চালকদের - শিলিগুড়ির বিক্ষোভ

করোনা আবহে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বিপাকে বাস চালক ও মালিকরা । মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মৌন বিক্ষোভ করল যৌথ মঞ্চ ।

bus drivers agitation in demand of fare hike
বাসভাড়া বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে মৌন বিক্ষোভ চালকদের
author img

By

Published : Jun 8, 2021, 6:31 PM IST

শিলিগুড়ি, 8 জুন : করোনা আবহের মধ্যেই ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত বাস চালকদের । চরম বিপাকে পড়েছেন বাস চালক ও মালিকরা । বাস ভাড়া না বাড়ালে বাস চালানো কঠিন হয়ে পড়ছে বাস মালিকদের । ভাড়া বৃদ্ধির দাবিতে সোম এবং মঙ্গলবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড-সহ উত্তরের বিভিন্ন জেলার বাসস্ট্যান্ডে মৌন বিক্ষোভে সামিল হন হন উত্তরের বাস চালক ও মালিক সংগঠনের যৌথ মঞ্চ ।

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাসের গায়ে দাবি সম্মিলিত পোস্টারও লাগিয়ে দেন বিক্ষোভকারীরা । উত্তরবঙ্গ প্যাসেঞ্জার ওনার্স কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক প্রণব মানি বললেন, "আমরা বাস চালানোর পক্ষেই রয়েছি । কারণ বাসের সঙ্গে কয়েক লক্ষ শ্রমিক যুক্ত রয়েছে । পাশাপাশি কয়েক হাজার মালিক রয়েছে । কিন্তু যে ভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে রাজ্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি না করলে যাত্রী পরিষেবা দেওয়াই অসম্ভব হয়ে পড়বে ।"

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি, জানালেন দিলীপ

তিনি জানান, প্রথম দফায় 74 দিন বাস বন্ধ ছিল । তখন তাঁদের ব্যাপক ক্ষতি হয় । এখন আবার এক মাস ধরে বন্ধ বেসরকারি বাস পরিষেবা । এই অবস্থায় সরকার বিধিনিষেধ তুলে নিলেও বাস চালানো মুশকিল । বাস চালালে আয় কম কিন্তু ব্যয় বেশি হচ্ছে । তাই ভাড়া না বাড়ালে বিধিনিষেধ উঠে গেলেও তাঁরা বাস চালাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই গোটা বিষয়টি তাঁরা মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীকে জানিয়েছেন ।

শিলিগুড়ি, 8 জুন : করোনা আবহের মধ্যেই ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত বাস চালকদের । চরম বিপাকে পড়েছেন বাস চালক ও মালিকরা । বাস ভাড়া না বাড়ালে বাস চালানো কঠিন হয়ে পড়ছে বাস মালিকদের । ভাড়া বৃদ্ধির দাবিতে সোম এবং মঙ্গলবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড-সহ উত্তরের বিভিন্ন জেলার বাসস্ট্যান্ডে মৌন বিক্ষোভে সামিল হন হন উত্তরের বাস চালক ও মালিক সংগঠনের যৌথ মঞ্চ ।

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাসের গায়ে দাবি সম্মিলিত পোস্টারও লাগিয়ে দেন বিক্ষোভকারীরা । উত্তরবঙ্গ প্যাসেঞ্জার ওনার্স কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক প্রণব মানি বললেন, "আমরা বাস চালানোর পক্ষেই রয়েছি । কারণ বাসের সঙ্গে কয়েক লক্ষ শ্রমিক যুক্ত রয়েছে । পাশাপাশি কয়েক হাজার মালিক রয়েছে । কিন্তু যে ভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে রাজ্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি না করলে যাত্রী পরিষেবা দেওয়াই অসম্ভব হয়ে পড়বে ।"

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি, জানালেন দিলীপ

তিনি জানান, প্রথম দফায় 74 দিন বাস বন্ধ ছিল । তখন তাঁদের ব্যাপক ক্ষতি হয় । এখন আবার এক মাস ধরে বন্ধ বেসরকারি বাস পরিষেবা । এই অবস্থায় সরকার বিধিনিষেধ তুলে নিলেও বাস চালানো মুশকিল । বাস চালালে আয় কম কিন্তু ব্যয় বেশি হচ্ছে । তাই ভাড়া না বাড়ালে বিধিনিষেধ উঠে গেলেও তাঁরা বাস চালাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই গোটা বিষয়টি তাঁরা মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীকে জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.