ETV Bharat / city

বিধাননগরে মেট্রো পিলারে বাসের ধাক্কা, আহত ১২ - বিধাননগর

বিধাননগর এলাকায় মেট্রো পিলারে ধাক্কা দিল বাস । আহতের সংখ্যা 12 ।

bus accident in saltlake
বিধাননগরে মেট্রো পিলারে বাসের ধাক্কা
author img

By

Published : Feb 29, 2020, 5:41 PM IST

বিধাননগর, 28 ফেব্রুয়ারি : সদ্য শুরু হওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের পিলারে ধাক্কা মারল বেসরকারি একটি বাস । ঘটনায় গুরুতর আহত 12 । শুক্রবার সন্ধ্যায় বিধাননগর এলাকার ঘটনা ।

215এ/1 নম্বর রুটের একটি বাস করুনাময়ী ছেড়ে সেন্ট্রাল পার্ক ময়দানের দিকে আসছিল । সেই সময়েই বেসরকারি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এমন বিপত্তি ঘটে।

যাত্রীদের থেকে জানা যায়, বাসটি করুনাময়ীর দিকে থেকে যাত্রা শুরু করার পরেই অপর একটি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে । অপর বাসটিও বিধাননগর থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল । সেই সময়ে বাসটির সামনে একটি বাইক চলে আসার কারণে ডান দিক ঘেঁষে চালায় । পরে সেটি ফুটপাতের উপর উঠে যায় । এই অবস্থায় করুণাময়ীর মেট্রো শেড পার করার পরেই নির্মাণরত মেট্রোর পিলারে ধাক্কা মারে ।

দুর্ঘটনায় পুরুষ ও মহিলাসহ 12 জন আহত হয় । এদের মধ্যে 9 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয় । খবর পেতে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । আটক করা হয় বাসটির চালককে । ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে মেট্রো রেল কর্তৃপক্ষ আসেন ।

কিন্তু সন্ধ্যায় যানজটপূর্ণ করুণাময়ী এলাকাতে বাসের গতি কীভাবে বাড়ালো সেটাই প্রশ্ন । অন্যদিকে বাসের চালক জানিয়েছে, স্টিয়ারিং লক হয়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে । বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ ।

বিধাননগর, 28 ফেব্রুয়ারি : সদ্য শুরু হওয়া ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের পিলারে ধাক্কা মারল বেসরকারি একটি বাস । ঘটনায় গুরুতর আহত 12 । শুক্রবার সন্ধ্যায় বিধাননগর এলাকার ঘটনা ।

215এ/1 নম্বর রুটের একটি বাস করুনাময়ী ছেড়ে সেন্ট্রাল পার্ক ময়দানের দিকে আসছিল । সেই সময়েই বেসরকারি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এমন বিপত্তি ঘটে।

যাত্রীদের থেকে জানা যায়, বাসটি করুনাময়ীর দিকে থেকে যাত্রা শুরু করার পরেই অপর একটি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে । অপর বাসটিও বিধাননগর থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল । সেই সময়ে বাসটির সামনে একটি বাইক চলে আসার কারণে ডান দিক ঘেঁষে চালায় । পরে সেটি ফুটপাতের উপর উঠে যায় । এই অবস্থায় করুণাময়ীর মেট্রো শেড পার করার পরেই নির্মাণরত মেট্রোর পিলারে ধাক্কা মারে ।

দুর্ঘটনায় পুরুষ ও মহিলাসহ 12 জন আহত হয় । এদের মধ্যে 9 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবশ্য তাদের ছেড়েও দেওয়া হয় । খবর পেতে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । আটক করা হয় বাসটির চালককে । ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে মেট্রো রেল কর্তৃপক্ষ আসেন ।

কিন্তু সন্ধ্যায় যানজটপূর্ণ করুণাময়ী এলাকাতে বাসের গতি কীভাবে বাড়ালো সেটাই প্রশ্ন । অন্যদিকে বাসের চালক জানিয়েছে, স্টিয়ারিং লক হয়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে । বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.