কলকাতা, 3 সেপ্টেম্বর : বউবাজারে ভেঙে পড়ল আরও একটি ক্ষতিগ্রস্ত বাড়ি । তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই । আজ বেলা 12টা নাগাদ 13A দুর্গা পিতুরি লেনে বাড়িটি ভেঙে পড়ে । বাড়িটিতে ফাটল ধরেছিল । মনে করা হচ্ছে মাটির তলায় মেট্রো টানেলের কাজের জেরে এই দুর্ঘটনা ঘটেছে ।
স্থানীয়রা অভিযোগ করেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়িটি । বাড়িটির বহু জায়গায় ফাটল ধরেছিল । বাড়ির একাংশ আগেই ভেঙে গেছিল এবং বাড়ির কিছুটা অংশ মাটিতে বসে গেছিল । ওই এলাকায় আরও কয়েকটি বাড়িতেই ফাটল দেখা গেছে ।
মেট্রো টানেলের কাজের জেরে গত শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । শনিবার রাত থেকেই সেই বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে কয়েকটি বাড়ি । ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয় বাড়িগুলি । অনেকেরই ঠাঁই হয় হোটেলে । আজ ফের একটি বাড়ি ভেঙে পড়ায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ।