ETV Bharat / city

BSF Recruitment: মাধ্যমিক পাশে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ

বর্ডার সিকিউরিটি ফোর্স লোক নিয়োগ করবে ৷ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে ৷ আবেদনের শেষ তারিখ 29 ডিসেম্বর ৷

BSF Recruitment
মাধ্যমিক পাশে চাকরির সুযোগ
author img

By

Published : Nov 18, 2021, 2:49 PM IST

বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ লোক নিয়োগ করবে ৷ 72টি শূন্যপদে নিয়োগ করা হবে ৷ যে সব পদে নিয়োগ করা হবে সেগুলি হল কনস্টেবল, হেড-কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ৷ প্রার্থী নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ৷

কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই পাশ হতে হবে ৷ সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷ বেতন 27,100-69,100 টাকা ৷ হেড কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই পাশ হতে হবে ৷ সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷ বেতন 25,500-81,100 টাকা ৷ অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের ক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং ড্রাফ্টসম্যানশিপ অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে ৷ বেতন 29,200-92,300 টাকা ৷

আরও পড়ুন: পাবলিক হেলথ অফিসার নিয়োগ

প্রার্থীরা বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে ৷ তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ৷ আবেদনের শেষ তারিখ 29 ডিসেম্বর ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন https://rectt.bsf.gov.in/-এই ওয়েবসাইট ৷

বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ লোক নিয়োগ করবে ৷ 72টি শূন্যপদে নিয়োগ করা হবে ৷ যে সব পদে নিয়োগ করা হবে সেগুলি হল কনস্টেবল, হেড-কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ৷ প্রার্থী নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ৷

কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই পাশ হতে হবে ৷ সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷ বেতন 27,100-69,100 টাকা ৷ হেড কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই পাশ হতে হবে ৷ সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷ বেতন 25,500-81,100 টাকা ৷ অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের ক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং ড্রাফ্টসম্যানশিপ অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে ৷ বেতন 29,200-92,300 টাকা ৷

আরও পড়ুন: পাবলিক হেলথ অফিসার নিয়োগ

প্রার্থীরা বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে ৷ তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ৷ আবেদনের শেষ তারিখ 29 ডিসেম্বর ৷ বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন https://rectt.bsf.gov.in/-এই ওয়েবসাইট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.