ETV Bharat / city

3 বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল বিএসএফ

গ্রেফতার হওয়া বাংলাদেশী মহিলা জোরপাড়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন ৷ তখনই গ্রেফতার করা হয় তাকে ৷ এছাড়া বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা উত্তম বিশ্বাস (20) ও বৈদ্যধর ঢালিকে (24) হাকিমপুর সীমান্তে পাকড়াও করে বিএসএফ ৷

s
s
author img

By

Published : Jul 19, 2021, 8:57 PM IST

কলকাতা, 19 জুলাই: অবৈধ ভাবে ভারতে ঢোকায় 3 বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) ৷ এদের মধ্যে একজন মহিলা ৷ ওই মহিলা যখন বেআইনিভাবে ভারতে প্রবেশ করছিলেন, সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে বিএসএফ ৷

গ্রেফতার হওয়া বাংলাদেশী মহিলা জোরপাড়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন ৷ তখনই গ্রেফতার করা হয় তাঁকে ৷ এছাড়া বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা উত্তম বিশ্বাস (20) ও বৈদ্যধর ঢালিকে (24) হাকিমপুর সীমান্তে পাকড়াও করে বিএসএফ ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে পুলিশের জালে এক মহিলা নারী পাচারকারী সহ তিন বাংলাদেশী যুবতী

তবে ধৃত উত্তম ও বৈদ্যধরের দাবি, অনেকদিন আগেই তাঁরা বেআইনিভাবে ভারতে ঢোকে ৷ মুম্বইয়ে শ্রমিকের কাজ করতেন তাঁরা ৷ এদিন বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাঁদের ধরে ফেলে ৷ তিন অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷

কলকাতা, 19 জুলাই: অবৈধ ভাবে ভারতে ঢোকায় 3 বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) ৷ এদের মধ্যে একজন মহিলা ৷ ওই মহিলা যখন বেআইনিভাবে ভারতে প্রবেশ করছিলেন, সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে বিএসএফ ৷

গ্রেফতার হওয়া বাংলাদেশী মহিলা জোরপাড়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন ৷ তখনই গ্রেফতার করা হয় তাঁকে ৷ এছাড়া বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা উত্তম বিশ্বাস (20) ও বৈদ্যধর ঢালিকে (24) হাকিমপুর সীমান্তে পাকড়াও করে বিএসএফ ৷

আরও পড়ুন: শিলিগুড়িতে পুলিশের জালে এক মহিলা নারী পাচারকারী সহ তিন বাংলাদেশী যুবতী

তবে ধৃত উত্তম ও বৈদ্যধরের দাবি, অনেকদিন আগেই তাঁরা বেআইনিভাবে ভারতে ঢোকে ৷ মুম্বইয়ে শ্রমিকের কাজ করতেন তাঁরা ৷ এদিন বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাঁদের ধরে ফেলে ৷ তিন অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.