ETV Bharat / city

কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হননি ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধু - কোরোনার নতুন স্ট্রেইন

ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধু কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত নন ৷ জিনোম সিকোয়েন্সের রিপোর্টে তাঁর শরীরে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া যায়নি।

British actress Bonita Sandhu
ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধু
author img

By

Published : Jan 12, 2021, 7:16 AM IST

কলকাতা, 12 জানুয়ারি: কলকাতায় শুটিং করতে এসে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধু । তবে তিনি কোরোনার নতুন স্ট্রেনে সংক্রমিত হননি। মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল এই অভিনেত্রীকে ।

সুইৎজ়ারল্যান্ড থেকে লন্ডন এবং দুবাই হয়ে কলকাতায় শুটিংয়ের জন্য এসেছিলেন সান্ধু । সরকারি প্রোটোকল অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে তাঁর সোয়াব টেস্ট করানো হয় । রিপোর্ট পজ়িটি়ভ আসে । এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় রাজারহাটে অবস্থিত চিত্তরঞ্জন ন‍্যাশনাল ক‍্যানসার ইনস্টিটিউটের সেকেন্ড ক‍্যাম্পাসে চালু হওয়া কোরোনা হাসপাতালে। সেখানে আবারও তাঁর কোরোনা পরীক্ষা করানো হয়। তখনও তাঁর রিপোর্ট পজ়িটি়ভ আসে ।

4 জানুয়ারি তাঁকে ভরতি করানোর জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল হাসপাতালে। তবে বেলেঘাটায় অবস্থিত সরকারি এই হাসপাতালে ভরতি হতে চাননি তিনি । অ্যাম্বুলেন্সে এই হাসপাতাল থেকে তিনি চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটকে দেওয়া হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়‌। প্রশাসনের তরফে বিষয়টি ব্রিটিশ দূতাবাসে জানানো হয়। এর পর 4 জানুয়ারি সন্ধ্যার পর তাঁকে ভরতি করা হয় মুকুন্দপুরের বেসরকারি এক হাসপাতালে। বেলেঘাটার ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সেখানে এই অভিনেত্রী ভরতি হতে না চেয়ে টালবাহানা করছিলেন । এর জন্য তিনি অ্যাম্বুলেন্স থেকেও নামতে চাননি।

আরও পড়ুন : কলকাতায় শুটিংয়ে এসে কোরোনা আক্রান্ত ব্রিটিশ অভিনেত্রী

ব্রিটেনে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন-এর সংক্রমণ দেখা যাচ্ছে। ব্রিটেন থেকে কলকাতায় ফেরত একজনের শরীরে ইতিমধ্যেই কোরোনার এই নতুন স্ট্রেনের সংক্রমণ ধরাও পড়েছে। ব্রিটিশ এই অভিনেত্রীর সংক্রমণ এই নতুন স্ট্রেনের কারণে কি না, তা নির্ণয়ের জন্য তাঁর নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এই বিষয়ে সোমবার রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "জিনোম সিকোয়েন্সের রিপোর্টে এই ব্রিটিশ অভিনেত্রীর শরীরে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া যায়নি।" বেসরকারি ওই হাসপাতাল থেকে স্বাস্থ্য দপ্তরে জানতে চাওয়া হয়, ওই হাসপাতাল থেকে অভিনেত্রীকে ছুটি দেওয়া হবে কি না। তাঁকে ছুটি দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য দপ্তর।

আরও পড়ুন : কোরোনার টিকাকরণে সমস্ত খরচ কেন্দ্রের : মোদি

এদিকে ব্রিটেন ফেরত আরও এক কোরোনা আক্রান্তর জিনোম সিকোয়েন্সের রিপোর্ট-ও পাওয়া গিয়েছে। এই আক্রান্তের শরীরেও কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া যায়নি বলে সোমবার জানিয়েছেন রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তা। তিনি জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে যোগ রয়েছে, এ রাজ‍্যে এখনও পর্যন্ত এমন 13 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এই 13 জনের মধ্যে অবশ্য ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধুও রয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিকর্তা বলেন, "এখনও পর্যন্ত তিন জনের জিনোম সিকোয়েন্সের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে একজনের রিপোর্টে নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। বাকিদের জিনোম সিকোয়েন্সের রিপোর্ট এখনও আসেনি।"

কলকাতা, 12 জানুয়ারি: কলকাতায় শুটিং করতে এসে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধু । তবে তিনি কোরোনার নতুন স্ট্রেনে সংক্রমিত হননি। মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল এই অভিনেত্রীকে ।

সুইৎজ়ারল্যান্ড থেকে লন্ডন এবং দুবাই হয়ে কলকাতায় শুটিংয়ের জন্য এসেছিলেন সান্ধু । সরকারি প্রোটোকল অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে তাঁর সোয়াব টেস্ট করানো হয় । রিপোর্ট পজ়িটি়ভ আসে । এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় রাজারহাটে অবস্থিত চিত্তরঞ্জন ন‍্যাশনাল ক‍্যানসার ইনস্টিটিউটের সেকেন্ড ক‍্যাম্পাসে চালু হওয়া কোরোনা হাসপাতালে। সেখানে আবারও তাঁর কোরোনা পরীক্ষা করানো হয়। তখনও তাঁর রিপোর্ট পজ়িটি়ভ আসে ।

4 জানুয়ারি তাঁকে ভরতি করানোর জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল হাসপাতালে। তবে বেলেঘাটায় অবস্থিত সরকারি এই হাসপাতালে ভরতি হতে চাননি তিনি । অ্যাম্বুলেন্সে এই হাসপাতাল থেকে তিনি চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটকে দেওয়া হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়‌। প্রশাসনের তরফে বিষয়টি ব্রিটিশ দূতাবাসে জানানো হয়। এর পর 4 জানুয়ারি সন্ধ্যার পর তাঁকে ভরতি করা হয় মুকুন্দপুরের বেসরকারি এক হাসপাতালে। বেলেঘাটার ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সেখানে এই অভিনেত্রী ভরতি হতে না চেয়ে টালবাহানা করছিলেন । এর জন্য তিনি অ্যাম্বুলেন্স থেকেও নামতে চাননি।

আরও পড়ুন : কলকাতায় শুটিংয়ে এসে কোরোনা আক্রান্ত ব্রিটিশ অভিনেত্রী

ব্রিটেনে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন-এর সংক্রমণ দেখা যাচ্ছে। ব্রিটেন থেকে কলকাতায় ফেরত একজনের শরীরে ইতিমধ্যেই কোরোনার এই নতুন স্ট্রেনের সংক্রমণ ধরাও পড়েছে। ব্রিটিশ এই অভিনেত্রীর সংক্রমণ এই নতুন স্ট্রেনের কারণে কি না, তা নির্ণয়ের জন্য তাঁর নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এই বিষয়ে সোমবার রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "জিনোম সিকোয়েন্সের রিপোর্টে এই ব্রিটিশ অভিনেত্রীর শরীরে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া যায়নি।" বেসরকারি ওই হাসপাতাল থেকে স্বাস্থ্য দপ্তরে জানতে চাওয়া হয়, ওই হাসপাতাল থেকে অভিনেত্রীকে ছুটি দেওয়া হবে কি না। তাঁকে ছুটি দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য দপ্তর।

আরও পড়ুন : কোরোনার টিকাকরণে সমস্ত খরচ কেন্দ্রের : মোদি

এদিকে ব্রিটেন ফেরত আরও এক কোরোনা আক্রান্তর জিনোম সিকোয়েন্সের রিপোর্ট-ও পাওয়া গিয়েছে। এই আক্রান্তের শরীরেও কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া যায়নি বলে সোমবার জানিয়েছেন রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তা। তিনি জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে যোগ রয়েছে, এ রাজ‍্যে এখনও পর্যন্ত এমন 13 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এই 13 জনের মধ্যে অবশ্য ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধুও রয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিকর্তা বলেন, "এখনও পর্যন্ত তিন জনের জিনোম সিকোয়েন্সের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে একজনের রিপোর্টে নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। বাকিদের জিনোম সিকোয়েন্সের রিপোর্ট এখনও আসেনি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.