কলকাতা, 28 জুন: চলতি বছরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হচ্ছে না কলেজেগুলিতে (Bratya basu speaks on College Admission)। স্নাতকস্তরে তাই এই বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে না, গত কয়েক বছরের মতো পুরনো পদ্ধতিতেই ভর্তি নেওয়া হবে ৷ মঙ্গলবার এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷
মঙ্গলবার অনলাইন ভর্তি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যের 30টি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে একটি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ৷ সেই বৈঠকের পরেই এই ঘোষণা করেন ব্রাত্য বসু ৷ এবছর রাজ্যের কলেজগুলিতে স্নাতকস্তরে ভর্তি নেওয়া হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে, এই ঘোষণা আগেই করেছিল রাজ্য শিক্ষা দফতর ৷ কিন্তু পরিকাঠামোগত দিক দিয়ে কিছু কাজ বাকি থাকায় এখনই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ এই পোর্টালের ঠিক মতো কাজ শুরু করতে এখনও পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে বলে তিনি জানিয়েছেন ৷ আগামী বছর থেকে এই প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন ব্রাত্য বসু ৷
আরও পড়ুন : ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ, শহিদ দিবস পালনের প্রচার থেকেই সতর্কতায় জোর তৃণমূলের
শিক্ষামন্ত্রী এদিন আরও জানিয়েছেন, রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে কলেজে ভর্তির প্রক্রিয়া ৷ তাই এর মধ্যে ভর্তির নয়া ব্যবস্থা চালু হলে সমস্যা পড়তে পারে পড়ুয়া ও কলেজ কর্তৃপক্ষকে । এদিনের বৈঠকে এমন আশঙ্কাই প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা । তাই ইচ্ছে থাকলেও কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া এবছর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ব্রাত্য বসু ৷তাঁর কথায়, "প্রায় 10 থেকে 12 জন উপাচার্য আপত্তি করেছেন । ওনারা নিজেদের সমস্যার কথা জানিয়েছেন ৷"