ETV Bharat / city

Paschimbanga Bangla Academy : বাংলা অ্যাকাদেমির নতুন চেয়ারম্যান হলেন ব্রাত্য বসু

বাংলা আকাদেমির নয়া চেয়ারম্যান ব্রাত্য বসু ( Bratya Basu appointed as new chairman of Paschimbanga Bangla Academy), এলেন শাঁওলি মিত্রের জায়গায় ৷

Paschimbanga Bangla Academy
বাংলা অ্যাকাদেমির শীর্ষে এলেন ব্রাত্য বসু
author img

By

Published : Jan 20, 2022, 4:25 PM IST

Updated : Jan 20, 2022, 5:13 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: জল্পনা ছিলই । সেটাই সত্যি হল ৷ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নতুন চেয়ারম্যান হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু ( Bratya Basu appointed as new Chairman of Paschimbanga Bangla Academy)। সম্প্রতি শাঁওলি মিত্রের প্রয়াণে এই পদটি শূন্য হয়েছিল ৷ তাঁর জায়গায় এলেন ব্রাত্য ৷

বৃহস্পতিবার ব্রাত্য বসুকে বাংলা আকাদেমির নতুন চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । একই সঙ্গে কবি জয় গোস্বামী এবং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টজনেদেরও বাংলা আকাদেমির সাধারণ পরিষদের সদস্য হিসেবে শামিল করা হয়েছে ৷

আরও পড়ুন : নিজের সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, ফের খোঁচা রাজ্যপালের

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জানানো হয়েছে, বাংলা আকাদেমির সদস্য করা হচ্ছে শ্রীজাত, সুবোধ সরকার, অভীক মজুমদারম আবুল বাশার, সুধাংশু দে, ত্রিদিব চট্টোপাধ্যায় ও অর্পিতা ঘোষকে ৷

কলকাতা, 20 জানুয়ারি: জল্পনা ছিলই । সেটাই সত্যি হল ৷ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নতুন চেয়ারম্যান হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু ( Bratya Basu appointed as new Chairman of Paschimbanga Bangla Academy)। সম্প্রতি শাঁওলি মিত্রের প্রয়াণে এই পদটি শূন্য হয়েছিল ৷ তাঁর জায়গায় এলেন ব্রাত্য ৷

বৃহস্পতিবার ব্রাত্য বসুকে বাংলা আকাদেমির নতুন চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । একই সঙ্গে কবি জয় গোস্বামী এবং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টজনেদেরও বাংলা আকাদেমির সাধারণ পরিষদের সদস্য হিসেবে শামিল করা হয়েছে ৷

আরও পড়ুন : নিজের সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, ফের খোঁচা রাজ্যপালের

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জানানো হয়েছে, বাংলা আকাদেমির সদস্য করা হচ্ছে শ্রীজাত, সুবোধ সরকার, অভীক মজুমদারম আবুল বাশার, সুধাংশু দে, ত্রিদিব চট্টোপাধ্যায় ও অর্পিতা ঘোষকে ৷

Last Updated : Jan 20, 2022, 5:13 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.