ETV Bharat / city

দুস্থদের পাশে মেট্রো ইশুতে ঘরছাড়া বৌবাজারের বাসিন্দারা - বউবাজার

বউবাজারের বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও তাঁর এক প্রতিবেশী এলাকার দুস্থ মানুষের হাতে তুলে দিলেন রেশন ও শাক-সবজি ৷ পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10000 টাকা আর্থিক সাহায়্য দেন ৷

Boubazar
গরিব মানুষের পাশে বউবাজার বাসিন্দা
author img

By

Published : Mar 31, 2020, 7:25 PM IST

কলকাতা, 31 মার্চ : বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ধসে পড়েছিল একাধিক বাড়ি । কার্যত এক বস্ত্রে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলন বহু মানুষ । পরে KMRCL-র তরফে তাঁদের অর্থ দিয়ে সাহায্য করা হয়েছিল ৷ বউবাজারের গৌর দে লেনের সেই সমস্ত ঘর ছাড়া বাসিন্দা তাঁদের সাহায্যের অর্থ দিয়ে এলাকার গরিব মানুষের পাশে দাঁড়াল ৷

লকডাউনের জেরে কাজ বন্ধ ৷ ফলে বহু মানুষ অনাহারে রয়েছেন ৷ আজ সেসব দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় রেশন ও কাঁচা শাক-সবজি । শুধু তাই নয়, এখানকার এক বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য পাঠিয়েছেন ৷

গৌর দে লেনের বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, "মেট্রোর কাজের জন্য বহু বাড়ি ধসে পড়ায় আমরা রাতারাতি বাড়ি ছাড়া হই । দু'বার বাড়ি ছাড়তে হয় আমাদের । KMRCL এর তরফে আমার পরিবার 5 লাখ টাকার সহায়তা পায় । তবে এখানে এখনও বহু পরিবার আছে যাদের অন্যত্র সরানোও হয়নি বা কোনও আর্থিক সাহায্যও দেওয়া হয়নি । তাই তাঁদের অবস্থা খুবই শোচনীয় । এরা সবাই দিনমজুর । এই অবস্থায় তাঁরা কাজও করতে পারছেন না । তাই ঠিক করি , আমি যে আর্থিক সাহায্য পেয়েছিলাম তার থেকে কিছু দিয়ে আমি তাঁদের সাহায্য করব । আমি ও এক প্রতিবেশী মিলে তাঁদের পাশে দাঁড়াবার কথা ভাবি । এক কিলো চাল, হাফ কিলো ডাল, এক কিলো আলু , হাফ কিলো পেঁয়াজ, হলুদ ও লঙ্কা গুঁড়োর প্যাকেট এবং একটি বিস্কুটের প্যাকেট তুলে দিই । আমি আমার সাধ্যমতো 10,000 টাকার আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে পাঠিয়েছি । "

প্রায় 185 জনের হাতে তুলে দেওয়া হয় খাবার । সোমনাথবাবু আরও বলেন , "মেট্রোর কাজের জন্য আমরা যে চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলাম তার স্মৃতি এখনও আমাদের মন থেকে মুছে যায়নি । তাই সেই অতীতের কথা মনে করেই এই দুস্থ মানুষগুলির পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিলাম । আগামী দিনেও আরও কিছু মানুষের হাতে সাহায্য তুলে দেওয়ার ইচ্ছে আছে আমাদের ।"

কলকাতা, 31 মার্চ : বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ধসে পড়েছিল একাধিক বাড়ি । কার্যত এক বস্ত্রে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলন বহু মানুষ । পরে KMRCL-র তরফে তাঁদের অর্থ দিয়ে সাহায্য করা হয়েছিল ৷ বউবাজারের গৌর দে লেনের সেই সমস্ত ঘর ছাড়া বাসিন্দা তাঁদের সাহায্যের অর্থ দিয়ে এলাকার গরিব মানুষের পাশে দাঁড়াল ৷

লকডাউনের জেরে কাজ বন্ধ ৷ ফলে বহু মানুষ অনাহারে রয়েছেন ৷ আজ সেসব দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় রেশন ও কাঁচা শাক-সবজি । শুধু তাই নয়, এখানকার এক বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য পাঠিয়েছেন ৷

গৌর দে লেনের বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, "মেট্রোর কাজের জন্য বহু বাড়ি ধসে পড়ায় আমরা রাতারাতি বাড়ি ছাড়া হই । দু'বার বাড়ি ছাড়তে হয় আমাদের । KMRCL এর তরফে আমার পরিবার 5 লাখ টাকার সহায়তা পায় । তবে এখানে এখনও বহু পরিবার আছে যাদের অন্যত্র সরানোও হয়নি বা কোনও আর্থিক সাহায্যও দেওয়া হয়নি । তাই তাঁদের অবস্থা খুবই শোচনীয় । এরা সবাই দিনমজুর । এই অবস্থায় তাঁরা কাজও করতে পারছেন না । তাই ঠিক করি , আমি যে আর্থিক সাহায্য পেয়েছিলাম তার থেকে কিছু দিয়ে আমি তাঁদের সাহায্য করব । আমি ও এক প্রতিবেশী মিলে তাঁদের পাশে দাঁড়াবার কথা ভাবি । এক কিলো চাল, হাফ কিলো ডাল, এক কিলো আলু , হাফ কিলো পেঁয়াজ, হলুদ ও লঙ্কা গুঁড়োর প্যাকেট এবং একটি বিস্কুটের প্যাকেট তুলে দিই । আমি আমার সাধ্যমতো 10,000 টাকার আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে পাঠিয়েছি । "

প্রায় 185 জনের হাতে তুলে দেওয়া হয় খাবার । সোমনাথবাবু আরও বলেন , "মেট্রোর কাজের জন্য আমরা যে চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলাম তার স্মৃতি এখনও আমাদের মন থেকে মুছে যায়নি । তাই সেই অতীতের কথা মনে করেই এই দুস্থ মানুষগুলির পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিলাম । আগামী দিনেও আরও কিছু মানুষের হাতে সাহায্য তুলে দেওয়ার ইচ্ছে আছে আমাদের ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.