ETV Bharat / city

পৌরসভার বাইরে বিশ্বভারতী, বোলপুরে নতুন করে ডিলিমিটেশন নোটিশ

স্বতন্ত্রতা বজায় রাখতে বোলপুর পৌরসভার অন্তর্ভুক্ত হতে চায়নি বিশ্বভারতী ৷ ফলে ডিলিমিটেশন নিয়ে জটিলতা তৈরি হয় ৷ আগামীকাল বীরভূম জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ডিলিমিটেশনের নকশা প্রকাশ হতে চলেছে ৷ 2 মার্চ নির্বাচন কমিশনে পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রস্তাব পাঠাবেন জেলা নির্বাচনী আধিকারিক ৷

Bolpur municipality
বোলপুর পৌরসভা
author img

By

Published : Feb 16, 2020, 12:39 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : জট কাটল বোলপুর পৌরসভার । বিশ্বভারতীর আপত্তির জেরে ডিলিমিটেশন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা । ফলে অনিশ্চিত হয়ে পড়ে বোলপুর পৌরসভা নির্বাচন । অবশেষে সেই জট কেটেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর । সেই সূত্রে আগামীকাল ফের প্রস্তাবিত ডিলিমিটেশনের নকশা প্রকাশ করতে চলেছেন জেলা নির্বাচনী আধিকারিক । আগামীকাল থেকে ওজর-আপত্তি জানানো যাবে । 2 মার্চ জেলা নির্বাচনী আধিকারিক পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাবে রাজ্য নির্বাচন কমিশনে । তবে নতুন করে আর জট তৈরি হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ।

বেশ কিছুদিন আগেই জারি হয়েছিল বোলপুরে ডিলিমিটেশন নোটিশ । সেইমতো জেলা নির্বাচনী আধিকারিক সম্পূর্ণ করেন সেই কাজ । সুপারিশ করেন বিশ্বভারতীর একটা বড় অংশ বোলপুর পৌরসভার অন্তর্গত করার । সেই সুপারিশ চলে আসে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে । পাশাপাশি রাজ্য সরকারের কাছে সুপারিশ করে । কিন্তু বিষয়টি একেবারেই না পসন্দ ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের । তারা বজায় রাখতে চেয়েছিল স্বতন্ত্রতা । সেই সূত্রে আবেদন জানায় তারা । জেলা নির্বাচনী আধিকারিকের সুপারিশ আর বিশ্বভারতীর আবেদন, দুই নিয়ে সিদ্ধান্ত নিতে অনেকটাই সময় লেগে যায় নবান্নর । ফলে অন্য সব পৌরসভার লিমিটেশন সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশিত হয়েছে । কিন্তু বোলপুরের ক্ষেত্রে তা সম্ভব হয়নি । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, যে কোনও পৌরসভা ও পৌরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হওয়ার ছ’মাস আগে থেকেই শুরু হয়ে যায় তৎপরতা । নিয়মমতো নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়, সংশ্লিষ্ট পৌরসভার কিংবা পৌরনিগমের আসন কিংবা ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করা হবে কি না । রাজ্য প্রশাসন সেই বিষয়ে সবুজসংকেত দিলে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা শাসককে সেই কাজ করার নির্দেশ দেয় কমিশন । আগামী অক্টোবরের মধ্যে রাজ্যের 111 টি পৌরনিগম এবং পৌরসভার মেয়াদ শেষ হয়েছে কিংবা হবে । আর দার্জিলিংয়ের পৌরবোর্ড ভেঙে দেওয়া হয়েছিল ৷ সেই সূত্রে সংখ্যাটা দাঁড়াচ্ছে 112 । রাজ্যের যে ক’টি পৌরসভা এবং পৌরনিগমের ডিলিমিটেশন বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল প্রশাসন, তার প্রায় সবকটি শেষ করে ফেলা হয় যথাসময়ে । শুধুমাত্র বাকি ছিল সিউড়ি এবং বোলপুরের ডিলিমিটেশনের কাজ । পরে সিউড়ির জটিলতা কেটে যায় । ইতিমধ্যেই সিউড়ির নির্বাচন কমিশনের তরফে সেই কাজ সম্পূর্ণ হয়েছে । সিডিউল ও টার্ম অনুযায়ী আসন সংরক্ষণের খসড়া তৈরির কাজও সম্পূর্ণ । 29 জানুয়ারি প্রকাশিত হয়েছে খসড়া সংরক্ষণ তালিকা । আগামীকাল সিউড়ির চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ হবে ।

বোলপুর পৌরসভার জট কাটল

চিরাচরিতভাবেই বিশ্বভারতী কোনও পৌরসভা কিংবা পঞ্চায়েতের অন্তর্গত হতে চায় না । তারা বজায় রাখতে চায় স্বতন্ত্র । এর আগেও বেশ কয়েকবার বিশ্বভারতীকে পৌরসভার সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু সেই প্রস্তাব নাকচ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । প্রশাসনিক দিক থেকে বিশ্বভারতী বোলপুর-শ্রীনিকেতন ব্লকের মধ্যে থাকলেও, আক্ষরিক অর্থে কোনও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ছিল না । আবার বোলপুর পৌরসভার অন্তর্ভুক্ত ছিল না । তাদের অবস্থান ছিল অনেকটাই স্বতন্ত্র । সেই স্বতন্ত্রই বজায় রাখতে চায় বিশ্বভারতী । সেই সূত্রে এর আগে যখন বিশ্বভারতীর একটা বড় অংশকে বোলপুর পৌরসভার অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠান জেলা নির্বাচনী আধিকারিক, তখন আপত্তি জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেই জটিলতাতেই আটকে ছিল বোলপুর পৌরসভার ডিলিমিটেশনের কাজ । কিন্তু সূত্রের খবর, নবান্নের তরফ থেকে বিশ্বভারতীর আবেদনে ইতিবাচক সাড়া পাওয়া গেছে । সেই সূত্রে আবার নতুন করে নোটিশ জারি করা হয়েছে ডিলিটেশনের । আগামীকাল প্রকাশ্যে আসতে চলেছে সেই নোটিশ । আগামীকাল থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত জানানো যাবে আপত্তি । 28 তারিখের মধ্যে সেই আপত্তির শুনানি শেষ করবে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর । 2 মার্চ জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর চূড়ান্ত প্রস্তাব পাঠাবে রাজ্য নির্বাচন কমিশনে । আর তার পরেই জারি হবে চূড়ান্ত ডিলিমিটেশনের নোটিফিকেশন ।

কলকাতা, 16 ফেব্রুয়ারি : জট কাটল বোলপুর পৌরসভার । বিশ্বভারতীর আপত্তির জেরে ডিলিমিটেশন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা । ফলে অনিশ্চিত হয়ে পড়ে বোলপুর পৌরসভা নির্বাচন । অবশেষে সেই জট কেটেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর । সেই সূত্রে আগামীকাল ফের প্রস্তাবিত ডিলিমিটেশনের নকশা প্রকাশ করতে চলেছেন জেলা নির্বাচনী আধিকারিক । আগামীকাল থেকে ওজর-আপত্তি জানানো যাবে । 2 মার্চ জেলা নির্বাচনী আধিকারিক পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাবে রাজ্য নির্বাচন কমিশনে । তবে নতুন করে আর জট তৈরি হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ।

বেশ কিছুদিন আগেই জারি হয়েছিল বোলপুরে ডিলিমিটেশন নোটিশ । সেইমতো জেলা নির্বাচনী আধিকারিক সম্পূর্ণ করেন সেই কাজ । সুপারিশ করেন বিশ্বভারতীর একটা বড় অংশ বোলপুর পৌরসভার অন্তর্গত করার । সেই সুপারিশ চলে আসে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে । পাশাপাশি রাজ্য সরকারের কাছে সুপারিশ করে । কিন্তু বিষয়টি একেবারেই না পসন্দ ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের । তারা বজায় রাখতে চেয়েছিল স্বতন্ত্রতা । সেই সূত্রে আবেদন জানায় তারা । জেলা নির্বাচনী আধিকারিকের সুপারিশ আর বিশ্বভারতীর আবেদন, দুই নিয়ে সিদ্ধান্ত নিতে অনেকটাই সময় লেগে যায় নবান্নর । ফলে অন্য সব পৌরসভার লিমিটেশন সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশিত হয়েছে । কিন্তু বোলপুরের ক্ষেত্রে তা সম্ভব হয়নি । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, যে কোনও পৌরসভা ও পৌরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হওয়ার ছ’মাস আগে থেকেই শুরু হয়ে যায় তৎপরতা । নিয়মমতো নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়, সংশ্লিষ্ট পৌরসভার কিংবা পৌরনিগমের আসন কিংবা ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করা হবে কি না । রাজ্য প্রশাসন সেই বিষয়ে সবুজসংকেত দিলে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা শাসককে সেই কাজ করার নির্দেশ দেয় কমিশন । আগামী অক্টোবরের মধ্যে রাজ্যের 111 টি পৌরনিগম এবং পৌরসভার মেয়াদ শেষ হয়েছে কিংবা হবে । আর দার্জিলিংয়ের পৌরবোর্ড ভেঙে দেওয়া হয়েছিল ৷ সেই সূত্রে সংখ্যাটা দাঁড়াচ্ছে 112 । রাজ্যের যে ক’টি পৌরসভা এবং পৌরনিগমের ডিলিমিটেশন বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল প্রশাসন, তার প্রায় সবকটি শেষ করে ফেলা হয় যথাসময়ে । শুধুমাত্র বাকি ছিল সিউড়ি এবং বোলপুরের ডিলিমিটেশনের কাজ । পরে সিউড়ির জটিলতা কেটে যায় । ইতিমধ্যেই সিউড়ির নির্বাচন কমিশনের তরফে সেই কাজ সম্পূর্ণ হয়েছে । সিডিউল ও টার্ম অনুযায়ী আসন সংরক্ষণের খসড়া তৈরির কাজও সম্পূর্ণ । 29 জানুয়ারি প্রকাশিত হয়েছে খসড়া সংরক্ষণ তালিকা । আগামীকাল সিউড়ির চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশ হবে ।

বোলপুর পৌরসভার জট কাটল

চিরাচরিতভাবেই বিশ্বভারতী কোনও পৌরসভা কিংবা পঞ্চায়েতের অন্তর্গত হতে চায় না । তারা বজায় রাখতে চায় স্বতন্ত্র । এর আগেও বেশ কয়েকবার বিশ্বভারতীকে পৌরসভার সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু সেই প্রস্তাব নাকচ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । প্রশাসনিক দিক থেকে বিশ্বভারতী বোলপুর-শ্রীনিকেতন ব্লকের মধ্যে থাকলেও, আক্ষরিক অর্থে কোনও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ছিল না । আবার বোলপুর পৌরসভার অন্তর্ভুক্ত ছিল না । তাদের অবস্থান ছিল অনেকটাই স্বতন্ত্র । সেই স্বতন্ত্রই বজায় রাখতে চায় বিশ্বভারতী । সেই সূত্রে এর আগে যখন বিশ্বভারতীর একটা বড় অংশকে বোলপুর পৌরসভার অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠান জেলা নির্বাচনী আধিকারিক, তখন আপত্তি জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেই জটিলতাতেই আটকে ছিল বোলপুর পৌরসভার ডিলিমিটেশনের কাজ । কিন্তু সূত্রের খবর, নবান্নের তরফ থেকে বিশ্বভারতীর আবেদনে ইতিবাচক সাড়া পাওয়া গেছে । সেই সূত্রে আবার নতুন করে নোটিশ জারি করা হয়েছে ডিলিটেশনের । আগামীকাল প্রকাশ্যে আসতে চলেছে সেই নোটিশ । আগামীকাল থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত জানানো যাবে আপত্তি । 28 তারিখের মধ্যে সেই আপত্তির শুনানি শেষ করবে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর । 2 মার্চ জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর চূড়ান্ত প্রস্তাব পাঠাবে রাজ্য নির্বাচন কমিশনে । আর তার পরেই জারি হবে চূড়ান্ত ডিলিমিটেশনের নোটিফিকেশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.