ETV Bharat / city

মানসিক অবসাদে আত্মঘাতী চিকিৎসক ? তদন্তে পুলিশ

সহপাঠীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, দিন কয়েক মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ।

R G Kar
প্রতীকি ছবি
author img

By

Published : May 1, 2020, 2:00 PM IST

কলকাতা, 1 মে : আর জি কর হাসপাতালের ছাদ থেকে পড়ে মৃত এক পড়ুয়া চিকিৎসক। তিনি শিশু বিভাগের PGT-র দ্বিতীয় বর্ষের ছাত্রী । আজ বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ তিনি হাসপাতাল চত্বরের ভিতর থেকেই তাঁর দেহ উদ্ধার হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।


মৃত ওই পড়ুয়ার নাম পৌলমী সাহা । হাসপাতালের চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর । কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । তাঁর সহপাঠীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, দিন কয়েক মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ।

হাসপাতাল চত্বরে বিকট আওয়াজ হওয়ার পর তার দেহ পড়ে থাকতে দেখা যায় । হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেছেন । পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি । কেন তিনি আত্মহত্যা করলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

কলকাতা, 1 মে : আর জি কর হাসপাতালের ছাদ থেকে পড়ে মৃত এক পড়ুয়া চিকিৎসক। তিনি শিশু বিভাগের PGT-র দ্বিতীয় বর্ষের ছাত্রী । আজ বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ তিনি হাসপাতাল চত্বরের ভিতর থেকেই তাঁর দেহ উদ্ধার হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।


মৃত ওই পড়ুয়ার নাম পৌলমী সাহা । হাসপাতালের চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর । কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । তাঁর সহপাঠীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, দিন কয়েক মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ।

হাসপাতাল চত্বরে বিকট আওয়াজ হওয়ার পর তার দেহ পড়ে থাকতে দেখা যায় । হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেছেন । পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি । কেন তিনি আত্মহত্যা করলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.