ETV Bharat / city

body found in Anandapur : অটোচালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য আনন্দপুরে - অটোচালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আনন্দপুরে

আনন্দপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালের পিছন থেকে এক অটোচালকের রক্তাক্ত এবং ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ ৷ মৃতের নাম বিশ্বজিৎ জানা ৷ পুলিশ সূত্রে খবর, ধারালো কোনও অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা করা হয়েছে ওই ব্যক্তিকে (body of a auto driver found in Anandapur)।

Police Recover a Dead body of a Auto Driver from Anandapur
আনন্দপুর এলাকায় এ্কটি বেসরকারি হাসপাতালের পিছন থেকে এক অটোচালকের রক্তাক্ত এবং ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ ৷ মৃতের নাম বিশ্বজিৎ জানা
author img

By

Published : Jan 9, 2022, 11:20 AM IST

Updated : Jan 9, 2022, 1:24 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : এক অটোচালকের রক্তাক্ত এবং ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আনন্দপুর এলাকায় (body of a auto driver found in Anandapur)। পরিবারের অভিযোগ, খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল তাঁকে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকার একটি নার্সিংহোমের পিছনে । মৃতের নাম বিশ্বজিৎ জানা ৷

আনন্দপুর থানা সূত্রে খবর, গত কাল রাতে তাঁরা ফোনে খবর পান যে আনন্দপুরের একটি নার্সিংহোমের পিছনের পরিত্যক্ত জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে । পাশাপাশি ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগও । দেহ প্রাথমিকভাবে দেখে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে । কারণ মৃতদেহটিতে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে । পুলিশ সূত্রে খবর ধারালো কোনও অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা করা হয়েছে ওই ব্যক্তিকে ।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বাকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ পাড়ুইয়ে

কিন্তু ঘটনাস্থলে বেশি রক্তের দাগ মেলেনি । তা থেকেই পুলিশের অনুমান, হয়ত অন্য কোথাও খুন করে এই নির্জন জায়গায় দেহটি ফেলে রেখে দিয়েছে দুষ্কৃতীরা । দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । পাশাপাশি এলাকাটি নির্জন হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা প্রায় নেই বললেই চলে । তাও সংশ্লিষ্ট হাসপাতালে পিছনের দিকের বেশকিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আনন্দপুর এলাকায় একটি বেআইনি মদের দোকানেই বসতেন ওই অটোচালক, সম্ভবত সেখানেই খুন করা হয় তাঁকে ৷

কলকাতা, 9 জানুয়ারি : এক অটোচালকের রক্তাক্ত এবং ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আনন্দপুর এলাকায় (body of a auto driver found in Anandapur)। পরিবারের অভিযোগ, খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল তাঁকে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকার একটি নার্সিংহোমের পিছনে । মৃতের নাম বিশ্বজিৎ জানা ৷

আনন্দপুর থানা সূত্রে খবর, গত কাল রাতে তাঁরা ফোনে খবর পান যে আনন্দপুরের একটি নার্সিংহোমের পিছনের পরিত্যক্ত জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে । পাশাপাশি ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগও । দেহ প্রাথমিকভাবে দেখে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে । কারণ মৃতদেহটিতে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে । পুলিশ সূত্রে খবর ধারালো কোনও অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা করা হয়েছে ওই ব্যক্তিকে ।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বাকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ পাড়ুইয়ে

কিন্তু ঘটনাস্থলে বেশি রক্তের দাগ মেলেনি । তা থেকেই পুলিশের অনুমান, হয়ত অন্য কোথাও খুন করে এই নির্জন জায়গায় দেহটি ফেলে রেখে দিয়েছে দুষ্কৃতীরা । দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । পাশাপাশি এলাকাটি নির্জন হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা প্রায় নেই বললেই চলে । তাও সংশ্লিষ্ট হাসপাতালে পিছনের দিকের বেশকিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আনন্দপুর এলাকায় একটি বেআইনি মদের দোকানেই বসতেন ওই অটোচালক, সম্ভবত সেখানেই খুন করা হয় তাঁকে ৷

Last Updated : Jan 9, 2022, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.