কলকাতা, 25 অক্টোবর: উত্তরাখণ্ড থেকে রাজ্যে ফিরল পাঁচ পর্বত অভিযাত্রীর দেহ। সোমবার সকালে প্রথমে কলকাতা বিমানবন্দের এসে পৌঁছয় বিকাশ মাকাল, রিচার্ড মণ্ডল এবং সৌরভ ঘোষের দেহ ৷ তার পর দুপুরে শুভায়ন দাস, তনুময় তিওয়ারির দেহ এসে পৌঁছয় ৷ মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
বিকাশ, রিচার্ড, এবং সৌরভ, তিনজনই দক্ষিণ 24 পরগনার নেপালগঞ্জের বাসিন্দা ৷ রিচার্ডের আসল বাড়ি বারুইপুরে ৷ নেপালগঞ্জে মামার বাড়িতে থাকতেন তিনি ৷ মাসখানেক পরেই বিয়ের কথা ছিল তাঁর ৷ অন্য দিকে, শুভায়ন কালীঘাটের বাসিন্দা ৷ হরিদেবপুরের কবরডাঙায় বাড়ি তনুময়ের ৷ বাড়ির আপত্তি উপেক্ষা করেই তনুময় ট্রেকিংয়ে যান বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: mamata Live : উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
ট্রেকিংয়ের নেশায় বাংলা থেকে উত্তরাখণ্ড যাওয়া বছর চল্লিশের সুখেন মাজি এখনও নিখোঁজ ৷ তিনি সম্পর্কে তনুময়ের মামা ৷ তাঁর আর এক ভাগ্নে শুভেন্দুরও ট্রেকিংয়ে যাওয়ার কথা ছিল ৷ অফিসের কাজ পড়ে যাওয়ায় যেতে পারেননি তিনি ৷
পুজোর সময় বাংলা থেকে উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছিলেন অনেকেই ৷ কিন্তু পুজোর মধ্যে একটানা বৃষ্টিতে দুর্যোগ নেমে আসে উত্তরাখণ্ডে ৷ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি, জায়গায় জায়গায় ধস নামে ৷ ভেঙে পড়ে রাস্তাঘাট, বাড়িঘর ৷ হড়পা বানেও তলিয়ে যান বেশ কয়েক জন ৷
আরও পড়ুন: Gariahat Double Murder : অপরাধ লুকানোর সহজাত ক্ষমতাতেই কি ভিকি পুলিশকে ফাঁকি দিচ্ছে ?
সবমিলিয়ে মৃত্যুসংখ্যা 100 ছুঁয়ে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এর মধ্যে বাংলার 11 জন অভিযাত্রীও রয়েছেন ৷ তাঁদের মধ্যে থেকে সোমবার পাঁচ জনের দেহ ফিরল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের তরফেই মৃতদেহ ফেরানোর ব্যবস্থা করা হয় ৷ শোকার্ত পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷