ETV Bharat / city

Blue Pack Award : লন্ডনের ধাঁচে কলকাতাতেও ব্লু প্যাক সম্মান, স্বাদের ঐতিহ্যকে স্বীকৃতি ইনট্যাকের

এবার কলকাতাতেও হাজির ব্লু প্যাক ৷ শহরের ঐতিহ্যশালী খাদ্য বিপণনীগুলিকে দেওয়া হবে সম্মান ৷ তালিকায় কে সি দাস থেকে সিরাজ ৷ হেরিটেজ তকমা পাবে বিশিষ্টদের বসত ভিটেও ৷ সৌজন্যে ইনট্যাক ৷

blue pack award for heritage food giants of kolkata by INTACH
Blue Pack Award : লন্ডনের ধাঁচে কলকাতাতেও ব্লু প্যাক সম্মান, স্বাদের ঐতিহ্যকে স্বীকৃতি ইনট্যাকের
author img

By

Published : Sep 28, 2021, 8:53 PM IST

Updated : Sep 28, 2021, 9:53 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : চপ, কাটলেট, ফিশফ্রাই থেকে রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ ৷ মায় ডাবের জলের শরবত ৷ বাঙালি বরাবরই রসে, বশে থাকতে ভালোবাসে ৷ বস্তুত, এই ভালোবাসার অধিকাংশটাই শুরু হয় তার পেট থেকে ৷ এমন একটা ভোজনরসিক জাতির সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে রকমারি ব্যঞ্জনের ইতিহাস, সে আর অস্বাভাবিক কী ! সত্যি বলতে কী, প্রেমই বলুন, বা মোহ, কিংবা নিরেট নোলা, ভোজনের ডালি বাদ দিলে বাঙালি বড়ই বেরসিক ৷ আর সেকথা বাঙালি নিজে যতটা বোঝে, ততটাই বোঝেন খাবারের ব্যাপারিরাও ৷ দশকের পর দশক ধরে বাঙালির রসনা তৃপ্ত করে আসছে শহর কলকাতার কিছু সংস্থা ৷ তাদের কেউ বানায় সাহেবি কন্টিনেন্টাল, কারও বা ঝুলিতে রয়েছে খাঁটি বাঙালির ঘরের স্বাদ ৷ বাংলার ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি এদের বাদ দিয়ে অসম্পূর্ণ ৷ যার সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ ৷

আরও পড়ুন : Durga Puja Special : রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত পুজো এবার 351 বছরে পা দিল

এবার সেই আবেগকেই স্বীকৃতি দিতে এগিয়ে এল ‘ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ’ (Indian National Trust for Art and Cultural Heritage) ৷ সংক্ষেপে যাদের পরিচয় ইনট্যাক (INTACH) ৷ 1984 সালে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার ৷ উদ্দেশ্য ছিল, ভারতের অসংরক্ষিত বিভিন্ন ঐতিহ্যকে সংরক্ষিত করা ৷ এবার সেই তারাই ইংল্যান্ডের লন্ডন শহরের ধাঁচে কলকাতার ঐতিহ্যবাহী স্থানগুলিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আর এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে শহরের একাধিক সুপ্রাচীন খাদ্য প্রস্তুতকারী সংস্থাকে ৷

ব্যাপারটা একটু খটমট লাগছে কি ? আসুন তাহলে একটু ভেঙে বলা যাক ৷ সংস্থার রাজ্য আহ্বায়ক জি এম কাপুর এই প্রসঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধিকে যা জানিয়েছেন, তার মোদ্দা কথা হল, লন্ডন শহরে যত বিখ্যাতদের বাড়ি রয়েছে, সেগুলিকে সংরক্ষণের এক বিশেষ বন্দোবস্ত রয়েছে ৷ সংশ্লিষ্ট সংস্থা এই বাড়িগুলিকে একটি স্বীকৃতি দেয় ৷ যার পোশাকি নাম ‘ব্লু প্ল্যাক’ ৷ আমাদের অতি প্রিয় ভগিনী নিবেদিতা শুরু করে বহু বিশিষ্ট জনেরই বাড়ি রয়েছে সেই তালিকায় ৷ এবার সেই একই প্রক্রিয়া কার্যকর করা হবে কলকাতায় ৷ পার্থক্য হল, প্রাথমিকভাবে ব্লু প্যাক সম্মান দেওয়া হচ্ছে কলকাতার ঐতিহ্যশালী এবং প্রাচীন খাদ্য বিপণনীগুলিকে ৷ যারা দশকের পর দশক ধরে একই জায়গায় এবং একই মালিকানায় থেকে বাঙালির জিভের স্বাদ মিটিয়ে আসছে ৷

আরও পড়ুন : Vistadome Coach: ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে

ইতিমধ্যেই শহরের নামী তিনটি রেস্তোরাঁকে ব্লু প্যাক সম্মান দেওয়ার কাজ সারা হয়ে গিয়েছে ৷ এগুলি হল, মোকাম্বো, ট্রিঙ্কাস এবং কোয়ালিটি ৷ লাইনে রয়েছে অনেকগুলি প্রসিদ্ধ মিষ্টির দোকান-সহ একাধিক ঐতিহ্যশালী খাদ্য বিপণনী ৷ তালিকায় রয়েছে সিরাজ, দিলখুশ, কে সি দাস, নকুরচন্দ্র নন্দী, ভীম নাগ, প্যারামাউন্ট, অ্যালেন কিচেন, নবীনচন্দ্র দাস, ইউ চিউ, ইন্ডিয়ান কফি হাউজ, নীরঞ্জন অগর, সাবির’স হোটেলের মতো হেভিওয়েটরা ৷ রয়েছে অন্য পরিকল্পানও ৷ জি এম কাপুর জানালেন, খাদ্য বিপণনীর পাশাপাশি আগামী দিনে কলকাতাতেও নামী-দামিদের বসত ভিটেগুলিকে ব্লু প্যাক সম্মানে ভূষিত করা হবে ৷ প্রাথমিকভাবে সেই তালিকায় রয়েছে জাদুসম্রাট পি.সি সরকারের (সিনিয়র) বাড়ি 'ইন্দ্রজাল', বিজ্ঞানী মেঘনাদ সাহার বাড়ি, শিল্পী ও অভিনেতা পঙ্কজ মল্লিকের বাড়ি, বিজ্ঞানী সত্যেন বসু এবং প্রাবন্ধিক ও প্রত্নতত্ত্ববিদ রাজেন্দ্রলাল মিত্রের বাড়ি ৷ এগুলির প্রত্যেকটিকেই হেরিটেজ বিল্ডিং-এর সম্মানে সম্মানিত করা হবে ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর : চপ, কাটলেট, ফিশফ্রাই থেকে রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ ৷ মায় ডাবের জলের শরবত ৷ বাঙালি বরাবরই রসে, বশে থাকতে ভালোবাসে ৷ বস্তুত, এই ভালোবাসার অধিকাংশটাই শুরু হয় তার পেট থেকে ৷ এমন একটা ভোজনরসিক জাতির সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে রকমারি ব্যঞ্জনের ইতিহাস, সে আর অস্বাভাবিক কী ! সত্যি বলতে কী, প্রেমই বলুন, বা মোহ, কিংবা নিরেট নোলা, ভোজনের ডালি বাদ দিলে বাঙালি বড়ই বেরসিক ৷ আর সেকথা বাঙালি নিজে যতটা বোঝে, ততটাই বোঝেন খাবারের ব্যাপারিরাও ৷ দশকের পর দশক ধরে বাঙালির রসনা তৃপ্ত করে আসছে শহর কলকাতার কিছু সংস্থা ৷ তাদের কেউ বানায় সাহেবি কন্টিনেন্টাল, কারও বা ঝুলিতে রয়েছে খাঁটি বাঙালির ঘরের স্বাদ ৷ বাংলার ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি এদের বাদ দিয়ে অসম্পূর্ণ ৷ যার সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ ৷

আরও পড়ুন : Durga Puja Special : রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত পুজো এবার 351 বছরে পা দিল

এবার সেই আবেগকেই স্বীকৃতি দিতে এগিয়ে এল ‘ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ’ (Indian National Trust for Art and Cultural Heritage) ৷ সংক্ষেপে যাদের পরিচয় ইনট্যাক (INTACH) ৷ 1984 সালে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার ৷ উদ্দেশ্য ছিল, ভারতের অসংরক্ষিত বিভিন্ন ঐতিহ্যকে সংরক্ষিত করা ৷ এবার সেই তারাই ইংল্যান্ডের লন্ডন শহরের ধাঁচে কলকাতার ঐতিহ্যবাহী স্থানগুলিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আর এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে শহরের একাধিক সুপ্রাচীন খাদ্য প্রস্তুতকারী সংস্থাকে ৷

ব্যাপারটা একটু খটমট লাগছে কি ? আসুন তাহলে একটু ভেঙে বলা যাক ৷ সংস্থার রাজ্য আহ্বায়ক জি এম কাপুর এই প্রসঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধিকে যা জানিয়েছেন, তার মোদ্দা কথা হল, লন্ডন শহরে যত বিখ্যাতদের বাড়ি রয়েছে, সেগুলিকে সংরক্ষণের এক বিশেষ বন্দোবস্ত রয়েছে ৷ সংশ্লিষ্ট সংস্থা এই বাড়িগুলিকে একটি স্বীকৃতি দেয় ৷ যার পোশাকি নাম ‘ব্লু প্ল্যাক’ ৷ আমাদের অতি প্রিয় ভগিনী নিবেদিতা শুরু করে বহু বিশিষ্ট জনেরই বাড়ি রয়েছে সেই তালিকায় ৷ এবার সেই একই প্রক্রিয়া কার্যকর করা হবে কলকাতায় ৷ পার্থক্য হল, প্রাথমিকভাবে ব্লু প্যাক সম্মান দেওয়া হচ্ছে কলকাতার ঐতিহ্যশালী এবং প্রাচীন খাদ্য বিপণনীগুলিকে ৷ যারা দশকের পর দশক ধরে একই জায়গায় এবং একই মালিকানায় থেকে বাঙালির জিভের স্বাদ মিটিয়ে আসছে ৷

আরও পড়ুন : Vistadome Coach: ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে

ইতিমধ্যেই শহরের নামী তিনটি রেস্তোরাঁকে ব্লু প্যাক সম্মান দেওয়ার কাজ সারা হয়ে গিয়েছে ৷ এগুলি হল, মোকাম্বো, ট্রিঙ্কাস এবং কোয়ালিটি ৷ লাইনে রয়েছে অনেকগুলি প্রসিদ্ধ মিষ্টির দোকান-সহ একাধিক ঐতিহ্যশালী খাদ্য বিপণনী ৷ তালিকায় রয়েছে সিরাজ, দিলখুশ, কে সি দাস, নকুরচন্দ্র নন্দী, ভীম নাগ, প্যারামাউন্ট, অ্যালেন কিচেন, নবীনচন্দ্র দাস, ইউ চিউ, ইন্ডিয়ান কফি হাউজ, নীরঞ্জন অগর, সাবির’স হোটেলের মতো হেভিওয়েটরা ৷ রয়েছে অন্য পরিকল্পানও ৷ জি এম কাপুর জানালেন, খাদ্য বিপণনীর পাশাপাশি আগামী দিনে কলকাতাতেও নামী-দামিদের বসত ভিটেগুলিকে ব্লু প্যাক সম্মানে ভূষিত করা হবে ৷ প্রাথমিকভাবে সেই তালিকায় রয়েছে জাদুসম্রাট পি.সি সরকারের (সিনিয়র) বাড়ি 'ইন্দ্রজাল', বিজ্ঞানী মেঘনাদ সাহার বাড়ি, শিল্পী ও অভিনেতা পঙ্কজ মল্লিকের বাড়ি, বিজ্ঞানী সত্যেন বসু এবং প্রাবন্ধিক ও প্রত্নতত্ত্ববিদ রাজেন্দ্রলাল মিত্রের বাড়ি ৷ এগুলির প্রত্যেকটিকেই হেরিটেজ বিল্ডিং-এর সম্মানে সম্মানিত করা হবে ৷

Last Updated : Sep 28, 2021, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.