কলকাতা, 7 জানুয়ারি: স্বামীজির জন্মজয়ন্তীতে পদযাত্রা করবে ভারতীয় জনতা যুব মোর্চা। আগামী 12 জানুয়ারি স্বামীজির জন্মজয়ন্তী থেকে নেতাজির জন্মজয়ন্তী 23 জানুয়ারি পর্যন্ত যুব দিবসের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির যুব সংগঠন। তারই সূচনা হবে আগামী 12 জানুয়ারি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়ি পর্যন্ত এই পদযাত্রা হবে। অংশগ্রহণ করবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায়-সহ বিজেপির শীর্ষস্তরের নেতারা। মিছিলে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করা হবে।
বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস বলেন, "রাজ্যজুড়ে এবার ধুম-ধাম করে যুব দিবস পালন করার পরিকল্পনা করা হয়েছে। 12 জানুয়ারি শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত একটি পদযাত্রা হবে।" এই কর্মসূচি থেকেই যুব দিবস পালন শুরু হবে রাজ্যজুড়ে। যা শেষ হবে আগামী 23 জানুয়ারি।
আরও পড়ুন: একাধিক অভিযোগে রায়গঞ্জে প্রতিবাদ মিছিল এবিভিপি-র
বিজেপি সূত্রের খবর, আগামী 30 জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুব সম্মেলন করার পরিকল্পনা করেছে যুব মোর্চা।