ETV Bharat / city

Suvendu Slams Abhishek : বিজেপির শুভেন্দু-সৌমিত্রর নিশানায় তৃণমূলের অভিষেক

author img

By

Published : May 28, 2022, 9:36 PM IST

শনিবার হলদিয়ায় দলীয় কর্মসূচি থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সন্ধ্যায় পালটা অভিষেকের সমালোচনা করেন শুভেন্দু (Suvendu Slams Abhishek) ৷

BJPs Suvendu Adhikari Slams Abhishek Banerjee on Corruption Issue
Suvendu Slams Abhishek : বিজেপির শুভেন্দু-সৌমিত্রর নিশানায় তৃণমূলের অভিষেক

কলকাতা, 28 মে : বিজেপির সাংগঠনিক বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Abhishek Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ ডায়মন্ড হারবারের সাংসদকে তিনি ‘কয়লা ভাইপো’ বলেও কটাক্ষ করলেন ৷ পাশাপাশি জানালেন, 2011 সালের পরে রাজনীতিতে আসা অভিষেকের কোনও অভিযোগেরই জবাব দিতে চান না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শ্রমিক সমাবেশে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সমাবেশ থেকে অভিষেক নাম না করে আক্রমণ করেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দুকে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দুর রাজনীতিতে হাতেখড়ি যেহেতু পূর্ব মেদিনীপুর থেকে, সেখান থেকেই রাজনীতিতে উত্থান, তাই শিশির অধিকারীর (Sisir Adhikari) মেজ ছেলেকে নিশানা করেন অভিষেক ৷

শনিবার সন্ধ্যায় সাংবাদিকরা শুভেন্দুর কাছ থেকে অভিষেকের সেই আক্রমণেরই পালটা জবাব কী হবে, তা জানতে চেয়েছিলেন ৷ কিন্তু বিরোধী দলনেতা শুরুতেই পালটা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘কে অভিষেক ? কয়লা ভাইপো ?’’ তার পর বলেন, ‘‘ওর কোনও কথার উত্তর দেব না ।’’

প্রথমে কংগ্রেস ও তার পর তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে রাজনীতির ইংনিস খেলেছেন শুভেন্দু ৷ 2020 সালের শেষে তিনি তৃণমূল ছাড়েন ও বিজেপিতে (BJP) যোগ দেন ৷ নিজের লম্বা রাজনৈতিক ইনিংসের কথা মনে করিয়ে দিয়েই কার্যত অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু ৷ অভিষেক যে 2011 সালের পর রাজনীতিতে এসেছে, সেই প্রসঙ্গও তোলেন ৷

তাছাড়া আবার কয়লা পাচার, গরু পাচার নিয়ে অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন ৷ বলেন, ‘‘কার অ্যাকাউন্টে কয়লার টাকা ঢুকত ?ওকে বাংলার বাংলার লোক কয়লা ভাইপো, গরুর ভাইপো বলে ।’’

বিজেপির শুভেন্দু-সৌমিত্রর নিশানায় তৃণমূলের অভিষেক

একই সঙ্গে গত কয়েকদিন ধরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে আচার্য ও ভিজিটর নিয়ে যে বিতর্ক চলছে, তারও জবাব দেন ৷ শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রীকে আচার্য করতে বা শিক্ষামন্ত্রী ভিজিটর করতে আইন করতে হবে ৷ তা পাস করাতে দিল্লিতে পাঠাতে হবে ৷ কারণ, শিক্ষা কেন্দ্র-রাজ্যের যৌথ এক্তিয়ারভুক্ত বিষয় ৷ যেভাবের পশ্চিমবঙ্গের নাম বঙ্গ করা যায়নি, কিংবা বিধান পরিষদ তৈরি করা যাচ্ছে না, ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের এই আশাও পূরণ হবে না ৷

এদিন নিউটাউনের একটি হোটেলে বিজেপির ওই সাংগঠনিক বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁও (BJP MP Saumitra Khan) ৷ বৈঠক থেকে বেরিয়ে তিনি জানান, পঞ্চায়েতের আগে এক সঙ্গে হয়ে তৃণমূলকে হারানো পরিকল্পনা চলছে বিজেপিতে ।

তিনি নিশানা করেন অভিষেককে ৷ তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কন্ট্রাক্টর, গোটাটাই কন্ট্রাক্টরি করে, তোলা তুলে বাংলা চালিয়েছেন । কন্ট্রাক্টর ভার্সেস কন্ট্রাক্টর লড়াই হবে ৷’’

আরও পড়ুন : Abhishek Attacks Suvendu: ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল ও পদলেহন, হলদিয়ায় শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

কলকাতা, 28 মে : বিজেপির সাংগঠনিক বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Abhishek Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ ডায়মন্ড হারবারের সাংসদকে তিনি ‘কয়লা ভাইপো’ বলেও কটাক্ষ করলেন ৷ পাশাপাশি জানালেন, 2011 সালের পরে রাজনীতিতে আসা অভিষেকের কোনও অভিযোগেরই জবাব দিতে চান না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শ্রমিক সমাবেশে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সমাবেশ থেকে অভিষেক নাম না করে আক্রমণ করেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দুকে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দুর রাজনীতিতে হাতেখড়ি যেহেতু পূর্ব মেদিনীপুর থেকে, সেখান থেকেই রাজনীতিতে উত্থান, তাই শিশির অধিকারীর (Sisir Adhikari) মেজ ছেলেকে নিশানা করেন অভিষেক ৷

শনিবার সন্ধ্যায় সাংবাদিকরা শুভেন্দুর কাছ থেকে অভিষেকের সেই আক্রমণেরই পালটা জবাব কী হবে, তা জানতে চেয়েছিলেন ৷ কিন্তু বিরোধী দলনেতা শুরুতেই পালটা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘কে অভিষেক ? কয়লা ভাইপো ?’’ তার পর বলেন, ‘‘ওর কোনও কথার উত্তর দেব না ।’’

প্রথমে কংগ্রেস ও তার পর তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে রাজনীতির ইংনিস খেলেছেন শুভেন্দু ৷ 2020 সালের শেষে তিনি তৃণমূল ছাড়েন ও বিজেপিতে (BJP) যোগ দেন ৷ নিজের লম্বা রাজনৈতিক ইনিংসের কথা মনে করিয়ে দিয়েই কার্যত অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু ৷ অভিষেক যে 2011 সালের পর রাজনীতিতে এসেছে, সেই প্রসঙ্গও তোলেন ৷

তাছাড়া আবার কয়লা পাচার, গরু পাচার নিয়ে অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন ৷ বলেন, ‘‘কার অ্যাকাউন্টে কয়লার টাকা ঢুকত ?ওকে বাংলার বাংলার লোক কয়লা ভাইপো, গরুর ভাইপো বলে ।’’

বিজেপির শুভেন্দু-সৌমিত্রর নিশানায় তৃণমূলের অভিষেক

একই সঙ্গে গত কয়েকদিন ধরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে আচার্য ও ভিজিটর নিয়ে যে বিতর্ক চলছে, তারও জবাব দেন ৷ শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রীকে আচার্য করতে বা শিক্ষামন্ত্রী ভিজিটর করতে আইন করতে হবে ৷ তা পাস করাতে দিল্লিতে পাঠাতে হবে ৷ কারণ, শিক্ষা কেন্দ্র-রাজ্যের যৌথ এক্তিয়ারভুক্ত বিষয় ৷ যেভাবের পশ্চিমবঙ্গের নাম বঙ্গ করা যায়নি, কিংবা বিধান পরিষদ তৈরি করা যাচ্ছে না, ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের এই আশাও পূরণ হবে না ৷

এদিন নিউটাউনের একটি হোটেলে বিজেপির ওই সাংগঠনিক বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁও (BJP MP Saumitra Khan) ৷ বৈঠক থেকে বেরিয়ে তিনি জানান, পঞ্চায়েতের আগে এক সঙ্গে হয়ে তৃণমূলকে হারানো পরিকল্পনা চলছে বিজেপিতে ।

তিনি নিশানা করেন অভিষেককে ৷ তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কন্ট্রাক্টর, গোটাটাই কন্ট্রাক্টরি করে, তোলা তুলে বাংলা চালিয়েছেন । কন্ট্রাক্টর ভার্সেস কন্ট্রাক্টর লড়াই হবে ৷’’

আরও পড়ুন : Abhishek Attacks Suvendu: ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল ও পদলেহন, হলদিয়ায় শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.