ETV Bharat / city

রাজ্যে 1 কোটি নতুন সদস্য নেওয়ার লক্ষ্যমাত্রা BJP-র - kolkata

রাজ্যের 39টি সাংগঠনিক জেলায় আজ থেকে শুরু হচ্ছে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচি । সূচনা করবেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

তুষারকান্তি ঘোষ, রাজ্য BJP-র সম্পাদক
author img

By

Published : Jul 6, 2019, 9:28 AM IST

Updated : Jul 6, 2019, 10:45 AM IST

কলকাতা, 6 জুলাই: আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচি । চলবে 11 অগাস্ট পর্যন্ত । রাজ্যের 39টি সাংগঠনিক জেলাতেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

কলকাতার শ্যামবাজার থেকে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচির সূচনা হবে । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মসূচির সূচনা করবেন । নতুন সদস্য নেওয়ার পাশাপাশি পুরনো সদস্যদের পদ পুনর্নবীকরণ করা হবে। প্রতি বুথে কমপক্ষে 50 জন নতুন সদস্য নিতে হবে । রাজ্যে এই লক্ষ্যমাত্রা 1 কোটি । এই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । BJP-র নতুন সদস্য হওয়ার জন্য 8980808080 নম্বরে মিসড কল দিলেই হবে । তবে মিসড কলের পাশাপাশি একটি ফর্ম বা আবেদনপত্রও পূরণ করতে হবে ।

আরও পড়ুন : BJP-তে যোগ জ্যোতিপ্রিয়র জামাইয়ের

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন । দলের রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে এই কর্মসূচির জন্যই বেছে নেওয়া হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের নতুন সদস্য নেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে । রাজ্যজুড়ে যেভাবে BJP-তে যোগদান ও সদস্য হওয়ার জন্য আগ্রহ বাড়ছে, তাতে মনে হয় সহজেই আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব । "

ভিডিয়োয় বক্তব্য শুনুন

কলকাতা, 6 জুলাই: আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচি । চলবে 11 অগাস্ট পর্যন্ত । রাজ্যের 39টি সাংগঠনিক জেলাতেও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

কলকাতার শ্যামবাজার থেকে BJP-র সদস্য গ্রহণ কর্মসূচির সূচনা হবে । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মসূচির সূচনা করবেন । নতুন সদস্য নেওয়ার পাশাপাশি পুরনো সদস্যদের পদ পুনর্নবীকরণ করা হবে। প্রতি বুথে কমপক্ষে 50 জন নতুন সদস্য নিতে হবে । রাজ্যে এই লক্ষ্যমাত্রা 1 কোটি । এই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । BJP-র নতুন সদস্য হওয়ার জন্য 8980808080 নম্বরে মিসড কল দিলেই হবে । তবে মিসড কলের পাশাপাশি একটি ফর্ম বা আবেদনপত্রও পূরণ করতে হবে ।

আরও পড়ুন : BJP-তে যোগ জ্যোতিপ্রিয়র জামাইয়ের

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন । দলের রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটিকে এই কর্মসূচির জন্যই বেছে নেওয়া হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের নতুন সদস্য নেওয়ার টার্গেট বেঁধে দিয়েছে । রাজ্যজুড়ে যেভাবে BJP-তে যোগদান ও সদস্য হওয়ার জন্য আগ্রহ বাড়ছে, তাতে মনে হয় সহজেই আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব । "

ভিডিয়োয় বক্তব্য শুনুন
Intro:05-07-19


সুজয় ঘোষ, কলকাতা




কলকাতাঃ কাল শনিবার ৬ জুলাই থেকে বিজেপির নতুন সদস্যপদ অভিযান কর্মসূচির শুরু হচ্ছে। এই সদস্যপদ অভিযানে বিজেপির নতূন সদস্যপদ নেওয়া ছাড়াও পুরানো সদস্যপদ নেওয় ব্যক্তিদেরও নতূন করে সদস্য নবীকরণ করতে হবে। ১১ আগষ্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে বিজেপির ৩৭ টি সাংগঠনিক জেলাতেই এই কর্মসূচি কাল থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।


সারা দেশের সঙ্গে কাল রাজ্যের কর্মসূচি সূচণা হবে কলকাতার শ্যামবাজার থেকে। সূচণা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতি বুথে কমপক্ষে ৫০ জন সদস্য পদ তৈরি করতে হবে। রাজ্যে বিজেপির ১ কোটি নতুন সদস্যপদ তৈরি করার টার্গেট দিয়েছেন অমিত শাহ। 8980808080- এই নাম্বারে মিস কল দিয়ে বিজেপির নতূন সদস্যপদ নিতে পারবেন। তবে এবার মিস কল দেওয়া ছাড়াও নতুন একটি ফর্মও ফিলাপ করতে হবে।






বিজেপি রাজ্য সম্পাদক তুষারকান্ত ঘোষ বলেন, "কাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্মদিন। ওই দিনটিকেই নতূন সদস্যপদ তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে। কাল রাজ্যের সব কটি সাংগঠনিক জেলাতেই এই কর্মসূচি শুরু হবে। 8980808080 এই নাম্বারে ফোন করে আগে সদস্যপদ নিতে হবে। এর পর একটি ফর্মও ফিলাপ করতে হবে। রাজ্যের মানুষের যে উৎসাহ আছে প্রথমদিনেই ৫ লক্ষ সদস্যপদ ছাড়িয়ে যাবে। রাজ্যে ৭৮ হাজার মত বুথ আছে। প্রতি বুথে নুন্যতম ৫০ জন সদস্য তৈরি করতে হবে। প্রতিটি জেলা সভাপতিকে কড়া নির্দেশ পাঠানো হয়েছে। এই সদস্য পদ অভিযান কর্মসূচি দ্রুত শেষ করার জন্য"Body:কপিConclusion:
Last Updated : Jul 6, 2019, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.